২৩ জুলাই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Babuy2k (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৭ নং লাইন:
* [[১৮৮১]] - আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
* [[১৮৯৩]] - কলকাতায় [[বঙ্গীয় সাহিত্য পরিষদ]] পূর্বতন বেঙ্গল একাডেমি অব লিটারেচার স্থাপিত হয়।
* ১৯০০ - সালের এই দিনে প্রথম প্যান-আফ্রিকা সম্মেলনের আয়োজন ।
* ১৯০৩ - সালের এই দিনে ফোর্ড মোটরগাড়ি কোম্পানি ডেট্রয়েটে প্রথম গাড়ি বিক্রি করেছে।
* ১৯১৪ - সালের এই দিনে সার্বিয়াকে চরমপত্র দেয় অস্ট্রিয়া।
* ১৯২১ - সালের এই দিনে চীনের কমিউনিস্ট পার্টির প্রথম প্রতিনিধি সম্মেলনের আয়োজন।
* [[১৯২৩]] - মিত্র ও সহযোগী শক্তির সাথে [[তুরস্ক|তুরস্কের]] নতুন [[লোজান চুক্তি]] (Traité de Lausanne) স্বাক্ষরিত।
* ১৯২৭ - সালের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বাইয়ে ভারতের প্রথম বেতার সম্প্রচার শুরু করে।
* ১৯৩৪ - সালের এই দিনে ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে।
* ১৯৪২ - সালের এই দিনে বুলগেরিয়ার কবি ও সমাজতান্ত্রিক নিকোলা ভ্যাপসারভকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয়।
* ১৯৪২ - সালের এই দিনে ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
* ১৯৫২ - সালের এই দিনে জেনারেল মহম্মদ নেগুইবের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে মিশরের রাজা ফারুক ক্ষমতাচ্যুত হন।
* ১৯৯২ - সালের এই দিনে জর্জিয়ার কাছ থেকে আবখাইজয়া স্বাধীনতা ঘোষণা করে।
* [[১৯৯৫]] - [[হেল-বপ ধূমকেতু]] আবিস্কার হয়। পরের বছরের শুরুতে সেটি খালি চোখে দৃশ্যমান হয়।
* ২০০৭ - সালের এই দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত।
 
== জন্ম ==
১৫ ⟶ ২৬ নং লাইন:
* [[১৮৪৩]] - [[কালীপ্রসন্ন ঘোষ| রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষ]], বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী। (মৃ.২৯/১০/[[১৯১০]])
* [[১৮৫৬]] - [[বাল গঙ্গাধর তিলক]], ভারতের জাতীয়তাব্দী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী ও স্বাধীনতা কর্মী। (মৃ.০১/০৮/[[১৯২০]])
* ১৮৭৮ - সালের এই দিনে ইরাকের কাজেমাঈন শহরে বিখ্যাত আলেমে দ্বীন আয়াতুল্লাহ সাদরুদ্দিন সাদর জন্মগ্রহণ করেন।
* [[১৮৮৪]] - [[এমিল জ্যানিংস]], জার্মান অভিনেতা। (মৃ. [[১৯৫০]])
* [[১৮৮৬]] - [[ওয়াল্টার হার্মান শটকি]], জার্মান পদার্থবিজ্ঞানী। (মৃ. [[১৯৭৬]])
২১ ⟶ ৩৩ নং লাইন:
* [[১৮৯৫]] - [[লক্ষ্মীকান্ত মৈত্র|পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র]], অন্যতম সাংসদ, আইনজ্ঞ, বাগ্মী। (মৃ.২৫/০৭/[[১৯৫৩]])
* [[১৮৯৮]] - [[তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়]], বিংশ শতকের বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক। (মৃ.১৪/০৯/[[১৯৭১]])
* ১৯০০ - সুইস লেখক ও ইতিহাসবিদ জুলিয়েট ব্র্যান্ডনসান জন্মগ্রহণ করেন।
* [[১৯০৬]] - [[ভ্লাডিমির প্রেলগ]], ক্রোয়েশীয়-সুইস জৈব রসায়নবিদ। (মৃ. [[১৯৯৮]])
* [[১৯০৬]] - [[ চন্দ্রশেখর আজাদ]], ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (মৃ.২৭/০২/[[১৯৩১]])
৪০ ⟶ ৫৩ নং লাইন:
* [[১৯১৬]] ‌- [[উইলিয়াম র‍্যামজি|স্যার উইলিয়াম র‍্যামজি]], স্কটিশ রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী। (জ.০২/১০/ [[১৮৫২]])
* [[১৯৩৩]] - [[ যতীন্দ্রমোহন সেনগুপ্ত]], ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী ও আইনজীবী।(জ.২২/০২/[[১৮৮৫]])
* ১৯৫৭ - সালের এই দিনে ইতালীয় কথাসাহিত্যিক জুজেপ্পে লাম্পাদুজার মৃত্যু।
* [[১৯৬৬]] - [[মন্টগামারি ক্লিফট]], মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও বেতার অভিনেতা। (জ. [[১৯২০]])
* [[১৯৯৯]] - [[এস এম আহমেদ হুমায়ুন]], বাঙালি লেখক ও সাংবাদিক। (জ. [[১৯৩৬]])
* ১৯৯৯ - সালের এই দিনে মরক্কোর বাদশা দ্বিতীয় হাসান ৩৮ বছর বাদশাহী করার পর মারা যান।
* ২০০৭ - সালের এই দিনে আফগানিস্তানের বাদশাহ জহির শাহ মৃত্যুবরণ করেন।
* [[২০১২]] - [[লক্ষ্মী সেহগল|ক্যাপ্টেন ডাক্তার লক্ষ্মী সেহগল]], আজাদ হিন্দ ফৌজের রাণী ঝাঁসি রেজিমেন্টের প্রধান।(জ.২৪/১০/[[১৯১৪]])