পীরগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
H.R Tonu (আলোচনা | অবদান)
সর্বশেষ নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নাম সংযোজন করা হলো এবং পূর্বের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের পদাবলীর পাশে "সাবেক" শব্দটি সংযুক্ত হলো।
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Ashiq Shawon (আলোচনা | অবদান)
উইকিপিডিয়ায় নিবন্ধ নেই - এমন নাম বাদ দেয়া হলো, পরিষ্কারকরণ
৯৮ নং লাইন:
 
== কৃতী ব্যক্তিত্ব ==
* [[গোলাম মোস্তফা (শহীদ বুদ্ধিজীবী)|অধ্যাপক গোলাম মোস্তফা]] - শহীদ বুদ্ধিজীবী;বুদ্ধিজীবী।
* মতলুবর রহমান - ভিএম মাষ্টার - শিক্ষাবিদ
*শহীদ ডা:সুজাউদ্দিন আহমদ - শহীদ বুদ্ধিজীবী
*[[অধ্যাপক গোলাম মোস্তফা]] - শহীদ বুদ্ধিজীবী;
* ইকরামুল হক - সাবেক এমসিএ ও বাংলাদেশের প্রথম সংবিধানের স্বাক্ষরকারী;
* শহীদুল্লাহ শহীদ - রাজনীতিবিদ(ওয়াকার্স পার্টি), সাবেক সংসদ সদস্য;
* মোঃ ইমদাদুল হক - রাজনীতিবিদ(আওয়ামীলীগ), সাবেক জাতীয় সংসদ সদস্য;
* হাফিজ উদ্দীন আহম্মেদ - রাজনীতিবিদ(জাতীয়পার্টি), সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক জেলা চেয়ারম্যান;
*জাহিদুর রহমান জাহিদ -
জাতীয় সংসদ সদস্য (বিএনপি)
* মোকলেসুর রহমান - রাজনীতিবিদ(আওয়ামীলীগ), সাবেক জাতীয় সংসদ সদস্য;
* ডা: আব্দুল মালেক - রাজনীতিবিদ(ন্যাপ)-সাবেক জাতীয় সংসদ সদস্য। পীরগঞ্জের রাজনৈতিক সম্রাট হিসেবে বিবেচিত ব্যক্তি।
* মরহুম এম এ গফফার- অধ্যাপক, রাজনীতিবিদ(বিএনপি), পীরগঞ্জ পৌরসভার প্রথম মেয়র ও প্রথম উপজেলা চেয়ারম্যান;
* মোঃ গোলাম হোসেন - রাজনীতিবিদ(জাতীয় পার্টি), সাবেক পৌর মেয়র, সাবেক নাট্য শিল্পী;
* কশিরুল আলম - রাজনীতিবিদ(আওয়ামী লীগ), বর্তমান পৌর মেয়র;
* ইসাহাক আলী- রাজনীতিবিদ(জাতীয় পার্টি), সাবেক উপজেলা চেয়ারম্যান;
* ডাঃ আব্দুর রাজ্জাক, - রাজনীতিবিদ(ন্যাপ;)
* রাজিউর রহমান রাজু -সাবেক পৌর মেয়র, রাজনীতিবিদ(বিএনপি);
* জিয়াউল ইসলাম জিয়া - সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজনীতিবিদ(বিএনপি);
*আখতারুল ইসলাম- উপজেলা চেয়ারম্যান ও রাজনীতিবিদ(আওয়ামী লীগ);
<!-- <br />আলহাজ্ব মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টঃ<br />ঠাকুরগাঁও জেলার মধ্যে পীরগঞ্জে আলোড়ন সৃষ্টিকারী দাতব্য প্রতিষ্ঠান "আলহাজ্ব মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট"। এটি ঠাকুরগাঁও জেলার মধ্যে অন্যতম দাতব্য প্রতিষ্ঠান। পীরগঞ্জের কোষারানিগঞ্জ ইউনিয়নের এককালের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলীর লন্ডন প্রবাসী পুত্র মজিবর রহমানের উদ্যোগে নিতান্তই পারিবারিক পরিসরে প্রতিষ্ঠিত এই দাতব্য প্রতিষ্ঠানটি পীরগঞ্জ ও আশপাশের উপজেলার গরীব-দরিদ্র মানুষের বিনামূল্যে চক্ষু অপারেশন ও চিকিত্সা, হার্ট অপারেশন ও চিকিত্সা, গরীব -দুস্থ ছাত্রদের শিক্ষা বৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতিগ্রস্ত এবং শীত কবলিত মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোসহ মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আলহাজ্ব মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট। মরহুম আলহাজ্ব মোবারক আলীর জ্যেষ্ঠ পুত্র ডাঃ মুনির উদ্দীন আহম্মেদ এই দাতব্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং মরহুমের সন্তানরা এই প্রতিষ্ঠানের ট্রাস্টি। এ প্রতিষ্ঠানটি প্রতি বছর ৫ লক্ষ টাকা আর্ত মানবতার সেবায় ব্যয় করছে। <br />পর্যটন দূত নওশীন ঃ <br />২০০৮ সালে আন্তর্জাতিক নারী দিবসে সাইকেল র্যালীতে অংশগ্রহণের মধ্য দিয়ে তার পথ চলা শুরু। আর বৃহত্ পরিসরে "এডভেঞ্চার" এর সাথে যুক্ত হওয়া তার অভিলাষ। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের আবুল হায়াতের কন্যা সিফাত ফাহমিদা নওশিনের কথা বলছি । ২০০৯ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত ৪২.১৯৫ কিলোমিটার বাংলা মেরাথনে মেয়েদের মধ্যে প্রথম পুরস্কার জয়, সাইকেল নিয়ে পাড়ি দেওয়া বান্দরবনের দুর্গম পথ, ২০১১ সালের ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত তেঁতুলিয়া থেকে টেকনাফ সাইকেলে ভ্রমণ করেও নওশীনের পিপাসা মেটেনি। তাকে হাতছানি দেয় হিমালয় পাহাড়। পাহাড়ের ডাকে ছুটে যায় নওশীন হিমালয়ের চুলু পর্বতের পূর্ব শৃঙ্গে।<br />পর্যটকদের সংগঠন এনএসিবি'র ৬ সদস্যের টিমের একমাত্র মহিলা সদস্য হিসেবে ২০১১ সালের ১০ই নভেম্বর হিমালয়ের ২১ হাজার ৫৯৫ ফুট উঁচু চুলু-ইস্ট পর্বতশৃঙ্গে আরোহণ করে পীরগঞ্জের মেয়ে নওশীন। পর্বত অভিযান শেষে ফিরে এসে অর্জন করে "পর্যটন দূত" উপাধি। গত ২ ডিসেম্বর ২০১১ তারিখে ঢাকার মুক্তিযুদ্ধ যাদুঘরে পর্বতারোহীদের সংগঠন 'নর্থ আলপাইন ক্লাব, বাংলাদেশ এর সম্বর্ধনা সভায় তত্কালীন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি এম কাদের নওশীনকে এ উপাধি প্রদান করেন। নওশীনের এ পর্বত অভিযানে তার অন্য সঙ্গীরা ছিলেন শেখ বদরুদিন ওমর, এম পারভেজ রশিদ, এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম, লিপটন সরকার ও দলনেতা তৌহিদ হোসেন। এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে সাথে নিয়ে সমপ্রতি বাইসাইকেলে দেশের সীমান্তবর্তী ৪০টি জেলা পরিভ্রমণ করেছে নওশীন। <br />সাংবাদিকতা ঃ প্রসঙ্গত দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় পীরগঞ্জ উপজেলার কতিপয় কৃতী সন্তানের ভূমিকাও উল্লেখযোগ্য। ষাটের ও সত্তরের দশকে দৈনিক আজাদে পীরগঞ্জের করনা গ্রামের মরহুম শাহাজান আলী সহকারী সম্পাদক ছিলেন এবং দৈনিক সংবাদে হাসান আলী 'চিফ সিটি এডিটর' ছিলেন। মরহুম হাসান আলীর সহধর্মিণী বেবী মওদুদ (বর্তমানে এমপি) দীর্ঘদিন ইত্তেফাকের মহিলা অঙ্গন সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেন । এ ছাড়া শামসুল হক দুররানী এখন ঢাকার দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক। <br />ষাটের ও সত্তরের দশকে কমিউনিস্ট পার্টির মুখপত্র একতা'য় সংবাদ পরিবেশন করতেন কমরেড মনসুরুল আলম। তখন দিনাজপুর থেকে প্রকাশিত পাক্ষিক দিনাজপুর পরিক্রমা পত্রিকায় 'পীরগঞ্জ পাবলিক ক্লাবের অভ্যেন্তরে' শীর্ষক খবরের মাধ্যমে সাংবাদিকতায় হাতে খড়ি এ প্রতিবেদক মোঃ মেহের এলাহীর। দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হিসেবে নিয়োগ পান ১৯৭৬ সালে। এ উপজেলার ভেলাতৈর গ্রামের আখতার হোসেন রাজা দৈনিক সংবাদ ও বিটিভি'র এবং জগথার জয়নাল আবেদীন বাবুল আরটিভি'র ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন । পীরগঞ্জ ডেট লাইনে প্রথম আলো'য় কাজী নুরুল ইসলাম , আমার দেশ -এ জেড এ বাবুল, নিউনেশন ও ইনকিলাবে মোঃ মোকাদ্দেশ হায়াত মিলন, যুগান্তরের বুলবুল আহমেদ, যায় যায় দিনে এন কে রানা, নিউজ টুডে'তে মোশারফ হোসেন , দৈনিক দিনকালে মোঃ আজিজুল হক, ভোরের কাগজে আজম রেহমান, বাংলাদেশ সময়ে গোলাম রব্বানী, দৈনিক জনতায় সাইদুল ইসলাম মানিক, ভোরের ডাকে বিষ্ণু পদ রায়, দৈনিক সংগ্রামে হাফিজুল ইসলাম, নওরোজ এ ফজলুল কবির ফকির ও গোলাম রব্বানী, রংপুরের যুগের আলো'য় এএইচ লিটন, দিনাজপুরের পত্রালাপে তারেক হোসেন সংবাদদাতা হিসেবে কাজ করছেন । এছাড়াও ফয়জুল ইসলাম, আশরাফ আলী বাদশা, আবুল হাসনাত, জিয়াউল্লা রিমু,দীপেন্দ নাথ রায়, আব্দুর রহমান, মামুনুর রশিদ, আসাদুজ্জামান আসাদ, দেলোয়ার হোসেন দুলাল, নুরুন নবী রানা, কামরুন নাহার আইভি, সমসের আলী, গীতি গমন, মিন্টু, মুনসুর প্রমুখ রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও হতে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় ও অনলাইনে লেখালেখি করছেন বলে জানা যায়। <br />কৃতী সন্তানদের কয়েকজন যাঁরা পীরগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেনঃ <br />পীরগঞ্জ হাইস্কুলের হেড মাস্টার মরহুম খোরশেদ আলী আহমদ, মরহুম ইসাহাক আলী ও ইয়াকুব আলী মাস্টার, ডাঃ সুজা উদ্দীন, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (সকলে জগথা), ইউসুফ আলী মাস্টার, হামিদ বক্স পন্ডিত ও খাদেম মতিউর রহমান পঞ্চায়েত (সকলে ভেলাতৈড়), ডাঃ আব্দুল রাজ্জাক ও আব্দুল মালেক (উভয়ে ভাকুরা) মোবারক আলী চেয়ারম্যান (মালঞ্চা), কসিরউদ্দীন চেয়ারম্যান (মিত্রবাটি), মুনির উদ্দীন চেয়ারম্যান (নারায়ণপুর), খয়রাত আলী, আব্দুল বাসেদ, রিয়াজ উদ্দীন আহম্মেদ ও ইদ্রিস আলী হেড মাস্টার (সকলে বীরহলী), সাবেক এমপি মকলেসুর রহমান ও জর্জিসুর রহমান (পালিগাও), আব্দুর রহমান (দলপতিপুর), মকসেদ আলী চেয়ারম্যান (উপদইল), ফজলুল করিম ভেন্ডার, সমসের আলী মহাজন, সফিউদ্দীন আহম্মেদ, (সকলে রঘুনাথপুর), রুস্তম আলী সাবরেজিস্ট্রারসহ অনেকে।
 
-->
 
== উল্লেখযোগ্য স্থান ==