আমির ইলাহি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যসূত্র প্রদান!
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬৮ নং লাইন:
}}
 
'''আমির ইলাহি''' ({{lang-ur|عامر الہی}}; {{অডিও|Amir_Elahi.ogg|উচ্চারণ}}; জন্ম: ১ [[সেপ্টেম্বর]], [[১৯০৮]] - মৃত্যু: ২৮ [[ডিসেম্বর]], ১৯৮০) তৎকালীন [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতের]] (অধুনা - পাকিস্তান) পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত]] ও [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তান]] - [[দু’টি আন্তর্জাতিক দলে অংশগ্রহণকারী ক্রিকেটারদের তালিকা|উভয় দলের পক্ষে টেস্ট খেলেছেন]] তিনি। চৌদ্দজন টেস্ট ক্রিকেটারের অন্যতম একাধিক দলের পক্ষে [[টেস্ট ক্রিকেট]] খেলার সুযোগ পেয়েছেন।<ref name=Bio>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Amir Elahi|ইউআরএল=http://www.cricinfo.com/ci/content/player/38997.html|কর্ম=ESPN Cricinfo}}</ref>
 
দলে তিনি মূলতঃ ডানহাতে লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে [[Northern India cricket team|উত্তর ভারত দলের]] পক্ষে খেলতেন। ১৯৩৭-৩৮ মৌসুমে [[Southern Punjab cricket team (India)|দক্ষিণ পাঞ্জাব দলের]] বিপক্ষে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান ৮/৯৪ দাঁড় করান।<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|titleশিরোনাম=Southern Punjab v Northern India 1937-38|urlইউআরএল=https://cricketarchive.com/Archive/Scorecards/16/16430.html|websiteওয়েবসাইট=Cricket Archive|accessdateসংগ্রহের-তারিখ=26 August 2015}}</ref>
 
১২ ডিসেম্বর, [[১৯৪৭]] তারিখে ভারতের সদস্যরূপে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে আমির ইলাহি’র। এটিই ভারতের পক্ষে তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। [[১৯৫২-৫৩ পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফর|১৯৫২-৫৩]] মৌসুমে পাকিস্তান টেস্ট খেলার মর্যাদা লাভের পর পাকিস্তানের পক্ষে ৫ টেস্টে অংশগ্রহণ করেছেন। [[ভারত বিভাজন|ভারত বিভাজনের]] পর পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন তিনি। তিনজনের একজন হিসেবে ভারত ও পাকিস্তান - উভয় দেশের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছেন। অন্য দু’জন হচ্ছেন [[আবদুল হাফিজ কারদার]] ও [[গুল মোহাম্মদ]]।
 
মূলতঃ লেগ ব্রেক বোলার হিসেবে অংশগ্রহণ করলেও মাঝারিমানের সফলতা পেয়েছেন। এছাড়াও, পাকিস্তানী ক্রিকেটারদের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে অংশগ্রহণের মর্যাদা লাভ করেছেন তিনি।