বেঙ্গল প্রেসিডেন্সি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১১০ নং লাইন:
| HDI_year =
}}
'''বাংলা প্রেসিডেন্সি''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Bengal Presidency), সরকারিভাবে '''[[ফোর্ট উইলিয়াম, ভারতকলকাতা|ফোর্ট উইলিয়ামের]] প্রেসিডেন্সি''' (ইংরেজি: Presidency of Fort William) এবং পরবর্তীকালে '''বাংলা প্রদেশ''' (ইংরেজি: Bengal Province) ছিল [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতের]] একটি প্রশাসনিক বিভাগ। অতীতে এই প্রেসিডেন্সির এক্তিয়ারভুক্ত এলাকার যে সর্বাধিক বিস্তৃতি ঘটেছিল, তার মধ্যে অধুনা [[দক্ষিণ এশিয়া|দক্ষিণ]] ও [[দক্ষিণপূর্ব এশিয়া|দক্ষিণপূর্ব এশিয়ার]] একটি বৃহৎ অংশ অন্তর্ভুক্ত হয়েছিল। [[বঙ্গ|বাংলার]] (অধুনা [[বাংলাদেশ]] রাষ্ট্র ও [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ]] [[ভারতের রাজ্যসমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ|রাজ্য]]) জাতি-ভাষাগত অঞ্চলটি ছিল বাংলার মূল ভূখণ্ডের অন্তর্গত। ফোর্ট উইলিয়ামকে ঘিরে গড়ে ওঠা শহর [[কলকাতা]] ছিল বাংলা প্রেসিডেন্সির রাজধানী। [[বাংলার গভর্নর|বাংলার গভর্নরগণ]] বহু বছর ধরে একই সঙ্গে [[ভারতের ভাইসরয়|ভারতের ভাইসরয়ের]] দায়িত্বও পালন করতেন। বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত কলকাতাই কার্যত ছিল [[ভারতের রাজধানী]]।
 
১৬১২ সালে [[মুঘল সাম্রাজ্য|মুঘল সম্রাট]] [[জাহাঙ্গির|জাহাঙ্গিরের]] শাসনকালে [[মুঘল বাংলা|মুঘল বাংলা সুবায়]] স্থাপিত বাণিজ্যকুঠি থেকে বাংলা প্রেসিডেন্সির উত্থান ঘটে। একচেটিয়া বাণিজ্যের রাজকীয় সনদপ্রাপ্ত ব্রিটিশ সংস্থা [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি|ইস্ট ইন্ডিয়া কোম্পানি]] বাংলায় প্রভাব বিস্তারের জন্য অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। ১৭৫৭ সালে ষড়যন্ত্রপূর্বক [[বাংলার নবাব|বাংলার নবাবকে]] [[পলাশীর যুদ্ধ|সিংহাসনচ্যূত]] করার পর এবং তারপরে ১৭৬৪ সালে [[বক্সারের যুদ্ধ|বক্সারের যুদ্ধের]] পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশের বৃহত্তর অংশে নিজ কর্তৃত্ব বিস্তার করে। এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিই উপমহাদেশের সর্বাপেক্ষা শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত [[ভারতে কোম্পানি শাসন|ভারতে কোম্পানি শাসনের]] সূত্রপাত ঘটে। ব্রিটিশ পার্লামেন্ট ক্রমশ কোম্পানির একচেটিয়া অধিকার খর্ব করতে শুরু করে। ১৮৫০-এর দশকের মধ্যে কোম্পানি আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে ওঠে।<ref name="autogenerated1">William Dalrymple (10 September 2019). The Anarchy: The Relentless Rise of the East India Company. Bloomsbury Publishing. {{ISBN|978-1-4088-6440-1}}.</ref> ১৮৫৭ সালের [[সিপাহী বিদ্রোহ|মহাবিদ্রোহের]] পরে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার স্বহস্তে তুলে নেয়। বাংলা প্রেসিডেন্সি পুনর্গঠিত হয়। বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা হয়ে ওঠে [[ভারতীয় স্বাধীনতা আন্দোলন|ভারতীয় স্বাধীনতা আন্দোলনের]] অন্যতম উৎসস্থল তথা [[বাংলার নবজাগরণ|বাংলার নবজাগরণের]] কেন্দ্রবিন্দু।