ধূমকেতু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২ নং লাইন:
'''ধুমকেতু''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Comet ''কমেট্‌'') হল ধুলো, [[বরফ]] ও [[গ্যাস|গ্যাসের]] তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু। ধূমকেতু একটি ক্ষুদ্র বরফাবৃত সৌরজাগতিক বস্তু যা সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় দর্শনীয় [[কমা (ধূমকেতু-সম্পর্কীয়)|কমা]] (একটি পাতলা, ক্ষণস্থায়ী বায়ুমন্ডল) এবং কখনও [[comet tail|লেজও]] প্রদর্শন করে । ধূমকেতুর নিউক্লিয়াসের ওপর সূর্যের বিকিরণ ও সৌরবায়ুর প্রভাবের কারণে এমনটি ঘটে। ধূমকেতুর নিউক্লিয়াস বরফ, ধূলা ও ক্ষুদ্র ক্ষুদ্র পাথুরে কণিকার একটি দুর্বল সংকলনে গঠিত। প্রস্থে কয়েকশ মিটার থেকে দশ কি.মি. এবং লেজ দৈর্ঘ্যে কয়েকশ কোটি কি.মি. পর্যন্ত হতে পারে । মানুষ সুপ্রাচীন কাল থেকে ধূমকেতু পর্যবেক্ষণ করছে।
 
একটি ধূমকেতুর পর্যায়কাল কয়েক বছর থেকে শুরু করে কয়েকশ’ হাজার বছর পর্যন্ত হতে পারে। ধারণা করা হয় স্বল্পকালীন ধূমকেতুর উৎপত্তি [[Kuiperকাইপার beltবেষ্টনী|কুইপার বেল্ট]] থেকে যার অবস্থান নেপচুনের কক্ষপথের বাইরে এবং দীর্ঘকালীন ধূমকেতুর উৎপত্তি [[Oort cloudওরট|ওরট মেঘ]] থেকে, যা সৌরজগতের বাইরে একটি বরফময় বস্তুর গোলাকার মেঘ।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=|শিরোনাম=Dark matter and the dinosaurs : the astounding interconnectedness of the universe|শেষাংশ=Randall, Lisa,|প্রথমাংশ=|বছর=|প্রকাশক=|অবস্থান=New York, NY|পাতাসমূহ=১০৪–০৫|আইএসবিএন=978-0-06-232847-2|oclc=915740676|সংস্করণ=১ম}}</ref> আমাদের সৌরজগতের বড় গ্রহগুলোর ( বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন) অথবা সৌরজগতের খুব কাছ দিয়ে [[List of nearest stars|পরিক্রমণকারী নক্ষত্রের]] কারণে ওরট মেঘে যে মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করে তাতে বস্তুগুলো সূর্যের দিকে ছুটে আসে এবং তখনি কমার উৎপত্তি হলে আমরা ধূমকেতু দেখি। বিরল কিছু ধূমকেতু [[Hyperbolicঅধিবৃত্তিক trajectoryগতি (আপেক্ষিকতা)|অধিবৃত্তাকার কক্ষপথে]] [[inner Solar System|সৌরজগতের ভেতরে]] প্রবেশ করে এসব গ্রহের মাধ্যমে [[interstellar space|আন্তনাক্ষত্রিক স্থানে]] নিক্ষিপ্ত হতে পারে।
 
ধুমকেতু উল্কা বা [[asteroid|গ্রহাণু]] থেকে পৃথক কারণ এর কমা ও লেজের উপস্থিতি। কিছু বিরল ধূমকেতু সূর্যের খুব নিকট দিয়ে বারবার পরিভ্রমণ করার কারণে উদ্বায়ী বরফ ও ধুলা হারিয়ে ছোট গ্রহাণুর মত বস্তুতে পরিণত হয়।
 
এপ্রিল ২০১৫২০১৯ এর পর্যবেক্ষণ অনুযায়ী ৫৩৮৪৬৬১৯ টি ধূমকেতু <ref>{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ=Johnston |প্রথমাংশ=Robert |শিরোনাম=Known populations of solar system objects |ইউআরএল=http://www.johnstonsarchive.net/astro/sslist.html|শিরোনাম=Known populations of solar system objects|শেষাংশ=Johnston|প্রথমাংশ=Robert|তারিখ=30১৩ May 2015জুলাই ২০১৯|ওয়েবসাইট=|সংগ্রহের-তারিখ=19১৩ Januaryনভেম্বর 2015২০১৯}}</ref> আমাদের জানা । এ সংখ্যা ক্রমবর্ধমান কারণ মোট ধূমকেতুর (যা ধারণা করা হয় শত কোটি) একটি নগণ্য অংশ।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=lwbivW5YKoYC&pg=PA123|শিরোনাম=Asteroids, Comets, and Meteorites: Cosmic Invaders of the Earth|শেষাংশ=Erickson|প্রথমাংশ=Jon|তারিখ=2014-05-14|বছর=|প্রকাশক=Infobase Publishing|অবস্থান=|পাতাসমূহ=১২৩|ভাষা=en|আইএসবিএন=978-1-4381-0962-6}}</ref><ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=YXkRBAAAQBAJ&pg=PA222|শিরোনাম=The Planets: The Definitive Visual Guide to Our Solar System|শেষাংশ=DK|প্রথমাংশ=|তারিখ=2014-09-01|বছর=|প্রকাশক=Penguin|অবস্থান=|পাতাসমূহ=২২২|ভাষা=en|আইএসবিএন=978-1-4654-3573-6}}</ref> খালি চোখে দেখা যাওয়া উজ্জ্বল ধূমকেতুকে বৃহৎ ধূমকেতু বলা হয়।<ref>{{সাময়িকী উদ্ধৃতি|ইউআরএল=https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0019103598960481|শিরোনাম=The Rate of Naked-Eye Comets from 101 BC to 1970 AD|শেষাংশ=Licht|প্রথমাংশ=A.Lewis|তারিখ=1999|সাময়িকী=Icarus|খণ্ড=137|সংখ্যা নং=2|পাতাসমূহ=355–356|ভাষা=en|বিবকোড=1999Icar..137..355L|doi=10.1006/icar.1998.6048|সংগ্রহের-তারিখ=}}</ref>
 
