বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২৭ নং লাইন:
: নকীব, আপনাকে একজন অনুরোধ করলেই আপনি সেই কাজে বট ব্যবহার করতে পারেন না যদি না সেই কাজ করার অনুমতি আপনার না থাকে। আপনার বটের ব্যবহার নিয়ে আগেও কথা উঠায় এসব বিষয়ে আপনার এসব বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, আপনি কি তা করছেন? প্রশাসকগণ গণবার্তা ফিচার ব্যবহার করে এ ধরনের কাজ করতে পারেন, আপনি [[ব্যবহারকারী আলাপ:Foysalur Rahman Shuvo|শুভকে]] সেটি জানাতে পারতেন। অনুগ্রহ করে অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বর করুন, এবং খুব-ই গুরুত্বপূর্ণ: আগে প্রশ্ন করুন, ও জানুন। — [[User:Wikitanvir|তানভির]] • ১২:৫০, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
:: শ্রদ্ধেয় [[User:Wikitanvir|তানভির]] ভাই, আসলে আফতাবুজ্জামান ভাইকে উল্লেখ করায় আমি ভেবেছিলাম যে তিনি প্রশাসক হিসেবে বিষয়টা দেখেছেন। এছাড়াও বার্তা দেয়ার পরে অন্য কোনো প্রশাসকও কোনোরূপ আপত্তি না তোলায় আমি ব্যাপারটাকে নীতিমালা লঙ্ঘন হিসেবে বিবেচনা করি নি। যাই হোক, জানানোর জন্য ধন্যবাদ। <font style="color:SeaGreen">[[ব্যবহারকারী:Nokib Sarkar|'''নকীব সরকার''']]</font> <sup>[[ব্যবহারকারী আলাপ:Nokib Sarkar#top|<font face="Papyrus">বলুন...</font>]]</sup> ১৩:০৭, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
::: নকীব, আপনি এ ধরনের ধারণা মাঝে মাঝেই পোষণ করেন ও এ সংক্রান্ত অজুহাতও আপনি দিয়ে থাকেন। কিন্তু আমার সমস্যা হচ্ছে, কেনো আপনার ক্ষেত্রেই এ ধরনের প্রসঙ্গ বা ইস্যু কিছুদিন পর পর আসছে? আপনি কেনো সিস্টেমের ব্যতয় ঘটাচ্ছেন? কোনো প্রশাসক যদি উত্তর না দেন, তবে আপনি বা আগ্রহী কেউ প্রশাসকদের আলোচনাসভায় বার্তা রাখতে পারেন। আমি বুঝি না আপনার বটের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, বট অপারেটর হিসেবে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বনও করতে বলা হয়েছে, আপনি বলেছেনও আপনি করবেন। কিন্তু তারপরেও এই কাজটি হলো। কেনো? আপনি ধারণামূলক যে জবাব দিয়েছেন সেটি তো গ্রহণযোগ্য কোনো কারণ হলো না। আর এটি তো কারিগরী কোনো সমস্যাও নয়। খেয়াল করুন, এই সমস্যাটি বিশাস বড়ো ক্ষতি করেছে তা আপনি বলছি না। আমার মূল সমস্যা বট পরিচালক হিসেবে আপনার প্রবণতায়। আপনার এ ধরনের প্রবণতার কারণেই কিন্তু আপনার বটের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছিলো। অনুগ্রহ করে এটি বুঝার চেষ্টা করুন। ধন্যবাদ। &mdash; [[User:Wikitanvir|তানভির]] &bull; ১৫:৫০, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)
 
== পেশাদারি কুস্তি এডিটাথনে আপনাকে আমন্ত্রণ! ==