লীলা নায়ডু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
বানান সংশোধন
২০ নং লাইন:
| website =
}}
'''লীলা নায়ডু''' ({{Lang-te|లీలా నాయుడు}}; ১৯৪০ - ২৮শে জুলাই ২০০৯) একজন [[ভারত|ভারতীয়]] [[অভিনেত্রী]] ছিলেন, যিনি [[হিন্দি চলচ্চিত্র|হিন্দি]] এবং [[ইংরেজি|ইংরেজি চলচ্চিত্রে]] অভিনয় করেছিলেন। তিনি সত্যিকারের জীবনের নানাবতী মামলার উপর ভিত্তি করে নির্মিত ''[[ইয়ে রাস্তে হ্যায় পেয়ার কে]]'' (১৯৬৩) সহ বেশ কয়েকটি [[হিন্দি ভাষা|হিন্দি]] এবং [[ইংরেজি ভাষা|ইংরেজি]] চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং [[মার্চেন্ট আইভরি প্রোডাকশন|মার্চেন্ট আইভরি প্রোডাকশনের]] চলচ্চিত্র [[দ্য হাউসহোল্ডার (চলচ্চিত্র)|''দ্য হাউসহোল্ডার ''হাউজহোল্ডার]] ছিল তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র। তিনি ১৯৫৪ সালের [[ফেমিনা মিস ইন্ডিয়া]]-র বিজয়ী ছিলেন এবং [[গায়ত্রী দেবী|মহারানী গায়ত্রী দেবী]]র সাথে [[ভোগ (ম্যাগাজিন)|ভোগ ম্যাগাজিন]] দ্বারা প্রকাশিত "বিশ্বের সেরা দশ সুন্দরী" তালিকার একজন ছিলেন; এই তালিকায় তিনি ১৯৫০-এর দশক থেকে ১৯৬০-এর দশক পর্যন্ত টানা স্থান পেয়েছিলেন। তাঁর অত্যাশ্চর্য সৌন্দর্য এবং সূক্ষ্ম অভিনয় দক্ষতার জন্য তাকে স্মরণ করা হয়।
 
== প্রারম্ভিক জীবন ==