টবি আল্ডারওয়েরেল্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সম্প্রসারণ
১৭ নং লাইন:
| years2 = ২০১৩–২০১৫ | clubs2 = [[আতলেতিকো মাদ্রিদ]] | goals1 = ৭ | goals2 = ১
| years3 = ২০১৪–২০১৫ | clubs3 = → [[সাউদাম্পটন ফুটবল ক্লাব|সাউদাম্পটন]] (ধার) | caps3 = ২৬ | goals3 = ১
| years4 = ২০১৫২০১৫– | clubs4 = [[টটেনহ্যাম হটস্পার ফুটবল ক্লাব|টটেনহ্যাম হটস্পার]] | caps4 = ১৪৩ | goals4 = ৬
| nationalyears1 = ২০০৪ | nationalteam1 = [[বেলজিয়াম জাতীয় যুব ফুটবল দল|বেলজিয়াম অনূর্ধ্ব-১৫]] | nationalcaps1 = ৩ | nationalgoals1 = ১
| nationalyears2 = ২০০৪ | nationalteam2 = [[বেলজিয়াম জাতীয় যুব ফুটবল দল|বেলজিয়াম অনূর্ধ্ব-১৬]] | nationalcaps2 = ২ | nationalgoals2 = ০
৩৩ নং লাইন:
{{Medal|3rd|[[২০১৮ ফিফা বিশ্বকাপ|২০১৮ রাশিয়া]]|}}
}}
'''টবিয়াসটবি আলবারর্টিনঅলবার্টিনে মাউরিটসমৌরিটস অল্ডারওয়েরেল্ড''' ({{IPA-nl|ˈtoːbi ˈɑldərˌwɛːrəlt}}, {{lang-en|Toby Alderweireld}}; জন্ম: ২ মার্চ ১৯৮৯; '''টবি অল্ডারওয়েরেল্ড''' নামে সুপরিচিত) হলেন [[বেলজিয়াম|বেলজিয়ামের]]একজন একজনবেলজীয় পেশাদার [[ফুটবলারফুটবল খেলোয়াড়]], যিনিতিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর [[প্রিমিয়ার লীগ|প্রিমিয়ার লীগে]] ক্লাব [[টটেনহ্যাম হটস্পার ফুটবল ক্লাব|টটেনহ্যাম হটস্পার]] এবং [[বেলজিয়াম জাতীয় ফুটবল দল|বেলজিয়াম জাতীয় দলেফুটবল দলের]] হয়ে একজন [[রক্ষণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেন। তিনি মূলত সেন্ট্রালএকজন ডিফেন্ডার[[রক্ষণভাগের খেলোয়াড়#কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড়|কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেন,খেললেও এছাড়াওমাঝেমধ্যে তিনি[[রক্ষণাত্মক রাইটমধ্যভাগের ব্যাকখেলোয়াড়]] হিসেবেওঅথবা খেলেন।[[রক্ষণভাগের খেলোয়াড়#পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড়|ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলে থাকেন।
 
১৯৯৯–২০০০ মৌসুমে, বেলজীয় ফুটবল ক্লাব [[বের্সখট এসি|জার্মিনাল বের্সখটে]]র যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে অল্ডারওয়েরেল্ড ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি [[এএফসি আয়াক্স যুব একাডেমি|আয়াক্স যুব একাডেমি]]র হয়ে খেলার মাধ্যমে ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০৮–০৯ মৌসুমে, [[এএফসি আয়াক্স|আয়াক্সের]] হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। আয়াক্সে তিনি ৬ মৌসুম অতিবাহিত করেছেন; যেখানে তিনি ১২৮ ম্যাচে ১২টি গোল করেছেন। পরবর্তীতে তিনি [[আতলেতিকো মাদ্রিদ]] এবং [[সাউদাম্পটন ফুটবল ক্লাব|সাউদাম্পটনের]] হয়ে খেলেছেন। ২০১৫–১৬ মৌসুমে, তিনি ১৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে সাউদাম্পটন হতে টটেনহ্যাম হটস্পারে যোগদান করেছেন।
ডাচ ক্লাব [[এএফসি আয়াক্স|আয়াক্সের]] হয়ে খেলার মাধ্যমে অল্ডারওয়েরেল্ড তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন, যেখানে তিনি [[এরেডিভিসি]] ট্রফি টানা তিনবার জয়লাভ করেন। ২০১৩ সালে, তিনি [[লা লিগা]]র ক্লাব [[আতলেতিকো মাদ্রিদ|আতলেতিকো মাদ্রিদে]] চলে আসেন, যেখানে তিনি [[লা লিগা]] ট্রফি জয়াল্ভ করেন এবং তার প্রথম মৌসুমেই তিনি [[উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ|উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের]] ফাইনালে খেলেন।
 
২০০৯ সালে, তিনিঅল্ডারওয়েরেল্ড [[বেলজিয়াম জাতীয় ফুটবল দল|বেলজিয়াম জাতীয় দলের]]বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন।করেন, এপর্যন্তযেখানে তিনি ৬০এপর্যন্ত ৯০-এর অধিক ম্যাচম্যাচে খেলেছেন এবং [[২০১৪ ফিফা বিশ্বকাপ]] এবং [[২০১৬ উয়েফা ইউর]]র মতো প্রতিযোগিতায় বেলজিয়ামেরএকাধিক প্রতিনিধিত্বগোল করেছেন।
 
ব্যক্তিগতভাবে, অল্ডারওয়েরেল্ড বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৫–১৬ মৌসুমে টটেনহ্যাম হটস্পারে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, কোর্তোয়া এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৫টি আয়াক্সের হয়ে এবং ১টি আতলেতিকো মাদ্রিদের হয়ে জয়লাভ করেছেন।
 
==ক্যারিয়ার পরিসংখ্যান==