লুডু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Abid880 (আলাপ)-এর সম্পাদিত 4254348 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে (mobileUndo)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৪ নং লাইন:
 
<nowiki>*</nowiki>পরপর তিন ছক্কা পড়লে দান বাতিল হয়, পুনরায় তাকে ডাই চালতে হয়।
প্রতিটি প্রতিযোগীর এভাবে ঘর থেকে গুটি বের হয়ে পুরো ছক অতিক্রম করে নিজের ঘরের/স্টপেজ এর দুইঘর আগে পাকানোর পথে/ হোমে নিয়ে গুটি পাকাতে হয়। যার সবগুলো গুটি অন্যদের আগে পাকার ঘরে পৌছিয়ে আগে পাকে সে ফার্স্ট হয়। বাকীরা পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় হয়।
 
গুটি খাওয়ার নিয়মঃ বোর্ডে সিঙেল গুটি থাকলে সে অন্যের কোন গুটি খেতে পারবে না। একটি গুটি খাওয়ার সময় গুটিটি খেয়ে বাকী গুটি দিয়ে দান কমপ্লিট করার পর মারতি দান চালবে, দান হাতে জমিয়ে রাখতে পারবে না।
 
[একজনের বোর্ডে একটা গুটি আছে, তার একঘর সামনেই প্রতিপক্ষের গুটি, এই মুহুর্তে দান " ছয় পুট " পড়লো, তখন সে আগে ছয় দিয়ে নতুন গুুটি বোর্ডে তুলবে, তারপর পুুুট( এক) দিয়ে সামনে থাকা অন্যের গুুুটি কাটবে, তার দান কমপ্লিট হলো, এখন সে মারতি দান চালবে ]
 
অঞ্চল ভেদে কিছুটা ভিন্নতাঃ
৩০ নং লাইন:
<nowiki>*</nowiki>কারো তিনটা গুটি পেকে গেলে সে অন্যের গুটি খাওয়ার/কাটার যোগ্যতা হারায়।
 
<nowiki>*</nowiki>জোড় গুটি খেতে হলে বিপক্ষের প্রতিযোগীর জোড় গুটি দ্বারা খেতে হবে। জোড় গুটি শুধুমাত্র জোড় দানে চলবে। জোড় গুটি অন্য সকল প্রতিযোগীর গুটির জন্য স্টপেজ সমতুল্য।
 
<nowiki>*</nowiki>জোড় গুটিকে বিপক্ষের কোন সিঙেল গুটি ডিঙিয়ে যেতে পারবে না। আগে জোড়ের উপর উঠতে হবে, তারপর যেতে হবে, অন্যথায় পিছনে আটকে থাকবে। কোন জোড় কোন ক্রমে বিজোড় অবস্থায়(তিনটি একসাথে) থাকলে অন্য যে কোন গুটি তখন ঐ জোড়কে অতিক্রম করে যেতে পারবে ৷ এছাড়া, কেবল একটি জোড় আরেকটি জোড়কে ডিঙিয়ে যেতে পারবে।
 
গুটি ব্যাক করা/ কাচা করাঃ
৪০ নং লাইন:
 
<nowiki>**</nowiki> বিপরীত দিকের ঘরের দুইজন জুটি বেধেও খেলতে পারেন, সেক্ষেত্রে দুইজনের আলাদা ভাবে প্রথম গুটি বোর্ডে ওঠার পরেই কেবল একে অন্যের দান ব্যবহার করতে পারবেন। আবার, একজনের চারটা গুুুুটি পেকে গেলে আর তার দান পার্টনার ব্যবহার করতে পারবেন না।
 
 
== সাপ লুডু ==
'https://bn.wikipedia.org/wiki/লুডু' থেকে আনীত