উমেশ কুলকার্নি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
অনুবাদ, পরিষ্কারকরণ
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = উমেশ কুলকার্নি
| image =
| caption =
 
| fullname = উমেশ নারায়ণ কুলকার্নি
১৩ নং লাইন:
| heightinch = 6.5
| heightm =
| family =
 
| batting = বামহাতি
৬৮ নং লাইন:
'''উমেশ নারায়ণ কুলকার্নি''' ({{অডিও|Umesh_Kulkarni.ogg|উচ্চারণ}}; {{lang-mr|उमेश कुलकर्णी}}; জন্ম: ৭ মার্চ, ১৯৪২) তৎকালীন [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতের]] মহারাষ্ট্রের আলীবাগ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে [[Mumbai cricket team|মুম্বই দলের]] প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন পাঁচ ফুট সাড়ে ছয় ইঞ্চি উচ্চতার অধিকারী '''উমেশ কুলকার্নি'''।<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|last1শেষাংশ১=Mukherjee|first1প্রথমাংশ১=Abhishek|titleশিরোনাম=Umesh Kulkarni: Unexpected selection before disappearance for good|urlইউআরএল=http://www.cricketcountry.com/articles/umesh-kulkarni-unexpected-selection-before-disappearance-for-good-275622|websiteওয়েবসাইট=Cricket Country|accessdateসংগ্রহের-তারিখ=7 March 2018}}</ref>
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৯৬৩-৬৪ মৌসুম থেকে ১৯৬৯-৭০ মৌসুম পর্যন্ত উমেশ কুলকার্নি’র [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
 
বামহাতি ফাস্ট বোলার উমেশ কুলকার্নি ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। অধিকাংশ খেলাই ১৯৬৩-৬৪ মৌসুম থেকে ১৯৬৯-৭০ মৌসুমে মুম্বই দলের পক্ষে খেলেন।
 
১৯৬৪-৬৫ মৌসুমে দলের সাথে সিলন গমন করেন। এ সফরে ব্যক্তিগত সেরা ৪/৪৩ বোলিং পরিসংখ্যান দাঁড় করান।<ref>[https://cricketarchive.com/Archive/Scorecards/27/27227.html India v Ceylon 1964-65]</ref> ১৯৬৬-৬৭ মৌসুমে চার খেলায় মাত্র চারটি উইকেট লাভ করা স্বত্ত্বেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গমনার্থে ভারত দলের সদস্যরূপে তাকে অন্তর্ভূক্ত করা হয়।<ref>[https://cricketarchive.com/Archive/Players/1/1306/f_Bowling_by_Season.html Umesh Kulkarni bowling by season]</ref>
৮০ নং লাইন:
সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন উমেশ কুলকার্নি। ২৩ ডিসেম্বর, ১৯৬৭ তারিখে অ্যাডিলেডে স্বাগতিক [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২২ ফেব্রুয়ারি, ১৯৬৮ তারিখে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
অনেকাংশে বিস্ময়করভাবেই ১৯৬৭-৬৮ মৌসুমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গমনের জন্যে ভারত দলে মনোনীত হয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ও [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ডের]] বিপক্ষে একটি টেস্ট খেলার সুযোগ পান। তবে, কিছুটা পিচ থেকে সহায়তা পেলেও কার্যতঃকার্যত অকার্যকর ছিলেন। চটপটে বামহাতি মিডিয়াম-পেসার ছিলেন তিনি।
 
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে নতুন বল হাতে নিয়ে [[বিল লরি|বিল লরিকে]] [[শূন্য রান|শূন্য রানে]] বিদেয় করেছিলেন। এটিই তার একমাত্র সাফল্য ছিল। ব্রিসবেনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ১ রানে অপরাজিত ছিলেন। এ পর্যায়ে প্রায় অর্ধ-ঘন্টা ক্রিজে অবস্থান করে [[এম. এল. জয়সীমা|এম. এল. জয়সীমাকে]] সঙ্গ দেন। ৮০ রানে থাকা অবস্থায় মাঠে নামেন ও তাকে সেঞ্চুরি পূরণে সহায়তার হাত প্রসারিত করেন।
 
আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রত্যাখ্যাত হলেও কয়েক বছর বোম্বে দলের প্রতিনিধিত্ব করেন। হঠাৎ আলোর ঝলকানির ন্যায় দ্রুত পর্দার অন্তরালে চলে যান। সংক্ষিপ্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে ৩৯.৯৫ গড়ে ৪০ উইকেট পেয়েছিলেন তিনি।