উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/নকীব বট/কাজ ২: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
→‎নকীব বট: মন্তব্য যোগ
৪২ নং লাইন:
 
* {{মন্তব্য}} এটি খুবই ভালো হয় কেননা, মুক্ত নয় এমন অনেক চিত্র বাংলা উইকিতে আছে যেগুলো আকারে অনেক বড়। যেগুলোর সঠিক আকার ফিরিয়ে আনা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। আর দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে। ইংরেজি উইকিতে নিয়মিত বট পরিচালনা করা হয়। বাংলা উইকির ছবি কাঙ্খিত রেজোলিউশনে আনার ব্যাপারে আমি এক উইকিপিডিয়ানের সাথে আলাপ করেছিলাম, তিনি বলেছিলেন ইংরেজি উইকির যারা বট পরিচালনা করে এই কাজ করে তাদের ই-মেইল করে অনুরোধ করা যেতে পারে। কিন্তু সেই প্রচেষ্টা আর আলোর মুখ দেখেনি। এখন, এই বট অনুমোদিত হলে আর আমাদের অন্যের মুখাপেক্ষী হতে হবে না। নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারব। <span style="white-space:nowrap;">&mdash;<span style="background:#bf00ff;color:white;">&nbsp;কুউ&nbsp;</span><span style="background:#ff00bf;color:white;">&nbsp;পুলক&nbsp;</span>[[ব্যবহারকারী_আলাপ:Kupulak|✉]]</span> ১৩:১৫, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
 
:: প্রিয় [[ব্যবহারকারী:Nokib Sarkar|নকীব]], কার্যকরী কতোগুলো কাজ সম্পাদনে আপনার প্রয়াসকে স্বাগত জানাচ্ছি। প্রস্তাবিত কাজের প্রেক্ষিতে আমার কিছু জিজ্ঞাসা রয়েছে। '''কাজ ১'''-এ সাধারণত {{tl|db-r2}} যোগে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু ক্ষেত্রে এধরনের পুনর্নির্দেশনা থাকার প্রয়োজন থাকতে পারে। সেক্ষেত্রে বট যে সেই পাতায় বার বার দ্রুত অপসারণের জন্য মনোনয়ন দেবে না তার নিশ্চয়তা থাকা চাই। তাই এ ধরনের সমস্যা এড়াতে Template:Db-r2/বর্জন জাতীয় কোনো পাতা তৈরি করে বট যেনো প্রথমে ঐ পাতাটি একবার টহল দিয়ে দেখে সে ব্যবস্থা থাকা উচিত। তাতে বট ঐ পাতায় থাকা পাতাগুলোতে {{tl|db-r2}} যোগ করা থেকে বিরত থাকবে। '''কাজ ২'''-এর ক্ষেত্রে নির্দিষ্ট সময় কতোটুকু সেটা নিয়ে আগে এ সংক্রান্ত পাতায় আলোচনা করা উচিত। নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সময় দূরত্বে একাধিক বার্তা প্রদানের পর তা ব্যাকলগে যুক্ত করতে হবে। এই কাজটি আপাতত তাই অপেক্ষমান থাকুক। প্রথমে এ সংক্রান্ত আলোচনা নির্দিষ্ট পাতায় শেষ করে ঐকমত্য নিয়ে তখন না হয় আবার আবেদন করা যাবে। '''কাজ ৩'''-এর ক্ষেত্রে একেক ব্যবহারকারী বা প্রকল্প পাতার আলাপ পাতায় বিভিন্ন ধরনের ফরম্যাট ব্যবহৃত হতে পারে, আবার সংগ্রহশালায় কতো দিনে পুরোনো আলোচনা থাকবে সেটিও পাতা বিশেষে ভিন্ন হতে পারে। এসকল ক্ষেত্রে এই বটটি কাস্টমাইজ করার অপশন থাকতে হবে, এবং সেই অপশন পাতা ভিত্তি সম্পাদনা করার সুযোগ থাকবে। ফরম্যাটের ব্যাপারে আমি সাহায্য করতে পারবো। '''কাজ ৪'''-এর কাজটি নিয়ে আলোচনাসভায় আলোচনা করা প্রয়োজন। সেখানে ঠিক হলে, বটের মাধ্যমে কাজটি করায় কোনো সমস্যা দেখি না। '''কাজ ৫'''-এ ব্যবহারকারীকে বার্তা দেওয়া পর্যন্ত ঠিক আছে। তবে প্রশাসকদের কাজ সহজ করতে বিষয়টি যদি একটু অন্যভাবে করা হয় তবে ঠিক হবে। যেমন, আমার পরামর্শ হচ্ছে। এ ধরনের ব্যবহারকারীর তালিকা মাস অনুযায়ী লগ করা। এই লগে যেমন বটের দ্বারা তালিকাভুক্ত নাম থাকতে পারে, তেমনি বট এড়িয়ে গেছে এমন ব্যবহারকারীও যুক্ত করা যাবে। বট আলাদা করে প্রশাসকদের আলোচনাসভায় বার্তা না দিয়ে ঐ তালিকাটি সময় অনুযায়ী হালনাগাদ করবে। টেবিলের ব্যাপারে আমি সাহায্য করতে পারবো। ধন্যবাদ। &mdash; [[User:Wikitanvir|তানভির]] &bull; ১৩:১৫, ৩০ জুন ২০২০ (ইউটিসি)