হংকং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sun8908 (আলোচনা | অবদান)
Zaheen (আলোচনা | অবদান)
ভূমিকা সম্প্রসারণ
৬৩ নং লাইন:
[[File:Hong Kong through Hotel.JPG|thumb|হংকঙের গগনচুম্বী দালানসমূহ]]
'''হংকং''' ({{lang-zh|香港}}, [[ম্যান্ডারিন ভাষা|ম্যান্ডারিন উচ্চারণে]]: ''শিয়াং গাং'', [[ক্যান্টনীয় উপভাষা|ক্যান্টনীয় উচ্চারণে]]: ''হ্যং গং'') বা '''হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল''' [[গণচীন|গণচীনের]] দুইটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি। অপর অঞ্চলটি হল [[মাকাও]]। ২৬০ টিরও বেশি বিচ্ছিন্ন [[দ্বীপ]] নিয়ে গঠিত এই অঞ্চলটি [[পার্ল নদীর বদ্বীপ।|পার্ল নদীর বদ্বীপের]] পূর্ব দিকে অবস্থিত। এর উত্তরে চীনের [[কুয়াংতুং]] প্রদেশ এবং পূর্ব, পশ্চিম আর দক্ষিণে [[দক্ষিণ চীন সাগর]] অবস্থিত। হংকংয়ের অর্থনীতি অনেক শক্তিশালী।
 
হংকং চীনের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত একটি অঞ্চল। এটি মূল ভূখণ্ড থেকে দক্ষিণ চীন সাগরে প্রসারিত হয়েছে। গভীর পোতাশ্রয়ের কারণে হংকং জাহাজ পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হংকংয়ের আয়তন প্রায় ২,৭৫৫ বর্গকিলোমিটার। অঞ্চলটি মূলত হংকং দ্বীপকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এছাড়াও লানথাউ দ্বীপ, কাওলুন উপদ্বীপ ও আরও প্রায় দুইশত ছোট ছোট দ্বীপ আছে হংকংয়ে। এছাড়া কাওলুন উপদ্বীপের উত্তরে নতুন অঞ্চল বা নিউ টেরিটরিজ নামের একটি অঞ্চল আছে। হংকং দ্বীপে অবস্থিত ভিক্টোরিয়া এলাকাটি হংকংয়ের বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র।
 
হংকংয়ে একটি মিশ্র সংস্কৃতি বিদ্যমান। এখানে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় ধরনের সংস্কৃতির ছুটি ও উৎসবগুলি পালন করা হয়, যেমন চীনা চান্দ্র নববর্ষ এবং বড়দিন। হংকংয়ের বহু লোক ইংরেজি ও চীনা উভয় ভাষাতেই কথা বলে। ব্যাংকিং, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য হংকংয়ের অর্থনীতির ভিত্তি। এছাড়া পর্যটন ও মৎস্য আহরণও দুইটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। অধিকন্তু, হংকং বিশ্বের অন্যতম প্রধান চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র।
 
হংকংয়ে তিন হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষের বাস। ১৮২১ সালে ব্রিটিশ বণিকেরা হংকংয়ের পোতাশ্রয় ব্যবহার করা শুরু করে। ১৯শ শতকের মধ্যভাগে যুক্তরাজ্য ও চীন একাধিক যুদ্ধে লিপ্ত হয় এবং ব্রিটিশরা ঐসব যুদ্ধে জয়লাভ করলে তাদেরকে ৯৯ বছর হংকংয়ের নিয়ন্ত্রণ দেওয়া হয়। ১৯৮৪ সালে যুক্তরাজ্যে হংকংকে চীনের কাছে ফেরত দেবার ব্যাপারে সম্মত হয়। চীনারা হংকংকে একটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের মর্যাদা দেবার ব্যাপারে সম্মত হয়। ফলে চীনের বাকী অংশে প্রচলিত সব নীতি বা নিয়ম হংকংয়ের অনুসরণ করতে হয় না। ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে ফেরত দেওয়া হয়।
 
==ইতিহাস==
'https://bn.wikipedia.org/wiki/হংকং' থেকে আনীত