শাবনূর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
RakibHossain (আলোচনা | অবদান)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩৮ নং লাইন:
===জুঁটি===
{{সূত্র উন্নতি}}:
শাবনূর অনেক নায়কের সাথে জুটি বেঁধে কাজ করে জনপ্রিয়তা ও সফলতা পেয়েছেন এবং একইসাথে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে রেখেছেন তার অসামান্য অবদান। তারমধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল অমর নায়ক সালমান শাহ'র সাথে জুঁটি। সালমান-শাবনূর জুঁটি ১৯৯০ দশকোত্তর চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী জুঁটি বিবেচনা করা হয়। ১৯৯৬ সালে সালমানের অকাল প্রয়াণের পরে শাবনূর রিয়াজ, সাকিল খান, ফেরদৌস, মান্না এবং শাকিব খানের সাথে সফল জুঁটি গড়ে তুলেন এবং বহু জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দেন।
 
শাবনূর-সালমান জুঁটি
 
বাংলা চলচ্চিত্রের অন্যতম কালজয়ী নায়ক সালমান শাহের সাথে শাবনূরের প্রথম জুটি গড়ে উঠে। সালমান শাহের মোট ২৭ টি চলচ্চিত্রের মধ্যে এই জুঁটির ছবি হল ১৪ টি। সালমান-শাবনূরের ১৪ টি ছবিই ছিল ব্যবসা সফল এবং দর্শক নন্দিত। ১৯৯৪ সালে তুমি আমার চলচ্চিত্রের মাধ্যমে এ জুঁটির যাত্রা শুরু হয়। ১৯৯৫ সালে এ জুঁটির স্বপ্নের ঠিকানা ছবিটি বাংলা চলচ্চিত্রের ২য় সর্বোচ্চ সফল ছবি। এ জুটির অন্যান্য আলোচিত ছবিগুলো হল- আনন্দ অশ্রু, প্রেম পিয়াসী, চাওয়া থেকে পাওয়া, তোমাকে চাই, মহা মিলন, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের নায়ক, সুজন সখী, বিক্ষোভ, বিচার হবে, বুকের ভেতর আগুন ইত্যাদি। সালমান শাহ'র অকাল প্রয়াণে এ জুঁটি ভেঙ্গে গেলেও এখনো সকলের কাছে অনুসরণীয় জুঁটি সালমান-শাবনূর। তাদের সিনেমায় ব্যবহৃত বিভিন্ন স্টাইল, কস্টিউম, নাচের মুদ্রা, গানের লিরিক, ছবির নাম এখনো বহু চলচ্চিত্রে ব্যবহার করা হয়। ১৯৯০ দশকে সালমান-শাবনূর জুঁটির ভিউকার্ড সংগ্রহ করা হত প্রচুর এবং ভক্তকূলের কাছে এ জুঁটি চির সবুজ জুঁটি হয়ে আছে।
 
শাবনূর-রিয়াজ জুটি
৫১ নং লাইন:
শাবনূর-শাকিল খান জুঁটি
 
১৯৯০ দশকের শেষ দিকে রিয়াজের পাশাপাশি সাকিল খানের সাথে ও শাবনূরের একটু সুন্দর জুটি গড়ে উঠেছিল। এ জুটির অনেক ত্রিভুজ প্রেমের ছবি দর্শকের কাছে খুব জনপ্রিয় হয় এবংং ব্যবসায়িক ভাবেও ছবিগুলো সফল হয়। বিয়ের ফুল, নারীর মন, মন, বলোনা ভালোবা, দুষ্ট ছেলে মিষ্টি মেয়ে ইত্যাদি এ জুটির অন্যতম উল্লেখযোগ্য ছবি।
 
শাবনূর-ফেরদৌস জুটি
 
বুকের ভেতর আগুন ছবিটি শাবনূর-ফেরদৌসের প্রথম ছবি। সালমান শাহের অকাল প্রয়াণের কারণে এ ছবিতে সালমানের সার্জারি করা রূপে আসেন ফেরদৌস। সুদর্শন নায়ক ফেরদৌসের সাথেও শাবনূরের জুটি ছিল দর্শক প্রিয় এবং তারা একত্রে প্রায় ৩৫ টি ছবি করেন। তাদের চলচ্চিত্র গুলো যেমন রোমান্টিক ছিল তেমন ছিল সামাজিক কাহিনী নির্ভর। এ জুটির রোমান্টিক ছবির অন্যতম হল- যত প্রেম তত জ্বালা, সবার উপরে প্রেম, এই মন চায় যে, প্রেমের জ্বালা, বউ-শাশুড়ির যুদ্ধ, ফুলের মত বউ, দিল তো পাগল, তুমি বড় ভাগ্যবতী, আমার স্বপ্ন তুমি, ঘরের লক্ষী, দুই নয়নের আলো ইত্যাদি। সামাজিক বাস্তবতায় এবং সাহিত্য নির্ভর চলচ্চিত্রেও এই জুটি ছিলেন বেশ সফল। কাল সকালে, দুখনী জোহরা, জমেলা সুন্দরী, ঘর জামাই, বিয়াইন সাব, রঙিন রসের বাইদানি ইত্যাদি এ জুটির আরো কিছু জনপ্রিয় ছবি। এ জুটির সর্বশেষ ছবি কিছু আশা ভালোবাসা (২০১৩)।
 
শাবনূর-মান্না জুটি
৮৪ নং লাইন:
 
==বহিঃসংযোগ==
{{commonsকমন্স categoryবিষয়শ্রেণী|Shabnur}}
* {{আইএমডিবি নাম}}
* {{বিএমডিবি নাম}}
১,৯৬,০১৪টি

সম্পাদনা