কিছু ধুমকেতু নির্দিষ্ট সময় পরপর একই স্থানে ফিরে আসে। যেমন [[হ্যালীর ধুমকেতু]]।
৩০ নং লাইন:
 
ধূমকেতু সৌরজগতের ভেতরে অগ্রসর হলে সূর্যের বিকিরণে [[উদ্বায়ী পদার্থ|উদ্বায়ী পদার্থগুলো]] ধূলো ও গ্যাস হয়ে ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে যে বায়ুমণ্ডল তৈরী হয় তাকে বলে কমা। সূর্যের বিকিরণ বল ও সৌরবায়ুর প্রভাবে কমার ওপর যে বল প্রযুক্ত হয় তাতে সূর্যাবিমূখি একটি বিশাল লেজ তৈরি হয়। কমা ও লেজে যেসব অতিক্ষুদ্র উপাদান থাকে সেগুলো নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসা উপাদান, সূর্যের আলোয় যা অত্যুজ্জ্বল হয়ে ওঠায় আমরা তা দেখতে পাই। অধিকাংশ ক্ষেত্রে তা খুবই অনুজ্জ্বল বলে [[দূরবীক্ষণ যন্ত্র]] ছাড়া দেখা যায় না।
[[চিত্র:Comet1.jpg|right|thumb|ধূমকেতুর লেজ|সংযোগ=Special:FilePath/Comet1.jpg]]
চার্জযুক্ত পরমাণুর এই লেজটি সৃষ্টি হয় নিউক্লিয়াসের গ্যাসীয় বস্তুগুলোর বাষ্পীভবনের কারণে। [[অতিবেগুনি রশ্মি|অতিবেগুনি রশ্মির]] সংস্পর্শে তা ভেঙ্গে চার্জযুক্ত বস্তুতে পরিণত হয়ে সৌরবায়ুতে [[সৌরতরঙ্গ|তরঙ্গের]] আকারে প্রবাহিত হয়।
 
৪৯ নং লাইন:
== ধূমকেতুর জন্ম ==
ধারণা করা হয় স্বল্পকালীন ধূমকেতুর জন্ম বামন গ্রহগুলো বা সেন্টর থেকে এবং কুইপার বেল্ট ও নেপচুনের কক্ষপথের বাইরের এলাকায় যে ছড়িয়ে থাকা বিভিন্ন বস্তুর চাকতির মত এলাকা আছে সেখান থেকে, প্রায় ৩০ থেকে ৫০ জ্যোতির্বিদ্যার একক দূরত্বে; দীর্ঘকালীন ধূমকেতুর জন্ম ওরট মেঘ থেকে যা সৌরজগতের সবচে দূরের এলাকা এবং এখানে বরফপিণ্ডের মত অনেক বস্তু গোলাকার কক্ষপথে ঘূর্ণায়মান বলে মনে করা হয়। কুইপার বেল্টে বড় গ্রহগুলোর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে বা ওরট মেঘে নিকটবর্তী কোনও নক্ষত্রের প্রভাবে কোনও বস্তু উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের দিকে এলে নতুন ধূমকেতুর জন্ম হবে। কিন্তু ধূমকেতুর জন্মের এই প্রক্রিয়া হিসাব করে বের করা সম্ভব হয়নি।
[[চিত্র:ধুমকেতু ওরটেন্ডকুইপার.jpg|right|thumb|ওর্ট মেঘ ও [[কাইপার বেষ্টনী|কুইপার বেল্ট]]]]
হ্যালির ধূমকেতু কাইপার বেল্ট থেকে আসলেও বেশীর ভাগ ধূমকেতুর উৎস হচ্ছে ওর্ট মেঘ। অনুমান করা হয় মূল সৌর জগতের বাইরে, প্রায় ৫০,০০০ জ্যোতির্বিদ্যার একক দূরত্বে অবস্থিত, এই অঞ্চলে হচ্ছে প্রায় এক ট্রিলিয়ন বা দশ লক্ষ কোটি ধূমকেতুর বসবাস। কোন কোন সময়ে সৌর জগতের কাছাকাছি কোন নক্ষত্র আসলে সেটার মাধ্যাকর্ষণজনিত অভিঘাতে এই ধূমকেতুগুলি সূর্যের দিকে রওনা হয়। সূর্যের কাছাকাছি পৌঁছাতে সেগুলির কয়েক মিলিয়ন বা কয়েক দশক লক্ষ বছর লেগে যায়। এই ধূমকেতুগুলির কক্ষপথ অধিবৃত্ত (প্যারাবলিক) বা পরাবৃত্ত (হাইপারবলিক) আকারের হয়ে থাকে। ওর্ট মেঘ থেকে আগত বেশীরভাগ ধূমকেতুই পুনরায় ফিরে আসে না।
 
