রিউ দি জানেইরু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Galib Tufan (আলোচনা | অবদান)
তথ্যসূত্র যোগ/সংশোধন
Galib Tufan (আলোচনা | অবদান)
রচনাশৈলী
৬৯ নং লাইন:
 
রিউ দি জানেইরু ব্রাজিলের একটি বৃহৎ সমুদ্রোপকূলীয় শহর। শহরটি যেসব কারণে সারা বিশ্বের কাছে পরিচিত তাদের মধ্যে আছে [[কোপাকাবানা সৈকত|কোপাকাবানা]] ও [[ইপানেমা সৈকত]]গুলি, [[কর্কুভাদু পর্বত|কর্কুভাদু পর্বতের]] উপরে অবস্থিত ৩৮ মিটার উচ্চতা বিশিষ্ট "[[ত্রাণকর্তা যিশুখ্রিস্ট (মূর্তি)|ত্রাণকর্তা যিশুখ্রিস্ট]]" ({{lang-pt|Cristo Redentor}} ''ক্রিস্তু রেদেঁতোর'') নামক মূর্তি এবং গ্রানাইট শিলাময় "[[পাঁউ দি আসুকার]]" পর্বত (অর্থাৎ "চিনিরুটি" পর্বত), যার শীর্ষে শক্ততারের পুলিগাড়িতে করে আরোহণ করা সম্ভব। এছাড়া শহরটি বিস্তৃত দরিদ্র বস্তি-এলাকা বা [[ফেভালাস]]গুলির জন্য পরিচিত। প্রতি বছর এখানে বিশ্বের সর্ববৃহৎ [[রিউ কার্নিভাল|কার্নিভাল]] উৎসব আয়োজন করা হয়, যার গাড়ির বহর ও মিছিল, রঙবেরঙের বেশভূষা, [[সাম্বা]] নর্তক-নর্তকীর দল পৃথিবীজুড়ে বিখ্যাত। ইপানেমা সৈকতে ভলিবল, [[আরপোয়াদোর|আরপোয়াদোরে]] [[সার্ফিং]] বা সমুদ্রের ঢেউ-আরোহণ, এবং [[পেদ্রা বোনিতা]] থেকে [[প্যারাগ্লাইডিং]] এখানকার উল্লেখযোগ্য ক্রীড়া। রিউ'র বেলাময় সৈকতগুলি [[গুয়ানাবারা উপসাগর]] থেকে পশ্চিমে [[বাররা]] পর্যন্ত বিস্তৃত। এগুলির সবগুলিতেই সাইকেল চালানোর পৃথক রাস্তা আছে এবং স্থানে স্থানে ডাবের পানি বিক্রি করার দোকান আছে। শহরের কাছে [[তিজুকা জাতীয় উদ্যান]] অবস্থিত; এটি চিরসবুজ অতিবৃষ্টি অরণ্যে আবৃত, জলপ্রপাতে পরিপূর্ণ একটি পাহাড়ি এলাকা যেখানে রঙবেরঙের বিশাল ঠোঁটের [[তুকান পাখি]]র নিবাস এবং যেখানে [[হাইকিং]] বা পাহাড়ি পদযাত্রা করার সুব্যবস্থা আছে। শহরের [[লাপা]] এলাকার বার বা রেস্তোরাঁগুলিতে বিভিন্ন সঙ্গীতদল সাম্বা, [[ফোররু]] এবং [[বোসা নোভা]] ধরনের সঙ্গীত পরিবেশন করে থাকে। [[মুসেউ দি আর্তি মোদের্না]] এবং [[মুসেউ দি আর্তি দু রিউ]] নামের দুইটি জাদুঘরে [[আধুনিক শিল্পকলা]] প্রদর্শিত হয়। রিউতে কিংবদন্তীতুল্য [[মারাকানা স্টেডিয়াম]] অবস্থিত, যেখানে ১৯৭০ সালে [[১৯৭০ ফিফা বিশ্বকাপ|ফিফা বিশ্বকাপের]] ফাইনাল অনুষ্ঠিত হয়। এছাড়া রিউ ২০১৬ সালের [[২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক|গ্রীষ্মকালীন অলিম্পিক]] প্রতিযোগিতার আয়োজন করে।
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
 
{{দক্ষিণ আমেরিকার প্রধান শহর}}