জন বেক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
আরও দেখুন - অনুচ্ছেদ সৃষ্টি!
১ নং লাইন:
{{কাজ চলছে}}
{{Infobox cricketer
| name = জন বেক
৮০ ⟶ ৭৯ নং লাইন:
সমগ্র খেলোয়াড়ী জীবনে আটটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন জন বেক। ২৪ ডিসেম্বর, ১৯৫৩ তারিখে জোহেন্সবার্গে স্বাগতিক [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৯ মার্চ, ১৯৫৬ তারিখে অকল্যান্ডে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
আক্রমণধর্মী বামহাতি ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন জন বেক। পাশাপাশি ফিল্ডার হিসেবে বেশ সুনাম কুড়িয়েছিলেন তিনি। ১৯ বছর বয়সে [[New Zealand cricket team in South Africa in 1953–54|১৯৫৩-৫৪]] মৌসুমে দক্ষিণ আফ্রিকা গমনার্থে তাকে নিউজিল্যান্ড দলে রাখা হয়। অথচ, এরপূর্বে তিনি কোন প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেননি। তবে, বিদ্যালয় জীবনে তার চমৎকার ক্রীড়াশৈলী ও প্রতিশ্রুতিশীলতাকে বিবেচনায় আনা হয়েছিল।<ref name="WCA">''[[Wisden Cricketers' Almanack|Wisden]]'' 2001, pp. 1575–76.</ref> কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও নিজস্ব দ্বিতীয় টেস্টে ৯৯ রানে দূর্ভাগ্যজনকভাবে [[রান আউট|রান আউটের]] শিকার হয়েছিলেন তিনি। মূলতঃ স্ট্রাইক তুলে দেয়ার কারণে খেসারত গুণতে হয় তাকে। এ পর্যায়ে পঞ্চম উইকেটে [[জন রিচার্ড রিড|জন রিডের]] সাথে ১৭৪ রানের জুটি গড়েছিলেন। তন্মধ্যে, দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজন ও চাবিরতির মাঝখানে দুই ঘন্টায় তারা ১৬৫ রান তুলেছিলেন।<ref>''Wisden'' 1955, p. 800.</ref>
 
== ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ==
দক্ষিণ আফ্রিকা সফর শেষে ১৯৫৫-৫৬ মৌসুমের পূর্ব-পর্যন্ত তাকে আর জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়া হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দুইবার অর্ধ-শতরানের সন্ধান পান তিনি। ১৯৫৫-৫৬ মৌসুমে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট [[ফলাফল (ক্রিকেট)|বিজয়ে]] অংশ নিয়েছিলেন তিনি। অকল্যান্ডে সফরকারী [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে প্রথম ইনিংসে ৩৮ রান তুলেন। নিম্নমূখী রানের খেলায় পঞ্চম উইকেট জুটিতে আবারও জন রিডের সাথে ১০৪ রান তুলেন। এ জুটিই খেলার সর্বোচ্চ ছিল।<ref>''Wisden'' 1957, pp. 837–38.</ref>
 
অংশগ্রহণকৃত আট টেস্টে ২৬.৮০ গড়ে ৩৯৪ রান তুলেছিলেন তিনি। ক্রিকেটের পাশাপাশি রাগবি ও টেনিস খেলতেন এবং ট্র্যাক এন্ড ফিল্ডে সফলতা পেয়েছেন। তবে, সমগ্র জীবনে ক্রিকেটের দিকেই তার আগ্রহ ছিল সমধিক। তার বয়সী অন্যতম সেরা রহস্যময় খেলোয়াড় হিসেবে চিত্রিত হন। তার মাঝে প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর ছিল ও তিনি কোন কিছুই দক্ষতা প্রদর্শন করতে পারেননি।<ref>Brooke, p. 36.</ref> সর্বত্র ধারনা করা হয় যে, নিয়মানুবর্তীতার অভাবেই তিনি তার প্রতিভাকে বিকশিত করতে পারেননি।<ref name="WCA"/>
৯৪ ⟶ ৯৩ নং লাইন:
== গ্রন্থপঞ্জী ==
* Brooke, R. "Book Reviews", ''The Cricket Statistician'', The Association of Cricket Statisticians and Historians: West Bridgford, Nottingham.
 
== আরও দেখুন ==
* [[বিল বেল]]
* [[এরিক ডেম্পস্টার]]
* [[নিউজিল্যান্ডীয় টেস্ট ক্রিকেটারদের তালিকা]]
* [[প্রথম-শ্রেণীর ক্রিকেট দলসমূহের বর্তমান তালিকা]]
 
== বহিঃসংযোগ ==