কালিচন্দ্র রায় চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সূত্র স্থিরকরণ
পাতা পরিমার্জিত হল
১ নং লাইন:
'''কালীচন্দ্র রায়চৌধুরী''' ঊনবিংশ শতকের গোড়ার দিকের সাহিত্যিক ও প্রকাশক। অধুনা [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[রংপুর জেলা|রংপুরের]] কুন্ডীর জমিদার বংশে জন্ম। বাংলা সাহিতত্যের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। [[রামনারায়ণ তর্করত্ন]] রচিত বাংলার আদি নাটক '''কুলীন কূলসর্বস্ব''<nowiki/>' কে পুরস্কৃত করে তিনি বাঙলা সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন। বাংলা সাহিত্যের বিকাশে ও প্রচারে সেসময় মুখ্য ভূমিকা পালন করেছেন। তারই উদ্যোগে মফস্সলে প্রথম মুদ্রাযন্ত্র প্রতিষ্ঠা হয় এবং [[রংপুর]] হতে 'রংপুর বার্তাবহ' প্রথম প্রকাশিত হয়। তার মৃত্যুর পর সেটি 'রংপুর দিকপ্রকাশ' নামে প্রকাশিত হতে থাকে।  তিনি নিজেও সাহিত্য রচনা করেছেন। 'স্বভাব দর্পণ' ও 'প্রেমরসাস্টক ' গ্রন্থের রচয়িতা তিনি।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=সংসদ বাংলা চরিতাভিধান|শেষাংশ=|প্রথমাংশ=|বছর=|প্রকাশক=সাহিত্য সংসদ|অবস্থান=কলকাতা|পাতাসমূহ=১২৭|আইএসবিএন=978-81-7955-135-6}}</ref>
 
== তথ্যসূত্র ==