গভীরতামিতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
তথ্যসূত্র যোগ/সংশোধন
Zaheen (আলোচনা | অবদান)
চিত্র
 
১ নং লাইন:
[[File:NinetyEastRidge.jpg|right|thumb|300px|ভারতীয় মহাসাগরের অংশবিশেষের গভীরতামিতিক মানচিত্র]]
'''গভীরতামিতি''' ({{lang-en|Bathymetry}}) বলতে সাগর, মহাসাগর এবং কদাচিৎ গভীর হ্রদের জলপৃষ্ঠ থেকে তলদেশ বা মেঝের গভীরতা নির্ণয় ও পরিমাপ করার বিজ্ঞানকে বোঝায়। <ref>{{Citation |title=A Dictionary of Geography |author=Susan Mayhew |publisher=Oxford University Press |year=2015 |page=41}}</ref> অন্য ভাষায় গভীরতামিতি হল ভূ-উচ্চতামিতি বা ভূ-সংস্থানবিজ্ঞানের সমতুল্য জলনিম্নস্থ রূপ। গভীরতামিতির সাথে [[জললেখবিজ্ঞান|জললেখবিজ্ঞানের]] সম্পর্ক আছে। জললেখবিজ্ঞানীদের দ্বারা তৈরিকৃত জললৈখিক মানচিত্রে সাধারণত জলপৃষ্ঠে বা জলপৃষ্ঠের নিচে নৌযান পরিচালনায় নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়। এগুলিতে সাধারণত সমুদ্র তলদেশের বন্ধুরতা (অর্থাৎ উঁচু-নিচু প্রকৃতি) অনেকগুলি সমোচ্চ রেখা দ্বারা নির্দেশ করা হয়, যেগুলিকে গভীরতামিতিতে সমগভীর রেখা হিসেবে ডাকা হয়। এছাড়া এই মানচিত্রগুলিতে নির্বাচিত কিছু গভীরতাও প্রদর্শন করা থাকে ও জলপৃষ্ঠে নৌচালনার জন্য প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকে। অন্যদিকে গভীরতামাপক মানচিত্র অপেক্ষাকৃত সাধারণ একটি মানচিত্র, যাতে নৌ-নিরাপত্তার ব্যাপারটি তেমন গুরুত্বপূর্ণ নয়; এগুলিতে ডিজিটাল বন্ধুরতা প্রতিমান এবং কৃত্রিম আলোকসম্পাত পদ্ধতি ব্যবহার করে প্রদর্শিত গভীরতার বিশদ ব্যাখ্যা প্রদান করা হতে পারে।