৬৫ নং লাইন:
 
=== খণ্ড খণ্ড হয়ে যাওয়া ===
[[চিত্র:Kreutz from SOHO.jpg|thumb|left|Solar and Heliospheric Observatory (SOHO) থেকে ১৯৯৬ সালের ২৩ ডিসেম্বরে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে একটি ধূমকেতু সূর্যে পড়ে যাচ্ছে। এই ধূমকেতুদের বলা হয় Kreutz দলভুক্ত।|সংযোগ=Special:FilePath/Kreutz_from_SOHO.jpg]]
প্রাচীন ইতিহাসবিদ ইফোরাস প্রথম খ্রি. পূর্ব ৪র্থ শতকে বলেন একটি ধূমকেতু দুইভাগে ভাগ হয়ে গেছিল। বিশাল সেপ্টেম্বর (1882 II) ধূমকেতুর নিউক্লিয়াস সূর্যের খুব কাছে গিয়ে চারটি স্বতন্ত্র নিউক্লিয়াসে ভাগ হয় যা ২৫০০ থেকে ২৯০০ সালের মধ্যে আবার ফিরে আসবে। এছাড়া ১৯৯৫ সালে Comet 73P/Schwassmann-Wachmann 3 ধূমকেতু ভেঙ্গে যেতে শুরু করে। এগুলোকে ক্রেজ সানগ্রেজার পরিবারের ধূমকেতু বলা হয়।
এই ভাঙ্গন সূর্যের খুব কাছ দিয়ে গেলে সৌর জোয়ার বা বড় গ্রহগুলোর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে হতে পারে।
৭৩ নং লাইন:
 
কোনও ধূমকেতু সূর্যে সফলভাবে পতিত হতে পারে যেমন হাওয়ার্ড-কূমন-মিশেল (1979 XI) ১৯৭৯ সালের আগস্টের শেষে অথবা গ্রহের সাথে সংঘর্ষ হতে পারে যেমন Shoemaker-Levy ধূমকেতু ১৯৯৪ সালের জুলাইতে খণ্ড খণ্ড হয়ে বৃহস্পতিতে পতিত হয়। লুইস ও ওয়াল্টার আলভারেজের মতে ৬.৫ কোটি বছর আগে কোনও ধূমকেতু বা বৃহৎ কোন উল্কাপাতের ফলে ডাইনোসরসহ অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। অনেকের ধারণা পৃথিবীর জন্মের পর যথেষ্ট পরিমাণ পানি ধূমকেতু থেকে এসেছিল। ২০১৩ সালের ২৮ নভেম্বর ধূমকেতু ISON অনুসূর দূরত্বে এসে হারিয়ে যায়। ধারণা করে হচ্ছে এটি সূর্যের সম্মুখে এসে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে।
[[চিত্র:Lspn comet halley.jpg|thumb|Comet Halley|left|[[হ্যালির ধূমকেতু|Halley's Comet]], named after the astronomer [[এডমান্ড হ্যালি|Edmund Halley]] for successfully calculating its orbit]]
 
== নামকরণ ==
১২৭ নং লাইন:
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
১. মহাবিস্ময় ধূমকেতু ; নাসরীন মুস্তাফা
 
২. English 'Comet'
 
৩. Ison: The comet of the century ; http://www.bbc.co.uk/news/science-environment-25052236
 
৪. Hope still for 'dead' Comet Ison ; http://www.bbc.co.uk/news/science-environment-25143861
 
৫. আলবেরুনীর ভারততত্ত্ব (১০৩১), অনুবাদ - মুহাম্মদ হাবিবুল্লাহ, বাংলা একাডেমি, দ্বিতীয় মুদ্রণ - জানুয়ারী ২০১৫, পৃষ্ঠা ২৬
 
৬. বাংলাপিডিয়া, ইসলাম, কাজী নজরুল [http://ইসলাম,%20কাজী%20নজরুল http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE,_%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80_%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2]{{অকার্যকর সংযোগ|তারিখ=ফেব্রুয়ারি ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}
 
৭. বাংলাপিডিয়া, ধূমকেতু http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%A7%E0%A7%82%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87%E0%A6%A4%E0%A7%81
 
[[বিষয়শ্রেণী:মহাবিশ্ব]]