২০২০ দিল্লি দাঙ্গা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ponirul Panda (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Ponirul Panda (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৭০ নং লাইন:
 
ইনটেলিজেন্স ব্যুরোর অফিসার অঙ্কিত শর্মার মৃত্যুতে [[আম আদমি পার্টি]]র স্থানীয় নেতা তাহির হুসেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=ঝামেলা দেখতে গিয়েই ফেরা হল না অঙ্কিতের |ইউআরএল=http://www.epaper.eisamay.com/Details.aspx?id=55639&boxid=36329 |সংগ্রহের-তারিখ=27 February 2020 |প্রকাশক=এই সময়}}</ref><ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=দিল্লির সংঘর্ষে গোয়েন্দা অফিসারের মৃত্যু, চাঁদ বাগে নর্দমায় মিলল দেহ |ইউআরএল=https://www.anandabazar.com/national/delhi-violence-over-caa-another-cop-reportedly-succumbs-to-injuries-dgtl-1.1114796 |সংগ্রহের-তারিখ=27 February 2020 |প্রকাশক=আনন্দবাজার পত্রিকা |তারিখ=26 February 2020}}</ref>দিল্লী সহিংসতায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযোগ উঠে।
শিববিহারে দাঙ্গায় ষড়যন্ত্র করেছিল ফয়জুল ফারুক।উত্তর-পূর্বাঞ্চলের সহিংসতায় ক্ষতিগ্রস্থ কারাওয়াল নগরে দাঙ্গাবাজরা নির্মমতার সব সীমা অতিক্রম করেছে। এমনকি টিউশনির পড়াশোনা করে ঘরে ফেরা মেয়েদেরও রেহাই দেয়নি তিনি। দাঙ্গাবাজরা এই মেয়েদের পোশাক ছিঁড়ে ফেলেছিল এবং শ্লীলতাহানিও করেছিল। এক আক্রান্ত মেয়ের মা জানিয়েছেন যে, যে আশপাশের এলাকা থেকে প্রায় ৮ থেকে ৯ জন মেয়ে টিউশনির পড়াশোনা শেষে বাড়ি আসছিল। কোচিং সেন্টারটি বাড়ি থেকে প্রায় ৫০০ থেকে ৬০০ মিটার দূরে। কয়েক শত দাঙ্গাবাজ পথে থামল। ভুক্তভোগীর মা জানিয়েছেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত নিরীহ মেয়েদের ছিঁড়ে ফেলে শারীরিকভাবে শ্লীলতাহানি করা হয়েছিল। মেয়েরা দাঙ্গাবাজদের কাছে মিনতি করেছিল কিন্তু একজনও কথা শোনেনি। অন্য ভুক্তভোগীর মা জানিয়েছেন যে দুর্ঘটনার পর থেকে মেয়েটি হতবাক। তার শরীরে নখের চিহ্ন রয়েছে।
শিববিহারে দাঙ্গায় ষড়যন্ত্র করেছিল ফয়জুল ফারুক।
 
বাচ্চা মেয়েটিও বাড়ি থেকে বের হতে চাইছে না। তাকে বাইরে যেতে বললে, সে বলছে দাঙ্গাবাজরা আবার আসবে। ভুক্তভোগীর মা বলেছিলেন যে কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের সাথে তার কখনও শত্রুতা ছিল না। তা সত্ত্বেও তিনি মেয়েদের সাথে এমন জঘন্য কাজটি করেছেন। ভুক্তভোগীর মা জানিয়েছেন যে দাঙ্গাবাজরা তাদের হাত থেকে তাদের বই ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে। দু’একটি মেয়ে প্রতিবাদ করলে দাঙ্গাবাজরা তাদের চড় মারে এবং নির্যাতন করে। অন্য ভুক্তভোগীর মা বলেছেন যে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে পৌঁছে দুর্ঘটনার কথা জানিয়েছিল। দাঙ্গাবাজদের সন্ত্রাসের কারণে কোনও পরিবার ঘটনাস্থল পরিদর্শন করেননি। দৈনিক ভাস্কর আক্রান্ত পরিবারগুলিকে পুলিশে অভিযোগ করতে বললে তারা জানায় যে তারা এখনও হতবাক। কিছুক্ষণ পর অভিযোগ করতে যাবেন।
 
দুষ্কৃতকারীদের হিংসার সময় বেশ কয়েকটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রায় দুই হাজার শিক্ষার্থী ব্রিজপুরীর ভিক্টোরিয়া স্কুলে পড়াশোনা করেন। স্কুল বাস পুড়ে যায়
 
=== ২৬ ফেব্রুয়ারি ===