স্পোর্টিং ক্লাব ব্রাগা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সম্প্রসারণ
৪৭ নং লাইন:
|socks3=383838
}}
'''স্পোর্টিং ক্লাব ব্রাগা''' ({{IPA-pt|ˈspɔɾtĩŋ ˈkluβ(ɨ) ðɨ ˈβɾaɣɐ}}, {{lang-en|SC Braga}}; এছাড়াও '''স্পোর্তিং ক্লুবে দে ব্রাগা''' অথবা '''এসসি ব্রাগা''' নামে পরিচিত) হচ্ছে [[ব্রাগা]] ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার [[ফুটবল]] ক্লাব। এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ [[প্রিমেইরা লিগা]]য় খেলে। এই ক্লাবটি ১৯২১ সালের ১৯শে জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এসসি ব্রাগা তাদের সকল হোম ম্যাচ ব্রাগার [[এস্তাদিও মুনিসিপাল দে ব্রাগা|এস্তাদিও মুনিসিপাল দে ব্রাগায়]] খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,২৮৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন [[আর্তুর জোর্জে তোরেস আরাউজো আমোরিম|আর্তুর জোর্জে]] এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আন্তোনিও সালভাদোর। ব্রাজিলীয় [[মধ্যভাগের খেলোয়াড়]] [[ফ্রানসের্জিও বারবোসা]] এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
 
ঘরোয়া ফুটবলে, এসসি ব্রাগা এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি [[তাসা দা পর্তুগাল]], ২টি [[তাসা দা লিগা]] এবং ২টি [[সেগুন্দা দিভিসাও]] শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে [[উয়েফা ইন্টারটোটো কাপ]]।