অ্যাথামাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সম্প্রসারণ
৮ নং লাইন:
== পুরাণ ==
[[চিত্র:Athamas_i_ino.jpg|বাম|থাম্ব|304x304পিক্সেল| ''"টিসিফোন ম্যাডেনস অ্যাথামাস অ্যান্ড ইনো"'' (১৭শ শতাব্দী) ]]
ফ্রিক্সাস এবং হেলিকে তাদের সৎ মা ইনো ঘৃণা করতেন। ইনো এই যমজদের হাত থেকে রেহাই পেতে একটি ষড়যন্ত্র করে নগরের সমস্ত ফসলের বীজ পুড়িয়ে ফেলেন, যাতে সেগুলি থেকে ফসল ফলতে না তৈরি হতে পারে।<ref>''[[Bibliotheke]]'' i.9.1; "it is possible, however", Kerenyi suggests (''The Gods of the Greeks'' p 264) "that originally she did not cause the seed-corn to be roasted, but introduced the practice of roasting corn in general."</ref> দুর্ভিক্ষে ভীত হয়ে স্থানীয় কৃষকরা নিকটবর্তী ভবিষ্যৎ-কথকের সহায়তা চেয়েছিলেন। ইনো সেই ভবিষ্যৎ-কথকের কাছে প্রেরিত লোকদের ঘুষ দিয়ে বলে, তারা যেন সবাইকে জানায় ভবিষ্যৎ-কথক বলেছে নগরের সংকট কাটাতে ফ্রিক্সাসের বলি দিতে হবে। অ্যাথামাস অনিচ্ছায় রাজি হন। তবে, ফ্রিক্সাসকে হত্যা করার আগে, তার মা নেফিলি একটি স্বর্ণের ভেড়া পাঠায় আর তাতে চড়ে ফ্রিক্সাস ও হেলি পালিয়ে যায়।<ref>Flying is conventional in modern treatments, but see D. S. Robertson, "[https://www.jstor.org/stable/705411 The Flight of Phrixus]", ''The Classical Review'', Vol. 54, No. 1 (Mar., 1940), pp. 1–8.</ref> তাদের যাত্রা শুরুর স্থলটি বিভিন্ন স্থানে [[থেসালি|থেসালির]] [[হ্যালোস]] বা [[বিওটিয়া|বিওটিয়ার]] [[অর্কোমেনাস]] হিসেবে নথিভূক্ত হয়েছে। তাদের উড়ানের সময় হেলি জ্ঞান হারিয়ে, ভেড়া থেকে পড়ে গিয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী প্রণালীতে ডুবে যায় ও মারা যায়, প্রণালীটির নামকরণ করা হয়েছিল তার নামের সাথে মিলিয়ে হেলিসপন্ট, যার অর্থ হেলির সাগর (এখন [[দারদানেলিস]] নামে পরিচিত)। ফ্রিক্সাস [[কলচিস|কলচিসে]] পৌঁছে যায় যেখানে সেখানকার রাজা ও সূর্যদেব [[হেলিয়স|হেলিয়সের]] পুত্র [[ঈটিজ]] তাকে সাদরে অভ্যর্থনা জানান এবং তার সাথে নিজের কন্য [[ক্যালসিওপি|ক্যালসিওপির]] বিবাহ দেন। কৃতজ্ঞতাস্বরূপ ফ্রিক্সাস ভেড়াটিকে দেবতা [[জিউস|জিউসের]] কাছে উৎসর্গ করেন এবং ঈটিজকে এর [[স্বর্ণের পশম]] উপহার দেন। ঈটিজ স্বর্ণের পশমটিকে তার রাজ্যে অবস্থিত দেবতা [[আরেস|আরেসের]] পবিত্র কুঞ্জবনের একটি বৃক্ষে ঝুলিয়ে রাখেন, যা একটি নির্ঘুম ড্রাগন পাহাড়া দেয়।<ref name=":0">[[Bibliotheca (Pseudo-Apollodorus)|Pseudo-Apollodorus]]. ''[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Apollod.+1.9.1&fromdoc=Perseus%3Atext%3A1999.01.0022:book=1:chapter=9&highlight=Athamas Bibliotheca, 1.9.1]''</ref>
