লিভারপুল ফুটবল ক্লাব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সংশোধন
৪৬ নং লাইন:
| socks3 = 000000
}}
'''লিভারপুল ফুটবল ক্লাব''' ('''লিভারপুল''' নামেই বেশি পরিচিত) লিভারপুল, ইংল্যান্ড এ অবস্থিত একটি ফুটবল দল। এরা [[এফ.এ. প্রিমিয়ার লীগ]] খেলে থাকে। ইংরেজ ফুটবল ইতিহাসের সফলতমঅন্যতম সফল দল হিসেবে লিভারপুল ১৯ টি১৯টি প্রথম বিভাগ ফুটবল লীগ, ৭ টি৭টি [[এফ.এ. কাপ]], ৮ টি৮টি লীগ কাপ, ৬ টি৬টি [[উয়েফা চ্যাম্পিয়নস লীগ]] ও ৩ টি৩টি উয়েফা কাপ জিতেছে।
 
১৫ মার্চ ১৮৯২ সালে [[জন হোল্ডিং]], [[এনফিল্ড]] এর মালিক, ক্লাবটি প্রতিষ্ঠা করেন। ভাড়া নিয়ে বিতর্ক উঠার পর [[এভারটন]] এনফিল্ড ছেড়ে যাওয়ায় হোল্ডিং নিজেই একটি ক্লাব প্রতিষ্ঠা করেন। এর আসল নাম ছিল এভারটন এফ.সি. এন্ড এথলেটিক গ্রাউন্ডস, লিমিটেড, সংক্ষেপে এভারটন এথলেটিক। কিন্তু ফুটবল এসোসিয়েশন দলকে এভারটন হিসেবে গ্রহণ করতে অসম্মতি জানালে নাম পরিবর্তন করে লিভারপুল এফ.সি. রাখা হয়। দু'বছর পর লিভারপুল ফুটবল লীগে অংশ নেয়।
৫৫ নং লাইন:
 
== ক্লাব রেকর্ড ও পরিসংখ্যান ==
[[ইয়ান ক্যালাহান]] লিভারপুলের হয়ে সর্বোচ্চ ৮৪৮ টি৮৪৮টি ম্যাচ খেলেছেন ১৯৫৮-৭৮ পর্যন্ত ১৯টি মৌসুমে। ৬৪০ টি৬৪০টি লীগ খেলার রেকর্ডও তার দখলে। বর্তমান একাদশে ৪১৯ ম্যাচ খেলার রেকর্ড আছে [[জেমি ক্যারেঘার]] এর (১৯ আগস্ট, ২০০৬ পর্যন্ত)। ক্যারেঘারের ২৯০ টি২৯০টি প্রিমিয়ার লীগ খেলাও একটি ক্লাব রেকর্ড।
 
লিভারপুলের হলে সব সময়ের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন [[ইয়ান রাশ]], যিনি ৩৪৬ টি৩৪৬টি গোল করেছেন ১৯৮০-১৯৮৭ ও ১৯৮৮-১৯৯৬ মৌসুমগুলোতে। ১৯৮৩-৮৪ তে এক মৌসুমে সর্বোচ্চ ৪৭ গোল দেয়ার রেকর্ডও তার। যদিও রাশ সর্বোচ্চ লীগ গোল দেয়ার রেকর্ড গড়তে পারেননি। এ রেকর্ড গড়েছেন [[রজার হান্ট]] ১৯৭০ সাল পর্যন্ত ২৪৫ গোল দিয়ে। ১৯৬১-৬২ মৌসুমে ৪১ গোল দিয়ে হান্ট এক মৌসুমে সর্বোচ্চ লীগ গোল দেন। [[গর্ডন হজ্‌সন]] ক্লাবের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ১৭ টি১৭টি হ্যাট্রিক করে সর্বোচ্চ হ্যাট্রিকের রেকর্ডধারী। এক খেলায় সর্বোচ্চ ৫ গোল করেছেন [[এন্ডি ম্যাকগিগান]], [[জন ইভানস]], ইয়ান রাশ ও [[রবি ফাউলার]]। রবি ফাউলার ক্লাব ও প্রিমিয়ার লীগের রেকর্ড করেছেন দ্রুততম ৪ মিনিট, ৩২ সেকেন্ডে হ্যাট্রিক করে ([[আর্সেনাল]] এর বিপক্ষে)।
 
লিভারপুলের সবচেয়ে বড় জয় ১১-০ ব্যবধানে ১৯৭৪ সালে। গোলকীপার ছাড়া দশজনের মধ্যে নয়জনই এতে গোল করেন - একটি লিভারপুল রেকর্ড। ১৯৮৯ সালে ক্রিস্টাল প্যালেসের সাথে লিভারপুল সবচেয়ে বড় ব্যবধানে লীগ খেলা জিতে ৯-০ তে।