সত্যবতী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ponirul Panda (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Ponirul Panda (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৫ নং লাইন:
== পুত্র ও পৌত্রের জন্ম ==
[[File:COLLECTIE TROPENMUSEUM Wajangpop voorstellende Satyawati TMnr 3582-40.jpg|thumb|জাভানিজ ওয়াং কুলিত ছায়া পুতুল নাচে সত্যবতী]]
বিবাহের পর [[শান্তনু]] ও সত্যবতীর দাম্পত্য জীবন সুখে কাটতে থাকে। রাজা [[শান্তনু]] বৃদ্ধ বয়সে পৌছে গেছেন ততদিনে। তারা দৈহিক মিলনে আবদ্ধ হলেতাদের চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য নামে দুই পুত্রের জন্ম হয়। [[হরিবংশ|হরিবংশে]] শান্তনুর মৃত্যুর পরবর্তী ঘটনাবলী বর্ণিত হয়েছে। শান্তনুর মৃত্যুর পর উগ্রায়ুধ পৌরব (পাঞ্চালের সিংহাসন দখল কারী) ধনের বদলে সত্যবতীকে দাবী করেছিলেন। ভীষ্ম উগ্রায়ুধকে বধ করেন। অপরের স্ত্রীকে কামভাবে প্রার্থনা করায় তার শক্তি লোপ পেয়েছিল। তবে [[মহাভারত|মহাভারতে]] এসব উল্লেখ নেই সেখানে শান্তনুর মৃত্যুর পর ভীষ্ম চিত্রাঙ্গদকে রাজ্যে অভিষিক্ত করেন। পরবর্তীতে [[চিত্রাঙ্গদ]] তার নামেরই এক [[গন্ধর্ব|গন্ধর্বের]] হাতে যুদ্ধে নিহত হন।<ref name = "ganguliCI">{{বই উদ্ধৃতি|শেষাংশ=Ganguli|প্রথমাংশ=Kisari Mohan |শিরোনাম=The Mahabharata: Book 1: Adi Parva|ইউআরএল=http://www.sacred-texts.com/hin/m01/m01102.htm|তারিখ=1883–1896|প্রকাশক=Sacred texts archive|অধ্যায়=SECTION CI}}</ref>
[[File:Vyasa with his mother.jpg|thumb|left|সত্যবতী ও বেদব্যাস]]
চিত্রাঙ্গদের মৃত্যুর পর ভীষ্ম [[বিচিত্রবীর্য|বিচিত্রবীর্যকে]] রাজ্যে অভিষিক্ত করলেন এবং সে বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তার পক্ষে রাজ্য পরিচালনা করলেন। বিচিত্রবীর্যের সাথে কাশীরাজের কন্যা [[অম্বিকা]] ও [[অম্বালিকা|অম্বালিকার]] বিবাহ হয় যাঁরা ভীষ্ম কর্তৃক স্বয়ম্বর থেকে বিজিত হয়েছিলেন। বিবাহের মাত্র সাত বছর পর বিচিত্রবীর্য সন্তানহীন অবস্থায় [[যক্ষ্মা|যক্ষ্মায়]] আক্রান্ত হয়ে মারা যান।<refযান।অম্বিকা nameধৃতরাষ্ট্রকে = "bhishma"/><refঅম্বালিকা nameপাণ্ডুকে = "ganguliCII">{{বই উদ্ধৃতি|শেষাংশ=Ganguli|প্রথমাংশ=Kisari Mohan |শিরোনাম=The Mahabharata: Book 1: Adi Parva|ইউআরএল=http://www.sacred-texts.com/hin/m01/m01103.htm|তারিখ=1883–1896|প্রকাশক=Sacred texts archive|অধ্যায়=SECTIONপ্রসব CII}}</ref>করে।
