কৃষ্ণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Pravata (আলোচনা | অবদান)
Pravata (আলোচনা | অবদান)
৬১ নং লাইন:
[[Image:Krishna and Radha dancing the Rasalila, Jaipur, 19th century.jpg|thumb|right|250px|গোপীগণের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা]]
[[Image:গোপীগণের সঙ্গে নৃত্যরত শ্রীকৃষ্ণ.jpg|thumb|right|250px|গোপীগণের সঙ্গে নৃত্যরত শ্রীকৃষ্ণ]]
কৃষ্ণের প্রেমিক রূপের পরিচয় পাওয়া যায় তাঁর বৃন্দাবন লীলায়। হরিবংশপুরাণ, শ্রীমদ্ভাগবত ইত্যাদি গ্রন্থে তিনি চিত্রিত হয়েছেন একজন প্রেমিক, ভক্তসখা এবং গোপীজনবল্লভরূপে। এখানে তিনি সমাজের একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন, তাদের সঙ্গে দৈনন্দিন জীবন কাটিয়েছেন। এ সময় তাঁর জীবনে স্বাভাবিক ঘটনার পাশাপাশি অনেক অস্বাভাবিক ঘটনাও ঘটতে দেখা যায়। গোপকন্যা এবং গোপস্ত্রী রাধার সঙ্গে তাঁর প্রণয়-সম্পর্ক পরবর্তীকালের বৈষ্ণব সাহিত্যের মূল প্রেরণা। গোপনারীদের সঙ্গে তাঁর যে সম্পর্ক তার মধ্যে নিহিত রয়েছে ভারতীয় বেদান্তদর্শনের জীবাত্মা-পরমাত্মা সম্পর্কিত মূলতত্ত্ব। সে তত্ত্ব হলো জীবাত্মা-পরমাত্মা এক; পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই জীবের প্রধান কাঙ্ক্ষিত বিষয়, যাকে বলা হয় মোক্ষ। কৃষ্ণ সেই পরমাত্মা, আর সব জীবাত্মা। কৃষ্ণের সংখ্যাতীত হেমকুম্ঙস্তনীহেমকুম্ভস্তনী ও নিতম্বিনী সখী এবং ভার্যাগণের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন রাধিকা, সত্যভামা, জাম্ববতী, রুক্মিণী, সত্য, লক্ষ্মণা, বৃন্দা, কালিন্দী, ভদ্রা, মিত্রবিন্দা, চিত্রা, ললিতা এবং সহস্রাধিক অন্যান্য গোপরমণীগণ। এঁদের সঙ্গে কৃষ্ণের আচরণ একজন সাধারণ মানুষের মতোই।
 
==যোদ্ধা কৃষ্ণ==