ঝড়েশ্বর চট্টোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:বাঙালি লেখ অপসারণ; বিষয়শ্রেণী:বাঙালি লেখক যোগ
২২ নং লাইন:
 
== শিক্ষা ও কর্মজীবন ==
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড-হারবার হাই স্কুলে বিদ্যালয়ের পাঠ, তারপর [[কলকাতা বিশ্ববিদ্যালয়]]হতে থেকে কলাবিভাগে স্নাতক । এরপর সরকারী চাকরি। দক্ষিণ ২৪ পরগনা কালেক্টরেটেই কর্মজীবন শুরু ।
 
== সাহিত্যকর্ম- ==
৪১ নং লাইন:
* নতুন মেম,
* জলের সীমানা
গল্প সম্ভারের মধ্যে উল্লেখযোগ্য হল – যাত্রীনিবাস(১৯৮৭), ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের ছোট গল্প, ও শ্রেষ্ঠ গল্প। হিন্দি ও ইংরাজী ছাড়াও তামিল, মালায়লম ভাষাতে ওনার উপন্যাস ও গল্প অনূদিত হয়েছে।
হিন্দি ও ইংরাজী ছাড়াও তামিল, মালায়লম ভাষাতে ওনার উপন্যাস ও গল্প অনূদিত হয়েছে।
 
== সম্মাননা - ==
তারাশঙ্কর স্মৃতি পুরস্কার, সোপান, কথাপুরস্কার (দিল্লী), রামমোহন লাইব্রেরী পুরস্কার, পাঞ্চজন্য, শিলালিপি, সমতট, মহাদিগন্ত সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন । ‘সহিস’ উপন্যাসের জন্য ২০০৭ সালে [[পশ্চিমবঙ্গ সরকার|পশ্চিমবঙ্গ সরকারের]] [[বঙ্কিম সাহিত্য পুরস্কার]] পেয়েছেন। দক্ষিণের নিম্মবর্গীয় মানুষদের জীবনের চালচিত্র যথাযথভাবে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন হায়াৎনগর সুভাষ সমিতির 'নেতাজী সুভাষ সম্মাননা – ২০১৯’।
 
==তথ্যসূত্র==