আতিউর রহমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বাংলাদেশী অর্থনীতিবিদ
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Raihan abir (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: "আতিউর রহমান" বাংলাদেশের একজন জনপ্রিয় অর্থনীতিবিদ। মে ১, ২০০৯ …
(কোনও পার্থক্য নেই)

০৫:৩৭, ৩০ এপ্রিল ২০০৯ তারিখে সংশোধিত সংস্করণ

"আতিউর রহমান" বাংলাদেশের একজন জনপ্রিয় অর্থনীতিবিদ। মে ১, ২০০৯ সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্ণর হিসেবে নিযুক্ত হন। অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার কারণে তিনি বেশ পরিচিত। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই তার লেখা অসংখ্য বই রয়েছে। তিনি রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[১] the largest in Bangladesh.[২]

২০০১ সালে, তিনি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক জনতা ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। [১] the second-largest in the country.[৩]

এছাড়াও বাংলাদেশ ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট স্ট্যাডিজ এ একজন সিনিয়র গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন।

মির্জাপুর ক্যাডেট কলজ থেকে তিনি মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উর্ত্তীণ্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে লন্ডন স্কুল অফ ওরিয়েন্টাল এবং আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি করেন।

আরও দেখুনঃ


  1. "Atiur Rahman new Chairman of Janata Bank"The Independent। ২০০০-০৭-০২। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-১৪Dr Atiur Rahman recently taken over as Chairman of the Board of Directors of Janata Bank ... . A distinguished economist Dr Atiur Rahman was a director of Sonali Bank prior to this assignment. 
  2. "Overview of the Bank"Sonali Bank। ২০০৫। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-১৪Sonali Bank, the largest & leading commercial bank of the country ... 
  3. "Overview of the Bank"Janata Bank। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-১৪Janata Bank, the second largest commercial bank in Bangladesh ...