উইকিপিডিয়া:উইকিপ্রকল্প স্বাস্থ্য/সচেতনতামুলক কর্মসূচি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: <includeonly><div style="color:red;font-size:2em;font-weight:bold;text-align:center;">This page should not be transcluded!</div></includeonly><noinclude>{{DISPLAY...
(কোনও পার্থক্য নেই)

১৫:১৯, ৩ জুলাই ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ


বিশদ

সম্প্রতি ব্রিটিশ মেডিক্যাল জার্নাল, আত্মহত্যা তথা আত্মহত্যা সম্পর্কিত বিভিন্ন মিডিয়া ও অন্যান্য জায়গায় সংবাদ প্রতিবেদন নিয়ে একটি রিভিউ পেশ করে[১] যেখানে একটি অস্বাভাবিক বিষয় ফুটে আসে যে জনপ্রিয় লোকজন, যেমন সিনেতারকা ইত্যাদিদের আত্মহত্যাকে ঘিরে প্রতিবেদন লেখালেখি আত্মহত্যার হারকে ৮-১৮% পর্যন্ত ঘটনার ঠিক পরবর্তী ১-২ মাসে বাড়িয়ে দেয়। জর্নাল থেকে আরো জানা যায় যে আত্মহত্যাটির খুঁটিনাটির উল্লেখ, তা একই পদ্ধতিতে আত্মহত্যার করার ঝুঁকিতে প্রায় ১৮-৪৪% বৃদ্ধি আনে। এর উদাহরণ ভারতেও আছে - সম্প্রতি জনপ্রিয় চলচ্চিত্র সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর থেকে মোট তিনজন তার অনুগামীরা একই পদ্ধতিতেই আত্মঘাতী হয়।[২][৩]ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তি এও জানায় যে প্রযুক্তির যুগে কারুর আত্মহত্যা সম্পর্কে যে কেউ সংবাদ মাধ্যমে পড়তে পারেন ও আত্মহত্যাতির পদ্ধতির ব্যাপারে বিশদ জানতে পারেন এবং পরবর্তিতে সেই পদ্ধতি ইন্টারনেটে বিভিন্ন সাইট থেকে শিখতেও পারেন [৪]। আত্মঘাতী আচরণে মিডিয়ার যে ভূমিকা পালন করে তা বেশ আশঙ্কাপূর্ণ একটি বিষয়।

এটি আমাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে - মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ যেটি নিয়ে সমাজে প্রায়শই একটি পর্যাপ্ত আলোচনার অভাব এবং উদাসীনতা দেখা যায়।

Wikipedia SWASTHA Team

যেহেতু বাংলা উইকিপিডিয়া দুই বাংলার বিপুলসংখ্যক বাঙালির কাছেই এখন সহজলভ্য, সেহেতু উইকিপ্রকল্প স্বাস্থ্য বাংলা ভাষায় মানসিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা, মানসিক অবসাদ ইত্যাদি বিষয়গুলিকে নিয়ে ইংরেজি উইকিপিডিয়া হইতে বাংলাতে তথা অন্যান্য বিভিন্ন যাচাইকৃত সূত্র থেকে তথ্য যোগাড় করে নিবন্ধ সৃষ্টি করার কথা ভেবেছে। এই বিষয়টি সম্পর্কে সকল উইকিপিডিয়ানদের সক্রিয়ভাবে নিবন্ধ তৈরী, সম্প্রসারণ করতে আহ্বান জানাচ্ছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিত্সাবিদ্যাবিষয়ক বিষয়টি নিয়ে একটি এডিটাথন অনুষ্ঠিত করা গেলে বাংলা উইকিপিডিয়ায় নিঃসন্দেহে তথ্য বাড়বে, যা নিশ্চই প্রত্যাশিত।

কিভাবে অবদান রাখা যেতে পারে

মানসিক স্বাস্থ্য/ সম্পর্কিত যেকোনো নিবন্ধেরই যা বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় নেই, সেগুলি ইংরেজি উইকি থেকে অনুবাদ কার যেতে পারে। নিম্নে কয়েকটি নিবন্ধ রয়েছে:

তথ্যসূত্র

  1. Niederkrotenthaler, Thomas; Braun, Marlies; Pirkis, Jane; Till, Benedikt; Stack, Steven; Sinyor, Mark; Tran, Ulrich S.; Voracek, Martin; Cheng, Qijin; Arendt, Florian; Scherr, Sebastian (২০২০-০৩-১৮)। "Association between suicide reporting in the media and suicide: systematic review and meta-analysis"BMJ (ইংরেজি ভাষায়)। 368আইএসএসএন 1756-1833ডিওআই:10.1136/bmj.m575পিএমআইডি 32188637 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য)পিএমসি 7190013অবাধে প্রবেশযোগ্য |pmc= এর মান পরীক্ষা করুন (সাহায্য) 
  2. "12-year-old Sushant Singh Rajput fan ends life in Uttar Pradesh"Zee News (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-২২। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  3. "Saddened by Sushant Singh Rajput's death, fan takes his life; leaves behind a suicide note - Times of India ►"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  4. "Suicide and the media: reporting could cost lives"Bristol University