সিংহাসনের কোন উত্তরাধিকারী না থাকায় সত্যবতী ভীষ্মকে তার ভ্রাতৃবধূদের গর্ভে সন্তান উৎপাদন করতে বলেন এবং নিজেকে রাজ্যে অভিষিক্ত হতে বলেন। কিন্তু ভীষ্ম তার প্রতিজ্ঞার কথা সত্যবতীকে স্মরণ করান এবং এই দাবী প্রত্যাখ্যান করেন। তিনি সত্যবতীকে কোন সৎ ও গুণবান ব্রাহ্মণকে সন্তান উৎপাদনে অর্থ দিয়ে নিয়োগ করতে বলেন। সত্যবতী তার পূর্ব ইতিহাস ব্যক্ত করে বলেন কন্যা অবস্থায় তার [[বেদব্যাস|দ্বৈপায়ন]] নামে এক পুত্র হয়েছিল। তিনি ও ভীষ্ম অনুরোধ করলে ব্যাস অবশ্যয়ই আসবেন। সত্যবতীর অনুরোধে ব্যাস বলেন দুই রাণী এক বছর ব্রত পালন করে শুদ্ধ হয়ে তার কাছে আসুক। এতে সত্যবতী ব্যাসকে সদ্য পুত্রদান করতে বলেন। ব্যাস বলেন "যদি এখনই পুত্র উৎপাদন করতে হয় তবে রানীরা যেন আমার কুৎসিত রূপ, গন্ধ আর বেশ সহ্য করতে হবে।"<ref name="Bhattacharya"/><ref name="রাজ">মহাভারত - রাজশেখর বসু</ref>
সত্যবতী অনেক প্রবোধ দিয়ে জ্যেষ্ঠা মহিষী অম্বিকাকে শয়নগৃহে পাঠালেন। ব্যাসের কৃষ্ণ বর্ণ, পিঙ্গল জটা শ্মশ্রু দেখে অম্বিকা ভয়ে চোখ বন্ধ করলেন। সত্যবতীর জবাবে [[বেদব্যাস|ব্যাস]] বললেন অম্বিকার পুত্র শতহস্তিতুল্য বলবান, বিদ্বান, বুদ্ধিমান ও শতপুত্রের পিতা হবে কিন্তু মাতার দোষে অন্ধ হবে। সত্যবতী বললেন, "অন্ধব্যক্তি কুরুকুলের রাজা হবার যোগ্য নয়, তুমি আর একটি পুত্র দাও।" সত্যবতীর অনুরোধে তার দ্বিতীয় পুত্রবধূ অম্বালিকা শয়নগৃহে এলেন কিন্তু ব্যাসের মূর্তি দেখে তিনি ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেলেন। সত্যবতীকে ব্যাস বললেন, "এই পুত্র বিক্রমশালী খ্যাতিমান এবং পঞ্চপুত্রের পিতা হবে, কিন্তু মাতার দোষে পাণ্ডুবর্ণ হবে।"<ref name="রাজ" />
যথাকালে অম্বিকা একটি অন্ধপুত্র ও অম্বালিকা পাণ্ডুবর্ণ পুত্র প্রসব করলেন, তাদের নাম [[ধৃতরাষ্ট্র]] ও [[পাণ্ডু]]। অম্বিকা পুনর্বার ঋতমতী হলে সত্যবতী তাকে আর একবার ব্যাসের কাছে যেতে বললেন, কিন্তু মহর্ষির রূপ আর গন্ধ মনে করে অম্বিকা নিজে গেলেন না, অপ্সরার ন্যায় রূপবতী এক শূদ্রা দাসীকে পাঠালেন। দাসীর অভ্যর্থনা ও পরিচর্যায় তুষ্ট হয়ে ব্যাস বললেন, "কল্যাণী, তুমি আর দাসী হয়ে থাকবে না, তোমার গর্ভস্থ পুত্র ধর্মাত্মা ও পরম বুদ্ধিমান হবে। এই দাসীর গর্ভে ধর্মের অংশে মহাত্মা [[বিদুর]] জন্ম নেন।<ref name="রাজ" /><ref name = "ganguliCVI">{{বই উদ্ধৃতি|শেষাংশ=Ganguli|প্রথমাংশ=Kisari Mohan |শিরোনাম=The Mahabharata: Book 1: Adi Parva|ইউআরএল=http://www.sacred-texts.com/hin/m01/m01107.htm|তারিখ=1883–1896|প্রকাশক=Sacred texts archive|অধ্যায়=SECTION CVI}}</ref>
 
== মৃত্যু ==