বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Sabuj Barua (আলোচনা | অবদান)
২৭১ নং লাইন:
::{{উত্তর|Sabuj Barua}} কাজ চলছে ট্যাগ বছর খানেক ধরে লাগিয়ে রাখার মানে নেই। এতোদিনে কোন সম্পাদনাও করেননি। আপনার তৈরি অসম্পূর্ণ নিবন্ধের তালিকাগুলি আজকের মাঝেই আপনার আলাপ পাতায় আমি দিয়ে দিচ্ছি, আশা করি সেগুলি সম্পূর্ণ করবেন/অনুবাদ করবেন। আর আমি যেগুলি করেছি, সেগুলোর জন্য আপনাকে জানানো হয়নি তার জন্য দুঃখিত। তবে আপনার অধিকাংশ নিবন্ধেরই বেহাল অবস্থা। আপনার উচিৎ সেগুলিতে নজর দেওয়া। <b>[[ব্যবহারকারী:Nahian|<span style="text-shadow:#ccc 3px 3px 2px; color:#4C6680"> ~ নাহিয়ান</span>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Nahian|<span style="text-shadow:#ccc 3px 3px 2px; color:#E68A00">আলাপ</span>]]</sup></b> ১৭:৫৩, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)
:::আপনার নিবন্ধগুলিকে আমি পরিমার্জনের চেষ্ট করেছি, কিছু কাজও করেছিলাম। কিন্তু সব এভাবে আমার পক্ষে করা সম্ভব নয়। চলচ্চিত্র নিয়ে আগ্রহ বেশি হওয়ায় কিছু অভিনেত্রীর নিবন্ধকে আপনার উপপাতায় স্থানান্তর করে প্রথম থেকে আমি শুরু করেছি। কাজ চলছে ট্যাগ দিনের পর দিন ঝুলিয়ে রাখবেননা। নিচের আলোচনায় একটি তালিকা পেশ করেছি, আশা করি সেগুলোর অনুবাদ সপূর্ণভাবে করবেন। তাছাড়া, অনুবাদহীন পাতা প্রশাসকদের নজরে এলে উনারাই অপসারণ/স্থানান্তর/পরিমার্জনের সিদ্ধান্ত নেবেন। তাই আমি উনাদের দৃষ্টি আকর্ষনের আবেদন জানাব এবং নিজে পাতা স্থানান্তর থেকে বিরত থাকব। ধন্যবাদ। <b>[[ব্যবহারকারী:Nahian|<span style="text-shadow:#ccc 3px 3px 2px; color:#4C6680"> ~ নাহিয়ান</span>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Nahian|<span style="text-shadow:#ccc 3px 3px 2px; color:#E68A00">আলাপ</span>]]</sup></b> ১৮:৪১, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)
::::{{উত্তর|ব্যবহারকারী:Nahian}} আপনার পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমতঃ আমি কাউকে সম্পাদনায় বাধা প্রদান করিনি এবং যে কোনো সম্পাদনকারী চাইলেই আমার সম্পাদিত প্রবন্ধপাতাগুলি পরিবর্ধন বা পরিমার্জন করতে পারবে তাতে কোনো সন্দেহ নাই। তবে আমি আমার সময় ও সুযোগমতন নিজ কার্য সম্পাদন করব। এতে কারো কর্তৃক বাধ্যবাধকতা আছে বলে মনে করছি না। তবে এতটুকুই বলতে চাইছি যে, যদি উপযুক্ত কারণ দর্শানো ছাড়া যে কেউ এভাবে টুঙ্কো কারণ দেখিয়ে পাতার অবলুপ্তি ঘটায় বা ক্ষমতা দেখিয়ে অন্যের অবদানকে হেয় বা খাট করার চেষ্টা যাতে না করা হয় সেটুকুই আর্জি জানানো হচ্ছে মাত্র। কারণ যেটুকু পরিশ্রম আপনাদের লাগে ঠিক ততুটুকুই আমারও লাগে। দ্বিতীয়ত, লক্ষ লক্ষ নিবন্ধিত পাতাগুলোর সম্পাদনা বা অনুবাদের দায়িত্ব মনে করি আপনি কিংবা আমি নিয়ে রাখি নাই। তবে আপনি যত সময় দিতে চান বা পারেন অন্য ব্যবহারকারী তা নাও দিয়ে পারেন। বাংলা উইকিপিডিয়ায় ব্যক্তিবিশেষের ক্ষেত্রে কি ধরনের নীতিমালায় নিবন্ধ টিকে যায় তা আদৌ আমার বোধগম্য নয়। যেমন উদাহরণস্বরূপ ধরুন মাননীয়া [https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A8_%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6| মেহরীন মাহমুদ] , যিনি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো জাতীয় পুরষ্কার প্রাপ্ত নয় কিন্তু উনার প্রবন্ধ দিব্যি টিকে আছেন, কিন্তু আমার কর্তৃক 'রাহুল বৈদ্য' (ভারতের আইডল অনুষ্টানের ২য় রানার আপ-এর) প্রবন্ধ একি কারণে অপ্সারিত হয় তা আমার বোধের বাইরে। যাহোক, আমি শুধু বলতে চাইছি পাতার অবলুপ্তি না করেও সম্পাদনা করতে পারেন যে কেউ। আশা করি আপনাকে বুঝাতে পেরেছে। ধন্যবাদ।
 
== অসমপূর্ণ ও নিম্নমানের অনুবাদকৃত নিবন্ধগুলি সম্প্রসারণ করুন ==