বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪১০ নং লাইন:
করোনা মহামারী থেকে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা প্রাণপনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি কাজের চাপে কোন কোন দিন একবার আহার করে আবার অনেকদিন যাবৎ না ঘুমিয়ে করোনার বিরুদ্ধে তীব্র সংগ্রাম করে চলছেন । এমন উৎকৃষ্ট স্বাস্থ্যমন্ত্রীর ছবি জ্বালিয়ে অপমান করলে মন কতকটা আঘাতপ্রাপ্ত হয় কল্পনা করুন।
বন্যায় কবলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঘরে কোমর জল পেরিয়ে খোজ খবর করা মূখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোয়ালের ছবি জ্বালিয়ে অপমান করলে হৃদয়ে কেমন পীড়া হয় ভেবে বলুন। নিজ জন্মভূমি আসামের মানচিত্র পুৃড়িয়ে দেওয়া দেখলে মন কেমন কাঁদে অনুভব করুন। আসাম মাতৃর বুকে বাঙ্গালী অসমীয়ার দাঙ্গা লাগানোর প্রচেষ্টাকারী ব্যক্তিকে কি কখনও ক্ষমা করা যায়? আসামের বিষয়ে আপত্তিজনক মন্তব্য প্রথম গর্গ করেছে । আমরা নির্দোষ। এইসব কারণে আমি রাগী হয়ে এমন মনোভাব নিয়ে লিখেছিলাম। এবার নিরপেক্ষ নীতিমালা অনুসরণ করে পুনরায় নিবন্ধ লেখার মনস্থ করেছি । আশা করছি অনুমতি প্রদান করবেন । [[ব্যবহারকারী:Amrit barman|অমৃত বর্মন]] ([[ব্যবহারকারী আলাপ:Amrit barman|আলাপ]]) ১৭:২৬, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)
:ঠিক সেটাই। উইকিপিডিয়া কিন্তু প্রতিশোধ নেওয়ার স্থান নয়। এবং আমি আবারও পরামর্শ দেব নিবন্ধ দুটি আপনাকে না লিখতে। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ২১:৪৯, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)