অ্যাথামাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সম্প্রসারণ
১২ নং লাইন:
পরবর্তীতে, ইনো তার বোন সেমিলির পুত্র [[দিয়োনুসোস|ডায়োনিসাস]] এর প্রতিপালনের ভার নেন,<ref>Local tradition sited the suckling of Dionysus at [[Brasiai]] in [[Laconia]]. (Kerenyi 1951:264).</ref> যা [[হেরা|হেরার]] তীব্র ঈর্ষার কারণ হয়। প্রতিহিংসায় হেরা তার স্বামী অ্যাথামাসকে পাগল বানিয়ে দেন। অ্যাথামাস পাগল হয়ে তার এক পুত্র [[লিয়ারকাস|লিয়ারকাসকে]] একটি মেষ ভেবে হত্যা করে, এবং ইনোকে মারার জন্য উন্মত্ত হয়ে ধেয়ে আসেন। ইনো, তার উন্মত্ত স্বামীর তাড়া থেকে বাঁচতে, পুত্র [[মেলিকার্টিস|মেলিকার্টিসকে]] নিয়ে সমুদ্রে ঝাপ দেন। বিকল্প আরেকটি গল্পে ইনোও পাগল হয়ে যান, এবং তিনি তার পুত্র মেলিকার্টিসকে একটি কড়াইতে সিদ্ধ করেন। এরপর তিনি সেই কড়াই নিয়ে সমুদ্রে ঝাপ দেন। দেবতা সহানুভূতিশীল [[জিউস]] চাননি ইনো মারা যান। তাই তিনি ইনো ও তার পুত্র মেলিকার্টিসকে দেব-দেবীতে রূপান্তরিত করেন। এরপর উভয়ই সমুদ্রের দেবদেবীতে পরিণত হন এবং উপাস্য হন। ইনো দেবী [[লিউকোথিয়া]] ও মেলিকার্টিস দেবতা [[প্যালিমনে]] রূপান্তরিত হন।<ref name=":1">[[Ovid]]. ''[[Metamorphoses]], 4.416''</ref>
 
পুত্রহত্যার গ্লানি নিয়ে অ্যাথামাস বিওটিয়া ত্যাগ করেন। একজন ভবিষ্যৎবক্তা তাকে এমন একটি স্থানে বসতি স্থাপন করতে বলেন যেখানে তিনি বন্য জন্তুর কাছ থেকে আতিথেয়তা লাভ করবেন। এটি তিনি পান [[থেসালি|থেসালির]] [[ফ্‌থিওটিস|ফ্‌থিওটিসে]], যেখানে তিনি অদ্ভুতভাবে নেকড়েখেকো ভেড়া দেখতে পান। তিনি সেখানে গেলে ভেড়াগুলো হাড়গুলো রেখে পালিয়ে যায়। এই দেখে অ্যাথামাস বুঝতে পারেন ভবিষ্যদ্বক্তার বাণী পুর্ণ হয়েছে। তিনি সেখানেই বসতি নির্মাণ করেন এবং [[থেমিস্টো]] নামে একজন নারীকে বিবাহ করেন (যার গর্ভে [[স্কেনিয়াস]], [[লিউকন]], [[টোউয়াস]] এবং/অথবা অন্যান্য সন্তানের জন্ম হয়)। এই স্থানটি পরবর্তীতে অ্যাথামানীয় সমভূমি নামে পরিচিত হয়। যখন অ্যাথামাস তার দ্বিতীয় স্ত্রী ইনোর কাছে ফিরে গেলেন, তার তৃতীয় স্ত্রী থেমিস্টো তার সন্তানদেরকে সাদা পোশাক ও ইনোর সন্তানদেরকে কালো পোশাক পরিয়ে ইনোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইলেন। ইনো থেমিস্টোকে না জানিয়েই পোশাক পাল্টে দেন, ফলে থেমিস্টো নিজের সন্তানদেরকেই হত্যা করেন।<ref name=":1">[[Ovid]]. ''[[Metamorphoses]], 4.416''</ref>
 
