২৬ জুন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Babuy2k (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৫ নং লাইন:
* [[১২৮৪]] - কিংবদন্তির [[হ্যামিলন]] এর বংশিবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে জান।
* [[১৪৮৩]] - রাজা [[রিচার্ড ৩য়|৩য় রিচার্ড]] [[যুক্তরাজ্য|ইংল্যান্ড]] এর রাজা হন।
* ১৫৩৯ - চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন।
* ১৮১৯ - [[বাই সাইকেল]] এর [[পেটেন্ট]] করা হয়।
* ১৮৩০ - রাজা চতুর্থ উইলিয়ামের ব্রিটিশ সিংহাসনে আরোহণ।
* ১৮৪২ - ইংরেজ সৈন্য চীনের সাংহাই বন্দর অধিকার করে।
* ১৮৪৭ - লাইবেরিয়া স্বাধীনতা ঘোষণা করে।
* ১৮৪৮ - আমেরিকায় খাদ্য আইন চালু হয়।
* ১৮৯৪ - কার্ল বেঞ্জ গ্যাসোলিনচালিত গাড়ির প্যাটেন্ট পান।
* ১৮৯৬ - আমেরিকায় প্রথম সিনেমা হল চালু হয়।
* ১৯২৪ - [[মার্কিন যুক্তরাষ্ট্র|আমেরিকান]] সৈন্যরা [[ডোমিনিয়ন রিপাব্লিক]] ত্যাগ করে।
* ১৯৩৪ - প্রথম বারের মত ব্যবহারিক [[হেলিকপ্টার]][[ফক উল্‌ফ এফ ডাব্লিউ ৬১]] আকাশে উড়ে।
* ১৯৪০ - [[২য় বিশ্বযুদ্ধ]]।
* ১৯৪১ - ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।
* ১৯৪৫ - [[জাতিসঙ্ঘ]] সনদ স্বাক্ষর হয়।
* ১৯৪৫ - সানফ্রান্সিসকোতে [[জাতিসঙ্ঘ]] প্রতিষ্ঠায় বিশ্ব নিরাপত্তা সনদে ৫০টি দেশের প্রতিনিধিদের স্বাক্ষর।
* ১৯৪৫ - ব্রিটেনের লেবার পার্টি জয়লাভ করার পর উইনস্টন চার্চিল ক্ষমতা থেকে সরে দাঁড়ান।
* ১৯৪৮ - পশ্চিমা জোট [[বার্লিন]] এ এয়ার লিফট দেয়া শুরু করে যখন [[সোভিয়েত ইউনিয়ন]] [[পশ্চিম বার্লিন]] অবরুদ্ধ করে দেয়।
* ১৯৫২ - মিসরের রাজা ফারুক তার ছেলে ফুয়াদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
* ১৯৫৭ - গুয়েতেমালার একনায়ক কার্লোস ক্যাস্টিলো আরমাস নিহত হন।
* ১৯৫৯ - [[উত্তর আমেরিকা|উত্তর আমেরিকার]] মহাসাগর গামী জাহাজ এর জন্য [[সেইন্ট লরেন্স সি-ওয়ে]] খুলে দেয়া হয়।
* ১৯৬০ - [[সোমালিল্যান্ড]] [[ইংরেজ|ইংরেজদের]] কাছ থেকে স্বাধীনতা পায়।
* ১৯৬০ - গণপ্রজাতন্ত্রী মালাগাছি নামে মাদাগাস্কারের স্বাধীনতা লাভ।
* ১৯৭৪ - প্রথম বারের মত [[বারকোড]] ব্যবহার করে কোন খুচরা পণ্য বিক্রয় হয়। পণ্যটি ছিল চিবানোর গাম।
* ১৯৭৬ - [[সি এন টাওয়ার]] যেটি তৎকালীন পৃথিবীর উঁচুতম ভবন, খুলে দেয়া হয়।
১৮ ⟶ ৩০ নং লাইন:
* ১৯৭৮ - [[উইনিপেগ]] এর উদ্দেশ্যে যাত্রা করা [[এয়ার কানাডা]] [[ফ্লাইট ১৮৯]] বিধ্বস্ত হয়।
* ১৯৭৯ - কিংবদন্তির মুষ্ঠীযোদ্ধা [[মোহাম্মাদ আলী]] অবসর গ্রহণ করেন।
* ১৯৯১ - রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ৪০০ পৃষ্ঠার পান্ডুলিপি লন্ডনে নিলামে উঠলে ভারত সরকার ২৬,৬০০ পাউন্ড দামে তা কিনে নেয়।
* ১৯৯২ - বাংলাদেশের কাছে ভারতের ৩ বিঘা করিডর হস্তান্তর।
* ২০০০ - এই দিন বাংলাদেশ [[আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা|আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার]] স্থায়ী সদস্যপদ লাভ করে।
 
== জন্ম ==
* ১৫৭৫ - ডেনমার্ক ও নরওয়ের রানি অ্যান ক্যাথরিন।
* [[১৮৩৮]] - সাহিত্যসম্রাট [[বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়]], উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। (মৃ.০৮/০৪/[[১৮৯৪]])
* ১৮৫৬ - প্রখ্যাত আইরিশ লেখক জর্জ বার্নার্ড শ’।
* [[১৮৭৩]] - [[গওহর জান]], ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী। (মৃ.১৭/০১/[[১৯৩০]])
* ১৮৮৫ - সুইস মনোবিদ ও চিকিৎসক কার্ল গুস্তাফ ইয়ুং।
* [[১৮৮৭]] - [[যতীন্দ্রনাথ সেনগুপ্ত]], [[বাংলা ভাষা]]র অন্যতম কবি। (মৃ.১৭/০৯/[[১৯৫৪]])
* [[১৮৯২]] - [[পার্ল এস. বাক]], মার্কিন লেখিকা ও ঔপন্যাসিক।(মৃ.০৬/০৩/[[১৯৭৩]]
৪৪ ⟶ ৬১ নং লাইন:
* [[১২৭৪]] - [[নাসির আল দীন তুসী]], পারস্য বিজ্ঞানী ও লেখক। (জ. [[১২০১]])
* [[১৫৪১]] - [[ফ্রান্সিসকো পিসার্‌রো]], একজন স্পেনীয় দখলদার। (জ. [[১৪১৭]])
* ১৮৩০ - ইংল্যান্ডের রাজা চতুর্থ জর্জ।
* [[১৮৩৬]] - [[ক্লদ জোসেফ রুজে দ্য লিল]], [[ফরাসি]] জাতীয় সংগীতের লেখক।
* [[১৯৩৯]] - [[ফোর্ড ম্যাডক্স ফোর্ড]], ইংরেজ ঔপন্যাসিক, কবি, সমালোচক ও সম্পাদক। (জ. [[১৮৭৩]])
* [[১৯৪৩]] - [[কার্ল লান্ডষ্টাইনার]], ১৯৩০ সালে নোবেলজয়ী অষ্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক। (জ.১৪/০৬/[[১৮৬৮]])
* [[১৯৯৪]] - [[জাহানারা ইমাম]], [[বাংলাদেশ|বাংলাদেশী]] লেখিকা।
* ২০০৪ - ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের চরমপত্রখ্যাত এম আর আখতার মুকুল।
* [[২০১৫]] - [[ইয়েভগেনি প্রিমাকভ]], রুশ রাজনীতিবিদ ও কূটনীতিক। (জ. [[১৯২৯]])
 
== ছুটি ও অন্যান্য ==
* আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস।
* বিশ্ব মাদকমুক্ত দিবস ৷
* আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।
 
== বহিঃসংযোগ==