ডিমলা উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কায়সার আহমাদ-এর করা 4048164 নং সংস্করণে প্রত্যাবর্তন করা হয়েছে। (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
→‎পটভূমি: পরিষ্কারকরণ
৩৬ নং লাইন:
'''ডিমলা উপজেলা''' বাংলাদেশের [[নীলফামারী জেলা]]র অন্তর্গত একটি [[উপজেলা]], যা ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি [[রংপুর বিভাগ|রংপুর বিভাগের]] আওতাধীন নীলফামারী জেলার ৪টি উপজেলার একটি এবং জেলার সীমান্তবর্তী দুটি উপজেলার একটি উপজেলা। ডিমলা উপজেলার উত্তরে ভারতের কুচবিহার জেলা, পূর্বে হাতিবান্ধা উপজেলা, দক্ষিণে জলঢাকা উপজেলা ও পশ্চিমে ডোমার উপজেলা অবস্থিত। এ উপজেলার পূর্ব দিক দিকে তিস্তা নদী এবং পশ্চিম দিক দিয়ে বুড়ি তিস্তা নদী প্রবাহিত হয়েছে।
 
== পটভূমি ==
{{আরও দেখুন|নীলফামারী জেলা}}
 
=== অতীত ইতিহাস ও নামকরণ ===
* ডিমলা মৌজায় তেলস্নাই নামক এটি বিল ছিল।পূর্বে এবিলে দেশী-বিদেশি নানা প্রজাতির বহু অতিথি পাখি আসতো এবং অসংখ্য ডিম দিত। কথিত আছে যে,এসব অতিথি পাখি, হাঁসের ডিম গুলোর দেখতে অাকর্ষণীয় ছিল। দূর-দূরান্ত হতে অনেক সওদাগর আসতো এবং ডিমের বাণিজ্য করতো। এসব অাকর্ষনীয় ডিমের প্রতুলতার কারণে এলাকার নাম চলে এসেছে ডিমলা। ধারণা করা যায়, পাখির ডিম ও তিলস্নাই বিল লোকমুখে >ডিম তিল্লাই> ডিমলাই> ডিমলায়> সর্বশেষ"ডিমলা"নামকরণ হয়েছে।
নামকরণ সম্পর্কে বাস্তবতা হলো-
 
* ডিমলা মৌজায় তেলস্নাই নামক এটি বিল ছিল।পূর্বে এবিলে দেশী-বিদেশি নানা প্রজাতির বহু অতিথি পাখি আসতো এবং অসংখ্য ডিম দিত। কথিত আছে যে,এসব অতিথি পাখি, হাঁসের ডিম গুলোর দেখতে অাকর্ষণীয় ছিল। দূর-দূরান্ত হতে অনেক সওদাগর আসতো এবং ডিমের বাণিজ্য করতো। এসব অাকর্ষনীয় ডিমের প্রতুলতার কারণে এলাকার নাম চলে এসেছে ডিমলা। ধারণা করা যায়, পাখির ডিম ও তিলস্নাই বিল লোকমুখে >ডিম তিল্লাই> ডিমলাই> ডিমলায়> সর্বশেষ"ডিমলা"নামকরণ হয়েছে।
== ইতিহাস ==
উল্লেখ্য, বিলটি সরদারহাট থেকে এক ক্রশ পূর্বদিকে অবস্থিত এলাকাজুড়ে কৃষিজমি লক্ষকরা যায়।অনেকের কাছে তেল্লাই দোলা বা শেষেরপুকুর নামে পরিচিত।
দোলা: স্থানীয়রা নিচু কৃষি অাবাদী জমিকে দোলা বলে থাকে।
 
=== ঐতিহাসিক তেভাগা আন্দোলন ===
ঐতিহাসিক তেভাগা আন্দোলন ডিমলা উপজেলা থেকে সংঘটিত হয়। যার নেতৃত্বে ছিলেন তন্বারায়ন রায়, জামশেদ আলী চাটি প্রমূখ। এক পর্যায়ে আন্দোলনে তন্বারায়ন শহীদ হন। এ উপজেলায় নুরলদীনের সারাজীবন গ্রন্থের নুরলদীনের পদচারনা ছিল এবং তিনি তেভাগা আন্দোলনকে সংগঠিত করেছিলেন। নুরলদীন ডিমলা উপজেলায় তেভাগা আন্দোলনের অনুপ্রেরণা ছিল।