ফিফটি শেডস ডার্কার (চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Galib Tufan (আলোচনা | অবদান)
তথ্যসূত্র যোগ/সংশোধন
৩৬ নং লাইন:
 
২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি [[প্যারিস]] ও [[ভ্যাঙ্কুবার|ভ্যাঙ্কুবারে]] ''ফিফটি শেডস ডার্কার'' ও তার সিক্যোয়েল ''[[ফিফটি শেডস ফ্রিড (চলচ্চিত্র)|ফিফটি শেডস ফ্রিড]]'' ছবির [[প্রিন্সিপাল ফোটোগ্রাফি|প্রিন্সিপাল ফোটোগ্রাফির]] কাজ শুরু হয়। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তিলাভ করে। ছবির বাজেট ছিল ৫৫ মিলিয়ন [[মার্কিন ডলার]]। বিশ্বব্যাপী ছবিটি আয় করে ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার। তা সত্ত্বেও ছবির চিত্রনাট্য, অভিনয় ও গল্পকথনের শৈলী নিয়ে সমালোচকেরা নেতিবাচক প্রতিক্রিয়াই ব্যক্ত করেছিলেন। যদিও ছবির কোনও কোনও অভিনেতার অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিতও হয়েছিল। [[৩৮তম গোল্ডেন র‍্যাস্পবেরি পুরস্কার]] অনুষ্ঠানে এই ছবিটি [[নিকৃষ্টতম চলচ্চিত্র বিভাগে গোল্ডেন র‍্যাস্পবেরি পুরস্কার|নিকৃষ্টতম চলচ্চিত্র]], [[নিকৃষ্টতম অভিনেতা বিভাগে গোল্ডেন র‍্যাস্পবেরি পুরস্কার|নিকৃষ্টতম অভিনেতা]] (ডোরনান) ও [[নিকৃষ্টতম অভিনেত্রী বিভাগে গোল্ডেন র‍্যাস্পবেরি পুরস্কার|নিকৃষ্টতম অভিনেত্রী]] (জনসন) সহ নয়টি বিভাগে মনোনয়ন লাভ করে এবং [[নিকৃষ্টতম প্রিক্যোয়েল, রিমেক, রিপ-অফ অথবা সিক্যোয়েল বিভাগে গোল্ডেন র‍্যাস্পবেরি পুরস্কার|নিকৃষ্টতম প্রিক্যোয়েল, রিমেক, রিপ-অফ অথবা সিক্যোয়েল]] ও [[নিকৃষ্টতম সহ-অভিনেত্রী বিভাগে গোল্ডেন র‍্যাস্পবেরি পুরস্কার|নিকৃষ্টতম সহ-অভিনেত্রী]] (বাসিংগার) পুরস্কার দু’টি জয় করে।<ref name="38thRazzies">{{cite web|url=https://editorial.rottentomatoes.com/article/razzie-award-nominations-announced/|title=RAZZIE AWARD NOMINATIONS ANNOUNCED|publisher=[[Rotten Tomatoes]]|date=January 21, 2018|accessdate=January 21, 2018}}</ref>
 
==কাহিনি-সারাংশ==
 
==কলাকুশলী==
* [[ডাকোটা জনসন]] - অ্যানাস্টেসিয়া "অ্যানা" স্টিল
* [[জেমি ডোরনান]] – ক্রিস্টিয়ান গ্রে
* [[এরিক জনসন (অভিনেতা)|এরিক জনসন]] – জ্যাক হাইড, এসআইপি-তে অ্যানার মনিব ও গোপন শিকারী।
* [[এলোইস মামফোর্ড]] – ক্যাথরিন "কেট" ক্যাভানাগ, অ্যানাস্টেসিয়া’র ঘনিষ্ঠতম বন্ধু ও কক্ষসঙ্গী, ক্রিস্টিয়ানের দাদা এলিয়ট গ্রে-র প্রেমিকা।
* [[বেলা হিথকোট]] – লেইলা উইলিয়ামস, ক্রিস্টিয়ানের প্রাক্তন বশবর্তীদের অন্যতম।
* [[রিটা ওরা]] – মিয়া গ্রে, দত্তক পিতার সূত্রে ক্রিস্টিয়ানের বোন।
* [[জেনিফার এলি]] – কার্লা উইকস, অ্যানাস্টেসিয়ার মা (আনরেটেড সংস্করণ)।
* [[ল্যুক গ্রিমস]] – এলিয়ট গ্রে, দত্তক পিতার সূত্রে ক্রিস্টিয়ানের দাদা।
* [[ভিক্টর রাসুক]] – জোস রোডরিগেজ, অ্যানাস্টেসিয়ার বন্ধু।
* [[ম্যাক্স মার্টিনি]] – জেসন টেইলর, ক্রিস্টিয়ানের দেহরক্ষী ও নিরাপত্তা বাহিনীর প্রধান।
* [[ব্রুস অল্টম্যান]] – জেরি রোচ, এসআইপি-র প্রেসিডেন্ট।
* [[কিম বাসিংগার]] – এলিনা লিংকন, ক্রিস্টিয়ানের ব্যবসায়িক অংশীদার ও প্রাক্তন প্রেমিকা।
* [[মার্সিয়া গে হার্ডেন]] – গ্রেস ট্রেভেলাইন-গ্রে, ক্রিস্টিয়ানের দত্তক মা।
 
==প্রযোজনা==
 
==পাদটীকা==