বাইজেন্টাইন সাম্রাজ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নকীব বট (আলোচনা | অবদান)
{{কাজ চলছে}}/{{ব্যবহার হচ্ছে}} ট্যাগ অপসারণ (পরীক্ষামূলক)
Cyborg T-800 (আলোচনা | অবদান)
বানান সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪৫ নং লাইন:
|capital = [[কন্সটান্টিনোপল]]<small><br />(৩৩০–১২০৪ এবং ১২৬১–১৪৫৩)</small>
|common_languages = [[গ্রিক ভাষা|গ্রিক]] (প্রথমদিকে [[লাতিন ভাষা|লাতিন ভাষাও]] ছিল)
|religion = [[পূর্ব অর্থডক্স মণ্ডলী|পূর্ব অর্থডক্স খ্রিষ্টধর্ম]]
|religion = পূর্বাঞ্চলীয় অর্থোডক্স চার্চ
|currency = [[সলিডাস]], [[বাইজেন্টাইন মুদ্রা|হাইপারপাইরন]]
|
৬৫ নং লাইন:
}}
 
'''বাইজেন্টাইন সাম্রাজ্য''' অথবা '''বাইজান্টিয়াম''' শব্দটি ঊনবিংশ শতাব্দী থেকে মধ্যযুগীয় [[গ্রিক ভাষা|গ্রিকভাষী]] [[রোমান সম্রাজ্যসাম্রাজ্য|রোমানদের]] দ্বারা পরিচালিত সাম্রাজ্যের সাধারণ নাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল রাজধানী [[কন্সটান্টিনোপল|কন্সটান্টিনোপলকে]]কে কেন্দ্র করে। এই সাম্রাজ্যের অপর নাম হচ্ছে ''পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য'' যদিও [[পশ্চিমাঞ্চলীয় রোমান সাম্রাজ্য|পশ্চিমাঞ্চলীয় রোমান সম্রাজ্যের]] পতনের পরবর্তিপরবর্তী যুগকে বিবেচনা করলেই কেবল এই নামটি কার্যকারিতা লাভ করে। যখন এই সাম্রাজ্যের অস্তিত্ব ছিল তখন অনেকেই একে গ্রিকদের সাম্রাজ্য নামে অভিহিত করতোকরত, কারণ এ অঞ্চলে গ্রিক আধিপত্যই সবচেয়ে প্রকট রূপ ধারণ করেছিল। একই সাথে সেখানে গ্রিক সংস্কৃতি, ঐতিহ্য, জনগোষ্ঠী এবং মধ্যযুগীয় গ্রিক প্রথার বিস্তার ঘটেছিল। মোদ্দা কথা সাম্রাজ্যটিকে নির্দ্বিধায় [[রোমান সম্রাজ্য]] নামে অভিহিত করা যায় এবং এর সম্রাটদেরকে প্রাচীন রোমান সম্রাটদেরই অবিচ্ছিন্ন উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা যায়। ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য প্রাথমিকভাবে ''[[রূম]]'' নামে পরিচিত ছিল, মুসলিমদের ধর্মীয় গ্রন্থ [[কুরআন|কুরআনে]] একে এই নামেই উল্লেখ করা হয়েছে।
 
ঠিক কবে এই সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ বিশেষজ্ঞদের মধ্যেও এ নিয়ে মতভেদ আছে। অনেকের মতে রোমান সম্রাট [[প্রথম কন্সট্যান্টাইন]] (রাজত্বকাল: [[৩০৬]] - [[৩৩৭]] খ্রিষ্টাব্দ) ছিলেন প্রথম বাইজেন্টাইন সম্রাট। সম্রাট কনস্টান্টিনই [[৩৩০]] খ্রিষ্টাব্দে [[রোম]] থেকে তার রাজধানী [[বাইজান্টিয়াম|বাইজান্টিয়ামে]] সরিয়ে আনেন এবং এই শহরকে কন্সটান্টিনোপল নামে পুনর্গঠিত করেন যাকে অনেকেই [[নতুন রোম]] নামে অভিহিত করে থাকেন।
 
== ইতিহাস ==
[[File:Raphael Baptism Constantine.jpg|thumb|upright=1.15|রাফেলের ছাত্রদের দ্বারা চিত্রিত ''কনস্টান্টটাইনের ব্যাপ্টিস্ম" (১৫২০-1১৫২৪, ফ্রেস্কো, ভ্যাটিকান সিটি, এপোস্টোলিক প্যালেস); Caesarea এর ইউসেবিয়াস নথি অনুযায়ী (প্রাথমিক খ্রিস্টান ধর্মান্তরিতদের মধ্যে স্বাভাবিক ছিল) কনস্টান্টটাইন তার মৃত্যুর কিছুপূর্ব পর্যন্ত তাঁর ব্যাপ্টিস্ম গ্রহণ বিলম্বিত হয়<ref>Eusebius, IV, [http://www.ccel.org/ccel/schaff/npnf201.iv.vi.iv.lxii.html lxii].</ref>'']]