কিছু সূত্র অনুসারে অ্যাথামাস তার দ্বিতীয় স্ত্রী [[ইনো|ইনোকে]] মৃত ভেবে থেমিস্টোকে বিবাহ করেন, কিন্তু দেখা যায় ইনো জীবিত আছেন, এবং তিনি [[মায়েনাড|মায়েনাডদের]] সাথে [[পারনাসাস পর্বত|পারনাসাস পর্বতে]] বাস করছেন। অ্যাথামাস ইনোকে তার গৃহে নিয়ে আসেন কিন্তু তার এই আগমনকে তিনি গোপন রাখেন। কিন্তু থেমিস্টো আবিষ্কার করেন যে ইনো ফিরে এসেছেন, এবং এর প্রতিশোধ নেবার জন্য তিনি ইনোর সন্তানদের হত্যা করার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি জানতেন না যে এই ইনো আসলে কে, তিনি ইনোকে দেখার পর তাকে নিজের ভৃত্যা হিসেবে নিয়োগ দেন, এবং তাকে তার নিজের সন্তানদেরকে সাদা পোশাক পরাতে ও ইনোর সন্তানদেরকে কালো পোশাক পরাতে বলেন। এরপর থেমিস্টো সবকটা কালো পোশাক পরা শিশুকে হত্যা করেন। কিন্তু থেমিস্টো এটা বুঝতে পারেনি যে ইনো তাদের সন্তানদের পোশাক পরিবর্তন করে ফেলেছিল, আর ফলে থেমিস্টো নিজের সন্তানদেরই হত্যা করেছেন।<ref name=":12">[[Ovid]]. ''[[Metamorphoses]], 4.416''</ref> এটি আবিষ্কারের পর থেমিস্টো আত্মহত্যা করেন।<ref>[[Hyginus]], ''Fabulae'', 4; a shorter version in Fab. 1, where the clothing swap is attributed to a nurse's mistake and Ino isn't involved.</ref> স্যুডো-অ্যাপোলোডোরাস অনুসারে, থেমিস্টো ইনোর মৃত্যুর পর অ্যাথামাসকে বিবাহ করেন, এবং শিশুদের হত্যা করার এই ঘটনাটি ঘটেনি।<ref name="Apollodorus, Bibliotheca, 1. 9. 2">Pseudo-[[Apollodorus of Athens|Apollodorus]], ''[[Bibliotheca (Pseudo-Apollodorus)|Bibliotheca]]'' 1.9.2.</ref>
 
ক্যালসিওপির গর্ভে ফ্রিক্সাসের চার পুত্র জন্মলাভ করে (কোন কোন সূত্র অনুসারে পাঁচ)। এই চারজন ছিল [[আরগুস (ফ্রিক্সাসের পুত্র)|আরগুস]], [[ফ্রন্টিস]], [[মেলাস (গ্রিক পুরাণ)|মেলাস]] ও [[সাইটিসোরাস]], যারা স্বর্ণমেষের চামড়া আনার অভিযানে [[আর্গোনট|আর্গোনটদের]] সেনাদলে যোগ দিয়েছিল। এই চারজন ছাড়াও কোন কোন সূত্র অনুসারে ফ্রিক্সাস ও ক্যালসিওপির [[প্রেসবন]] নামে আরও একজন পুত্রের কথার উল্লেখ আছে, যার উল্লেখ কখনই পূর্বোক্ত চার ভাই এর সাথে করা হয়নি।<ref>[[Scholia]] on [[Apollonius Rhodius]], ''Argonautica'', 2. 1122</ref> অ্যাথামাসের কোন পুত্রসন্তান অবশিষ্ট না থাকায় তিনি তার ভাই [[সিসিফাস]] এর দুই পৌত্র হেলিয়ার্টাস ও করোনাসকে (সিসিফাসপুত্র থারস্যান্ডারের পুত্র) দত্তক নেন, এবং তাদের হাতে রাজত্ব দিয়ে যান। করোনাস তার প্রাপ্ত অঞ্চলে করোনিয়া নামে একটি নগর প্রতিষ্ঠা করেছিলেন। প্রেসবন কলচিস থেকে বিওটিয়ায় ফিরে এলে তাকে তার পিতামত অ্যাথামাস এর পালকপুত্র [[হেলিয়ার্টাস]] ও [[করোনাস]] এর থেকে তার রাজত্ব লাভ করেন।<ref>[[Pausanias (geographer)|Pausanias]], ''Description of Greece'', 9. 34. 8</ref> প্রেসবনের পর তার পুত্র [[ক্লাইমেনাস]] অরকোমেনাসের রাজা হন।<ref>[[Pausanias (geographer)|Pausanias]], ''Description of Greece'', 9. 37. 1</ref>