টেলিভিশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Bgdtamim (আলোচনা | অবদান)
১২ নং লাইন:
== টেলিভিশনের শ্রেণীবিভাগ ==
[[ডিসপ্লে]] বা প্রদর্শনীর প্রযুক্তির উপর ভিত্তি করে টেলিভিশনকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন : [[সিআরটি]] (CRT), [[প্লাজমা]] (Plasma), [[এলসিডি]] (LCD), [[এলইডি]] (LED) ইত্যাদি। সম্প্রচার থেকে প্রদর্শন পর্যন্ত টেলিভিশনের সম্পূর্ণ পদ্ধতিকে আবার তিনভাগে ভাগ করা যায় : [[এনালগ টেলিভিশন]] (সনাতন পদ্ধতি), [[ডিজিটাল টেলিভিশন]] (DTV) ও [[এইচডিটিভি]] ([[HDTV]])।
 
== বাংলাদেশের টেলিভিশন চ্যানেল ==
একসময় বাংলাদেশের টেলিভিশন চ্যানেল বলতে শুধুমাত্র বিটিভি কে বুঝাত। বিটিভি হল বাংলাদেশের একমাত্র সরকারী টিভি চ্যানেল। বর্তমানে বাংলাদেশে অনেক টিভি চ্যানেল রয়েছে। টিভি চ্যানেলগুলো বর্তমানে বাংলাদেরে মূলধারার গণমাধ্যম হিসেবে কাজকরে যাচ্ছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু টিভি চ্যানেল যেমন- যমুনা টিভি, একুশে টিভি, বাংলাভিশন, চ্যানেল ২৪, চ্যানেল ৯, দেশ টিভি, গাজী টিভি, মাছরাঙ্গা টিভি, মোহনা টিভি, সময় টিভি, এটি এন বাংলা এবং একত্ত টিভি। <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://banglanews.news/|শিরোনাম=Bangla News|শেষাংশ=Television Channel|প্রথমাংশ=Of Bangladesh|তারিখ=14/07/2020|ওয়েবসাইট=Bangla News|ভাষা=en-GB|সংগ্রহের-তারিখ=2020-07-14}}</ref>
 
=== এনালগ টেলিভিশন ===
এনালগ তথা সনাতন টিভি পদ্ধতি অর্থাৎ টিভি ক্যামেরা, ট্রান্সমিটিং সিস্টেম এবং টিভিসেট সবগুলোই কাজ করে এনালগ পদ্ধতিতে। এ ধরনের টিভিতে [[PAL]] স্ট্যান্ডার্ড ছবির পিক্সেল হয় মাত্র (720×576) 414,720 এবং ছবির aspect ratio 4 : 3 যার অর্থ স্ক্রীনে ছবির সাইজ ৪ একক প্রশস্ত ও ৩ একক উচ্চতার। অর্থাৎ ২৫ ইঞ্চি ডায়াগোনাল টিভি স্ক্রীনে ২০×১৫ ইঞ্চি হবে।