গ্রিনল্যান্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
গ্রীনল্যান্ড সম্পর্কে আমার ভাল জানার অভিজ্ঞতা থেকে।
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
RockyMasum (আলোচনা | অবদান)
পরিষ্কারকরণ
৫৪ নং লাইন:
}}
 
'''গ্রিনল্যান্ড''' উত্তর [[আটলান্টিক]] ও [[আর্কটিক মহাসাগর|আর্কটিক মহাসাগরের]] মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা [[ডেনমার্ক|ডেনমার্কের]] একটি স্ব-নিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত। দ্বীপটির অধিকাংশই [[আর্কটিক বৃত্ত|আর্কটিক বৃত্তের]] উত্তর অংশে অবস্থিত। এটি পশ্চিম দিকে [[ডেভিস প্রণালী]] ও [[ব্যাফিন উপসাগর]] দ্বারা প্রাথমিকভাবে [[কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ]] থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে [[ডেনমার্ক প্রণালী]] দ্বারা [[আইসল্যান্ড]] থেকে পৃথক হয়েছে। গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। এর সর্ব উত্তরের বিন্দু [[মরিস জেসাপ অন্তরীপ]] থেকে সর্ব দক্ষিণের বিন্দু [[ফেয়ারওয়েল অন্তরীপ|ফেয়ারওয়েল অন্তরীপের]] দূরত্ব ২,৬৬০ কিমি (১,৬৫০ মাইল)। এটি এর সর্বাধিক বিস্তৃতি। অপরদিকে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সর্বাধিক দূরত্ব হচ্ছে ১,৩০০ কিমি (৮০০ মাইল)। এর সমগ্র উপকূলভূমি জুড়ে রয়ছে [[ফিওড্‌]] যার দৈর্ঘ্য প্রায় ৪৪,০০০ কিমি (২৭,০০০ মাইল)। ভৌগলিক অবস্হান মেরু অঞ্চলে হওয়ায় সেখানে সূর্যের দেখা পাওয়া যায় মাত্র ৩ ঘণ্টা বা তার একটু বেশি কিংবা কম সময়। ফলে সেখানকার শীতকাল বা শৈত্যপ্রবাহকাল খুব দীর্ঘ সময় হয়ে থাকে। প্রচণ্ড ঠাণ্ডা ও অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশ যেনো কালো চাদরের মতো ঝুলে থাকে গোটা গ্রিনল্যান্ডে। তবে ভুলে গেলে চলবে না যে এটা সাইবেরিয়া নয়, এই ঠাণ্ডা অন্ধকারাচ্ছন্ন দ্বীপেও লুকিয়ে রয়েছে বিচিত্র সব সৌন্দর্য্য। গ্রীনল্যান্ডের বেশিরভাগ নগরীই গড়ে উঠেছে পশ্চিম উপকূলবর্তী হয়ে। কারণ এর উত্তর পূর্ব কূল বরাবর গ্রীনল্যান্ড জাতীয় পার্ক অন্তর্ভুক্ত। ধারণা করা হয়, সেই প্রাগৈতিহাসিক কালে পালেও ইস্কিমো গ্রুপের সময় থেকে গ্রীনল্যান্ড বসবাসের বাসযোগ্য হিসেবে আছে। তবে সঠিক গবেষণা তথ্য অনুযায়ী, ইনুইটরা সর্বপ্রথম গ্রীনল্যান্ডে প্রবেশ করে ২৫০০ খ্রীস্টপূর্বে। অর্থাৎ, গ্রীনল্যান্ডের ইতিহাস বেশ পুরানো আর প্রত্নতাত্ত্বিক এবং পরবর্তী বহু বছর পর এখানে ইউরোপিয়ানরা বসবাস শুরু করে৷ কখনো নরওয়েজিয়ান ও আইসল্যান্ড বাসিন্দারা এর পশ্চিম উপকূলবর্তী হয়ে বাস শুরু করে। তখন থেকেই আদিম গ্রীনল্যান্ডের যাত্রা।(রাজীব)
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
 
== বহিঃসংযোগ ==
৭০ ⟶ ৭২ নং লাইন:
{{নর্ডীয় রাষ্ট্রসমূহ}}
{{উত্তর আমেরিকার রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহ}}
{{ইউরোপের দ্বীপ}}
 
[[বিষয়শ্রেণী:গ্রিনল্যান্ড]]