ঝড়েশ্বর চট্টোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
উইকিলিংক যোগ
১৯ নং লাইন:
 
==জন্ম==
ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৪৮ সালের ২৬শে নভেম্বর [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] [[দক্ষিণ চব্বিশ পরগণা]] জেলার [[ডায়মন্ড- হারবার|ডায়মন্ড হারবারে]]। পিতা উদয় চন্দ্র চট্টোপাধ্য্যায়, মাতা রানীবালা চট্টোপাধ্যায় ।
 
== শিক্ষা ও কর্মজীবন ==
২৫ নং লাইন:
 
== সাহিত্যকর্ম- ==
ছাত্রজীবনেই লেখালেখি শুরু। বিভিন্ন পত্রপত্রিকায় তা প্রকাশিত হতে থাকে। [[তেভাগা আন্দোলন|তেভাগা আন্দোলনের]] বিপ্লবী [[কংসারী হালদার|কংসারী হালদারের]] ঘনিষ্ট হওয়ার কারণে দক্ষিণ ২৪ পরগণা জেলার বিশেষত বাদা অঞ্চল, দ্বীপ বা চরে বসবাসকারী মানুষের সাথে ঘনিষ্ট হওয়ার সুযোগ পেয়েছেন । নিম্নবর্গীয় মানুষদের খুব কাছে থেকে জেনেছেন, বুঝেছেন নিজের মত করে অতি স্বাভাবিক ভাবেই। মোটামুটি সত্তরে দশক হতে যে লেখাগুলি শুরু করেন, সেগুলি পুস্তক আকারে প্রকাশিত হতে থাকে। প্রথম ছোট গল্প সংকলন ‘ ‘যাত্রীনিবাস’ প্রকাশিত হয় ১৯৮৭ সালে। গল্পের মূল প্রেক্ষাপট আবর্তিত হয় দক্ষিণ বাংলার বাদা অঞ্চলকে কেন্দ্র করেই। সেখানকার নদীনালা, ফেরীঘাট, ছোট দ্বীপ বা চরভূমি, গাঙ, আবাদী,অনাবাদী জমি – এই ভৌগলিক বৃত্তের মানুষ, তাদের প্রকৃতি ও পরিবেশ আয়ুধ হিসাবে প্রতিফলিত হয়েছে।
 
== উপন্যাস সমূহ ==
৪১ নং লাইন:
* নতুন মেম,
* জলের সীমানা
প্রভৃতি ।
 
গল্প সম্ভারের মধ্যে উল্লেখযোগ্য হল – যাত্রীনিবাস(১৯৮৭), ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের ছোট গল্প, ও শ্রেষ্ঠ গল্প।
হিন্দি ও ইংরাজী ছাড়াও তামিল, মালায়লম ভাষাতে ওনার উপন্যাস ও গল্প অনূদিত হয়েছে।