কেন ফানস্টন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
৭০ নং লাইন:
}}
 
'''কেনেথ জেমস ফানস্টন''' ({{lang-en|Ken Funston}}; জন্ম: ৩ ডিসেম্বর, ১৯২৫ - মৃত্যু: ১৫ এপ্রিল, ২০০৫) ট্রান্সভালের প্রিটোরিয়া এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।<ref>{{cite web | url = https://cricketarchive.com/Archive/Players/0/947/947.html| title = Ken Funston | publisher = www.cricketarchive.com | accessdate = 2012-02-19}}</ref>
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নর্থ ইস্টার্ন ট্রান্সভাল, [[ফ্রি স্টেট ক্রিকেট দল|অরেঞ্জ ফ্রি স্টেট]] ও [[গটেং ক্রিকেট দল|ট্রান্সভাল দলের]] প্রতিনিধিত্ব করেন। দলে মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন '''কেন ফানস্টন'''।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৯৪৬-৪৭ মৌসুম থেকে ১৯৬১-৬২ মৌসুম পর্যন্ত কেন ফানস্টনের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। খেলোয়াড়ী জীবনের অধিকাংশ সময়ই ঘরোয়া ক্রিকেটের খেলাগুলো ট্রান্সভালের পক্ষে খেলেন।

আক্রমণধর্মী মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে নিজেকে উপস্থাপনায় সচেষ্ট ছিলেন কেন ফানস্টন। খেলার শুরুতে তিনি বেশ ভালোমানের খেলা উপহার দিলেও সর্বাগ্রে তিনি আউট হয়ে যেতেন।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে ঊনিশটি [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন কেন ফানস্টন। ৫ ডিসেম্বর, ১৯৫২ তারিখে ব্রিসবেনে স্বাগতিক [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২৮ ফেব্রুয়ারি, ১৯৫৮ তারিখে পোর্ট এলিজাবেথে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
১৯৫০-এর দশকে সবমিলিয়ে ১৮ টেস্টে অংশ নেন। তবে, কোন টেস্ট সেঞ্চুরির সন্ধান পাননি তিনি। তাসত্ত্বেও দলের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হতেন। ১৯৫২-৫৩ মৌসুমে অস্ট্রেলিয়া গমন করেন। অ্যাডিলেড টেস্টে ৯২ রানের ইনিংস খেলেন। ১৯৫৫ সালে ইংল্যান্ড গমনার্থে তাকে দলে রাখা হয়নি।
৮৩ ⟶ ৮৬ নং লাইন:
১৯৫৭-৫৮ মৌসুমে অস্ট্রেলিয়া দল দক্ষিণ আফ্রিকা সফরে আসে। ওয়ান্ডারার্স টেস্টে তিনি তার সেরা খেলা উপহার দেন। ৭০ ও অপরাজিত ৬৪ রানের ইনিংস খেললেও তার দল শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়। জ্যাকি ম্যাকগ্লিউ’র সাথে অত্যন্ত সাহসীকতাপূর্ণ খেলেন।
 
ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবল ও হকি খেলায় দক্ষ ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন কেন ফানস্টন। তার সন্তান গ্রাহাম ফানস্টন ১৯৭০-এর দশকে দক্ষিণ আফ্রিকায় প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন ও গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টে প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছিলেন।<ref>[https://cricketarchive.com/Archive/Players/13/13482/13482.html Graham Funston at Cricket Archive]</ref> ১৫ এপ্রিল, ২০০৫ তারিখে ৭৯ বছর বয়সে কেপ টাউন এলাকায় কেন ফানস্টনের দেহাবসান ঘটে।
 
[[বিষয়শ্রেণী:১৯২৫-এ জন্ম]]