ফুটবল ক্লাব আডমিরা ওয়াকার মোডলিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সম্প্রসারণ
৪৭ নং লাইন:
| socks3 =
}}
'''ফুসবলক্লুব ফ্লায়ারআলার্ম আডমিরা ওয়াকার''' ({{lang-en|FC Admira Wacker Mödling}}; এছাড়াও '''ফুটবল ক্লাব আডমিরা ওয়াকার মোডলিং''', '''ফুটবল ক্লাব আডমিরা ওয়াকার''', '''এফসি আডমিরা ওয়াকার মোডলিং''' অথবা শুধুমাত্র '''আডমিরা ওয়াকার''' নামে পরিচিত) হচ্ছে [[মোডলিং]] ভিত্তিক একটি অস্ট্রীয় পেশাদার [[ফুটবল]] ক্লাব। এই ক্লাবটি বর্তমানে অস্ট্রিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ [[অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা|অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগায়]] খেলে। এই ক্লাবটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আডমিরা ওয়াকার তাদের সকল হোম ম্যাচ মোডলিংয়ের [[বুন্দেসস্টাডিওন সুডস্টাট|বিএসএফজেড-এরিনায়]] খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,৬০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন [[জোনিমির সোলদো]] এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফিলিপ টনহাউসার। অস্ট্রীয় [[গোলরক্ষক]] [[আন্ড্রেয়াস লাইটনার]] এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
 
ঘরোয়া ফুটবলে, আডমিরা ওয়াকার এপর্যন্ত ১৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৯টি [[অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা]], ৬টি [[অস্ট্রীয় কাপ]] এবং ১টি [[অস্ট্রীয় সুপার কাপ]] রয়েছে।