রাধা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অমর পথিক (আলোচনা | অবদান)
বানান সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
অমর পথিক-এর সম্পাদিত সংস্করণ হতে Wiki Ruhan-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
২৪ নং লাইন:
'''শ্রীমতী রাধা''' ([[দেবনাগরী লিপিতে]]: ''श्री राधा'') হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। তাঁর রাসমণ্ডলের গোপিনীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নিম্বার্ক, বল্লভ এবং গৌড়ীয় আদি বৈষ্ণব সম্প্রদায়ে রাধাকেই মূলপ্রকৃতি আদিশক্তির স্বরূপ বলে অভিহিত করা হয়েছে। সংস্কৃত শব্দ রাধার ([[সংস্কৃত]]:राधा) অন্যতম অর্থ হল “ভাগ্যবান, সফল”। <ref>Leza Lowitz, Reema Datta (2009) "Sacred Sanskrit Words", p.156</ref> রাধাষ্টমী তিথিতে শ্রীমতি রাধারানীর জন্ম-উৎসব পালন করা হয়।
 
''রাধিকা'' বা ''রাধারাণী'' হলেন [[হিন্দু]] উত্তর ভারতীয় [[বৈষ্ণবধর্ম|বৈষ্ণব সম্প্রদায়]] একজন বিশিষ্ট দেবী। বৈষ্ণব ভক্তেরা তাঁকে বলেন '''শ্রীমতী'''। হিন্দুধর্মের বহু গ্রন্থে বিশেষত [[শাক্তধর্ম|শাক্ত সম্প্রদায়]], রাধাকে বৈকুণ্ঠের [[লক্ষ্মী]]দেবীর বিস্তার বলা হয়েছে। [[উত্তর ভারতীয় বৈষ্ণব]] তত্ত্ববিদ্যা অনুসারে, রাধা হলেন পরম সত্ত্বা শ্রীকৃষ্ণের শাশ্বত সঙ্গী বা তাঁর দিব্যলীলার শক্তি ('নাদশক্তি')। রাধা ও কৃষ্ণের যুগলমূর্তিকে ''[[রাধাকৃষ্ণ]]'' রূপে আরাধনা করা হয়। যদিও ভগবানের এই রূপের অনেক প্রাচীর উল্লেখ রয়েছে, কিন্তু দ্বাদশ শতাব্দীতে যখন [[জয়দেব]] গোস্বামী সুবিখ্যাত কাব্য [[গীতগোবিন্দ]] রচনা করেন, তখন থেকেই দিব্য [[কৃষ্ণ]] ও তাঁর ভক্ত রাধার মধ্যেকার আধ্যাত্মিক প্রেমের সম্বন্ধিত বিষয়টি সমগ্র [[ভারত]]বর্ষে উদযাপিত হতে শুরু করে।
 
[[ব্রহ্মবৈবর্ত পুরাণ]] অনুযায়ী, তিনি হলেন গোকুলনিবাসী বৃষভানু ও কলাবতীর কন্যা। [[ব্রহ্মবৈবর্ত পুরাণ]] ও [[দেবীভাগবত|দেবীভাগবতের]] মতে, রাধার সৃষ্টি ভগবান কৃষ্ণের শরীরের বামভাগ থেকে হয় এবং সেই রাধাই দ্বাপর যুগে বৃষভানুর পুত্রী রুপে আবির্ভূত হয়েছিলেন। রাধা [[কৃষ্ণ|শ্রীকৃষ্ণের]] সহস্রাধিক গোপিকা দের মধ্যে শ্রীমতী রাধা গোপী শিরোমণি নয়।শিরোমণি। শ্রীকৃষ্ণের মথুরা গমনের পর শ্রীরাধা বৃন্দাবনের আয়ান ঘোষ-এর সঙ্গে বিবাহ হয়েছিল।
 
[[শ্রীকৃষ্ণ]] এবং রাধার প্রেম বিষয়ক বহু গাঁথা কবিতা [[বৈষ্ণব সাহিত্য|বৈষ্ণব পদাবলি সাহিত্যের]] অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে যা বাংলা সাহিত্যের এক অমূল্য ঐশ্বর্য। [[শ্রীকৃষ্ণকীর্তন|শ্রীকৃষ্ণকীর্তনেও]] রাধাকৃষ্ণের প্রেমলীলা সুবিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। বাংলার ভক্তি আন্দোলনেও এর সুদুরপ্রসারী প্রভাব পড়েছিল।
'https://bn.wikipedia.org/wiki/রাধা' থেকে আনীত