[[চিত্র:Godfried_Maes_-_Illustrations_to_the_Metamorphoses_of_Ovid,_Athamas_tearing_apart_his_Children.jpg|থাম্ব|310x310পিক্সেল| [[গডফ্রিড ম্যাস]] দ্বারা অঙ্কিত "''অ্যাথামাস টিয়ারিং অ্যাপার্ট হিস চিলড্রেন''" ]]
পরবর্তীতে, ইনো তার বোন সেমিলির পুত্র [[দিয়োনুসোস|ডায়োনিসাসকেডায়োনিসাস]] পালনএর করেপ্রতিপালনের ভার নেন,<ref>Local tradition sited the suckling of Dionysus at [[Brasiai]] in [[Laconia]]. (Kerenyi 1951:264).</ref> যা [[হেরা|হেরার]] তীব্র ঈর্ষার কারণ হয়। প্রতিহিংসায় হেরা তার স্বামী অ্যাথামাসকে পাগল বানিয়ে দেন। অ্যাথামাস পাগল হয়ে তার এক পুত্র [[লিয়ারকাস|লিয়ারকাসকে]] একটি মেষ ভেবে হত্যা করে, এবং ইনোকে মারার জন্য উন্মত্ত হয়ে ধেয়ে আসেন। ইনো, তার উন্মত্ত স্বামীর তাড়া থেকে বাঁচতে, পুত্র [[মেলিকার্টিস|মেলিকার্টিসকে]] নিয়ে সমুদ্রে ঝাপ দেয়।দেন। বিকল্প আরেকটি গল্পে ইনোও পাগল হয়ে যান, এবং তিনি তার পুত্র মেলিকার্টিসকে একটি কড়াইতে সিদ্ধ করেন। এরপর তিনি সেই কড়াই নিয়ে সমুদ্রে ঝাপ দেন। দেবতা সহানুভূতিশীল [[জিউস]] চাননি ইনো মারা যান। তাই তিনি ইনো ও তার পুত্র মেলিকার্টিসকে দেব-দেবীতে রূপান্তরিত করেন। এরপর উভয়ই সমুদ্রের দেবদেবীতে পরিণত হন এবং উপাস্য হন। ইনো দেবী [[লিউকোথিয়া]] ও মেলিকার্টিস দেবতা [[প্যালিমনে]] রূপান্তরিত হন।<ref name=":1">[[Ovid]]. ''[[Metamorphoses]], 4.416''</ref>
 
পুত্রহত্যার গ্লানি নিয়ে অ্যাথামাস বিওটিয়া ত্যাগ করেন। একজন ভবিষ্যৎবক্তা তাকে এমন একটি স্থানে বসতি স্থাপন করতে বলেন যেখানে তিনি বন্য জন্তুর কাছ থেকে আতিথেয়তা লাভ করবেন। এটি তিনি পান [[থেসালি|থেসালির]] [[ফ্‌থিওটিস|ফ্‌থিওটিসে]], যেখানে তিনি অদ্ভুতভাবে নেকড়েখেকো ভেড়া দেখতে পান। তিনি সেখানে গেলে ভেড়াগুলো হাড়গুলো রেখে পালিয়ে যায়। এই দেখে অ্যাথামাস বুঝতে পারেন ভবিষ্যদ্বক্তার বাণী পুর্ণ হয়েছে। তিনি সেখানেই বসতি নির্মাণ করেন এবং [[থেমিস্টো]] নামে একজন নারীকে বিবাহ করেন (যার গর্ভে [[স্কেনিয়াস]], [[লিউকন]], [[টোউয়াস]] এবং/অথবা অন্যান্য সন্তানের জন্ম হয়)। এই স্থানটি পরবর্তীতে অ্যাথামানীয় সমভূমি নামে পরিচিত হয়। যখন অ্যাথামাস তার দ্বিতীয় স্ত্রী ইনোর কাছে ফিরে গেলেন, তার তৃতীয় স্ত্রী থেমিস্টো তার সন্তানদেরকে সাদা পোশাক ও ইনোর সন্তানদেরকে কালো পোশাক পরিয়ে ইনোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইলেন। ইনো থেমিস্টোকে না জানিয়েই পোশাক পাল্টে দেন, ফলে থেমিস্টো নিজের সন্তানদেরকেই হত্যা করেন।<ref name=":1">[[Ovid]]. ''[[Metamorphoses]], 4.416''</ref>
 
