ইয়োজুয়া কিমিশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সংশোধন
৩২ নং লাইন:
'''জশুয়া ওয়াল্টার কিমিচ''' ({{IPA-de|ˈjoːzu̯aː ˈkɪmɪç|de}}, {{lang-en|Joshua Kimmich}};<ref>{{cite web|url=https://www.youtube.com/watch?v=Ao8xD2VQo08&t=14s|title=Internationals back in Bayern training|website=YouTube|author=FC Bayern Munich|date=6 September 2016|accessdate=8 November 2018|language=de}}</ref> জন্ম: ৮ ফেব্রুয়ারি ১৯৯৫; '''জশুয়া কিমিচ''' নামে সুপরিচিত) হলেন একজন জার্মান পেশাদার [[ফুটবল খেলোয়াড়]]। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর [[বুন্দেসলিগা]]র ক্লাব [[এফসি বায়ার্ন মিউনিখ|বায়ার্ন মিউনিখ]] এবং [[জার্মানি জাতীয় ফুটবল দল|জার্মানি জাতীয় ফুটবল দলের]] হয়ে একজন [[মধ্যভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেন। তিনি মূলত একজন [[রক্ষণাত্মক মধ্যভাগের খেলোয়াড়]] হিসেবে খেললেও মাঝেমধ্যে [[কেন্দ্রীয় মধ্যভাগের খেলোয়াড়]] অথবা [[বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলে থাকেন।
 
জার্মান ফুটবল ক্লাব ভিএফবি বসিঙেনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে কিমিচ ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি [[ভিএফবি স্টুটগার্ট|ভিএফবি স্টুটগার্টে]] যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৩–১০৪২০১৩–০৪ মৌসুমে, [[আরবি লাইপৎসিশ|আরবি লাইপৎসিশের]] হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। লাইপৎসিশে তিনি ২ মৌসুম অতিবাহিত করেছেন; যেখানে তিনি ৫৩ ম্যাচে ৩টি গোল করেছেন। ২০১৫–১৬ মৌসুমে, তিনি ৮.৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আরবি লাইপৎসিশ হতে বায়ার্ন মিউনিখে যোগদান করেছেন।
 
==ক্লাব কর্মজীবন==