অশ্বিনীকুমার দত্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
১ নং লাইন:
[[চিত্র:Ashwini Kumar Dutta.jpg|thumb|অশ্বিনী কুমার দত্ত]]
'''অশ্বিনীকুমার দত্ত''' ([[২৫শে জানুয়ারি]], ১৮৫৬-[[৭ই নভেম্বর]], ১৯২৩) ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।
 
== প্রারম্ভিক জীবন ==
৬ নং লাইন:
 
== কর্মকাণ্ড ==
[[বরিশাল|বরিশালে]] বিভিন্ন সমাজহিতৈষী ও কল্যাণমূলক রাজনৈতিক কর্মকান্ডেরকর্মকাণ্ডের কারণে তিনি সুপরিচিত ছিলেন। জাতীয়তাবাদী রাজনীতি, জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজকর্মের জন্যে তাকে মহাত্মা অশ্বিনীকুমার বা আধুনিক বরিশালের রূপকার বলে অভিহিত করা হতো। দুর্নীতি, সামাজিক গোঁড়ামি, কুসংস্কার ইত্যাদির বিরুদ্ধে ও গণতান্ত্রিক আন্দোলনে নিবেদিত প্রান ছিলেন তিনি। দুর্ভিক্ষে অতুলনীয় সেবাকাজে, চা বাগান শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে তিনি ছিলেন নিবেদিতপ্রান, ক্লান্তিহীন নেতা।<ref name=":2">{{বই উদ্ধৃতি|শিরোনাম=সংসদ বাঙালি চরিতাভিধান|শেষাংশ=প্রথম খন্ড|প্রথমাংশ=সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু|প্রকাশক=সাহিত্য সংসদ|বছর=২০০২|আইএসবিএন=|অবস্থান=কলকাতা|পাতাসমূহ=৩৮}}</ref> চারণকবি [[মুকুন্দ দাস]] ও রাজনীতিবিদ [[আবুল কাশেম ফজলুল হক|আবুল কাশেম ফজলুল হকে]]<nowiki/>র খ্যাতি ও প্রতিষ্ঠায় তার সর্বাত্মক অবদান ছিল। বরিশাল শহরে নিজের দান করা এলাকায় পিতার নামে ব্রজমোহন বিদ্যালয় ও [[ব্রজমোহন কলেজ]] প্রতিষ্ঠা করেন। গভীর নিষ্ঠার সঙ্গে কুড়ি বছর বিনা বেতনে কলেজে শিক্ষাদান করেছেন। তিনি বরিশাল শহরে স্ত্রী শিক্ষার্থে একটি বালিকা বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছিলেন। ১৯০৫-১৯১১ সালের [[বঙ্গভঙ্গ আন্দোলন|বঙ্গভঙ্গ আন্দোলনে]]<nowiki/>র সময় জাতীয় নেতার স্থান লাভ করেন তিনি। [[ভারতীয় জাতীয় কংগ্রেস]] দলের মাদ্রাজ অধিবেশনে বাংলার প্রতিনিধিত্ব করেন। জাতীয় কংগ্রেসকে প্রাসাদ রাজনীতি থেকে সাধারণ জনগনের মধ্যে নিয়ে আসার প্রথম কারিগর অশ্বিনীকুমার দত্ত। তার প্রতিষ্ঠিত স্বদেশ বান্ধব সমিতির স্বেচ্ছাসেবকদের সাহায্যে বরিশালকে স্বদেশী আন্দোলনের একটি শক্তিশালী কেন্দ্রে পরিণত করেছিলেন। জেলার সর্বত্র এর ১৬০ টিরও বেশি শাখা ছিল এই সমিতির। ব্রিটিশ পুলিশ তাকে বরিশালে গ্রেপ্তার করে ও ১৯০৮ সালে তার সমিতি নিষিদ্ধ করে। তাকে ১৯১০ সাল পর্যন্ত [[লখনউ|লক্ষ্মৌ]] জেলে বন্দি রাখা হয়।<ref name=":1">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://archive.prothom-alo.com/print/news/19126|শিরোনাম=চিত্র-বিচিত্র|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=১৪ নভেম্বর ২০০৯|ওয়েবসাইট=|প্রকাশক=প্রথম আলো|সংগ্রহের-তারিখ=৩ অক্টোবর ২০১৭}}</ref> ১৯২১ সালে [[মহাত্মা গান্ধী]] প্রথম বরিশালে এসে অশ্বিনীকুমার দত্তকে জেলার অদ্বিতীয় নেতা হিসেবে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। কলকাতায় [[রাজনারায়ণ বসু]]<nowiki/>র প্রভাবে [[ব্রাহ্মধর্ম|ব্রাহ্মধর্মে]] আকৃষ্ট হন ও ১৮৮২-তে বরিশালে [[ব্রাহ্মসমাজ|ব্রাহ্মসমাজের]] সদস্যপদ গ্রহণ করেন।<ref name=":2" /><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.eibela.com/mobile/article/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%85%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%A7%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0|শিরোনাম=মহাত্মা শ্রী অশ্বিনীকুমার দত্ত|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=|প্রকাশক=|সংগ্রহের-তারিখ=৩ অক্টোবর ২০১৭}}{{অকার্যকর সংযোগ|তারিখ=আগস্ট ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}</ref>
 
== অবদান ==