ক্যালসিওপির গর্ভে ফ্রিক্সাসের চার পুত্র জন্মলাভ করে (কোন কোন সূত্র অনুসারে পাঁচ)। এই চারজন ছিল [[আরগুস (ফ্রিক্সাসের পুত্র)|আরগুস]], [[ফ্রন্টিস]], [[মেলাস (গ্রিক পুরাণ)|মেলাস]] ও [[সাইটিসোরাস]], যারা স্বর্ণমেষের চামড়া আনার অভিযানে [[আর্গোনট|আর্গোনটদের]] সেনাদলে যোগ দিয়েছিল। এই চারজন ছাড়াও কোন কোন সূত্র অনুসারে ফ্রিক্সাস ও ক্যালসিওপির [[প্রেসবন]] নামে আরও একজন পুত্রের কথার উল্লেখ আছে, যার উল্লেখ কখনই পূর্বোক্ত চার ভাই এর সাথে করা হয়নি।<ref>[[Scholia]] on [[Apollonius Rhodius]], ''Argonautica'', 2. 1122</ref> অ্যাথামাসের কোন পুত্রসন্তান অবশিষ্ট না থাকায় তিনি তার ভাই [[সিসিফাস]] এর দুই পৌত্র হেলিয়ার্টাস ও করোনাসকে (সিসিফাসপুত্র থারস্যান্ডারের পুত্র) দত্তক নেন, এবং তাদের হাতে রাজত্ব দিয়ে যান। করোনাস তার প্রাপ্ত অঞ্চলে করোনিয়া নামে একটি নগর প্রতিষ্ঠা করেছিলেন। প্রেসবন কলচিস থেকে বিওটিয়ায় ফিরে এলে তাকে তার পিতামত অ্যাথামাস এর পালকপুত্র [[হেলিয়ার্টাস]] ও [[করোনাস]] এর থেকে তার রাজত্ব লাভ করেন।<ref>[[Pausanias (geographer)|Pausanias]], ''Description of Greece'', 9. 34. 8</ref> প্রেসবনের পর তার পুত্র [[ক্লাইমেনাস]] অরকোমেনাসের রাজা হন।<ref>[[Pausanias (geographer)|Pausanias]], ''Description of Greece'', 9. 37. 1</ref>  
২১ নং লাইন:
<gallery mode="packed-hover">
চিত্র:Atamante preso dalle Furie 0014.jpg|রোমা এর অ্যাকাডেমিয়া ডি সান লুকায় আর্চ্যাঞ্জেলো মিগলিয়ারিনি এর আঁকা "অ্যাটামানটে প্রেসো ড্যালে ফুরিয়ে" (১৮০১)।
চিত্র:Athamas tue le fils d'Ino - Gaetano Gandolfi (1801).jpg|গায়তানো গ্যান্ডলফি এর আঁকা "অ্যাথামাস টু লে ফিলস ডি'ইনো" (১৮০১)
চিত্র:Athamas und Ino ubs G 0732 II.jpg|র‍্যাডিয়েরাং এর আঁকা "অ্যাথামস অ্যান্ড ইনো" (১৭শ শতক)
চিত্র:The Insane Athamas Killing Learchus, While Ino and Melicertor Jump into the Sea LACMA 65.37.123.jpg|লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অফ আর্ট, লস অ্যাঞ্জেলেস-এ সংরক্ষিত উইলহেলম জ্যানসন (হল্যান্ড, আমস্টারডাম) এবং আন্তোনিও টেম্পেস্টা (ইতালি, ফ্লোরেন্স, ১৫৫০-১৬৩০) এর আঁকা "দ্য ইনসেন অ্যাথামাস কিলিং লিয়ারকাস, হোয়াইল ইনো অ্যান্ড মেলিকার্টেস জাম্প ইন্টু দ্য সি"
</gallery>