হাওয়ার্ড হক্‌স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎কর্মজীবন: সম্প্রসারণ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৯ নং লাইন:
* [[কেনেথ হক্‌স]] (ভাই)
* [[উইলিয়াম হক্‌স]] (ভাই)
* [[ম্যারি অ্যাস্টর]] (sister-in-law)<ref>{{citeবই bookউদ্ধৃতি|lastশেষাংশ=কিড|firstপ্রথমাংশ=চার্লস|titleশিরোনাম=Debrett Goes to Hollywood|locationঅবস্থান=নিউ ইয়র্ক |publisherপ্রকাশক=সেন্ট মার্টিন্‌স প্রেস |yearবছর=১৯৮৬ |isbnআইএসবিএন=978-0-312-00588-7|chapterঅধ্যায়ের-urlইউআরএল=https://archive.org/details/debrettgoestohol00kidd/page/67|chapterঅধ্যায়=Howard Hawks and Mary Astor|urlইউআরএল-accessসংগ্রহ=registration|urlইউআরএল=https://archive.org/details/debrettgoestohol00kidd|pপাতা=৬৭}}</ref>
* [[বেসি লাভ]] (sister-in-law)}}
}}
'''হাওয়ার্ড হক্‌স''' (৩০ মে ১৮৯৬ - ২৬ ডিসেম্বর ১৯৭৭) ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং লেখক। তিনি হলিউড চলচ্চিত্রের ধ্রুপদী যুগের অন্যতম ব্যক্তিত্ব। সমালোচক লিওনার্ড ম্যালটিন তাকে "সেরা মার্কিন পরিচালক যিনি পরিচিত নাম ছিলেন না" বলে অভিহিত করেন।
 
বৈচিত্রময় চলচ্চিত্র পরিচালক হক্‌স হাস্যরসাত্মক, নাট্যধর্মী, গ্যাংস্টার, বিজ্ঞান কল্পকাহিনি, নোয়া চলচ্চিত্র, যুদ্ধভিত্তিক ও পশ্চিমা ধারা-সহ বিভিন্ন ধারার চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রসমূহ হল ''[[স্কারফেস (১৯৩২-এর চলচ্চিত্র)|স্কারফেস]]'' (১৯৩২), ''[[ব্রিংগিং আপ বেবি]]'' (১৯৩৮), ''[[অনলি অ্যাঞ্জেলস্‌ হ্যাভ উইংস]]'' (১৯৩৯), ''[[হিজ গার্ল ফ্রাইডে]]'' (১৯৪০), ''[[টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট (চলচ্চিত্র)|টু হ্যাভ অর হ্যাভ নট]]'' (১৯৪৪), ''[[দ্য বিগ স্লিপ (১৯৪৬-এর চলচ্চিত্র)|দ্য বিগ স্লিপ]]'' (১৯৪৬), ''[[রেড রিভার (১৯৪৮-এর চলচ্চিত্র)|রেড রিভার]]'' (১৯৪৮), ''[[দ্য থিং ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড]]'' (১৯৫১), ''[[জেন্টলম্যান প্রেফার ব্লন্ডিজ (১৯৫৩-এর চলচ্চিত্র)|জেন্টলম্যান প্রেফার ব্লন্ডিজ]]'' (১৯৫৩), ও ''[[রিও ব্র্যাভো (চলচ্চিত্র)|রিও ব্র্যাভো]]'' (১৯৫৯)। তার চলচ্চিত্রসমূহে বলিষ্ঠ নারী চরিত্রগুলোকে হক্‌সিয়ান ওম্যান" নামে ডাকা হত।
 
১৯৪২ সালে হক্‌স ''[[সার্জেন্ট ইয়র্ক (চলচ্চিত্র)|সার্জেন্ট ইয়র্ক]]'' চলচ্চিত্রের জন্য [[শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন। ১৯৭৪ সালে তাকে [[একাডেমি সম্মানসূচক পুরস্কার]] প্রদান করা হয় এবং একাডেমির ওয়েবসাইটে লেখা হয়, "একজন দক্ষ মার্কিন চলচ্চিত্র নির্মাতা যার সৃজনশীল কর্মগুলো বিশ্ব চলচ্চিত্রে আলাদাভাবে স্থান অর্জন করেছে।" তার কর্মগুলো অনেক জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন পরিচালকদের অনুপ্রাণিত করেছে, তন্মধ্যে রয়েছেন [[মার্টিন স্করসেসি]], [[রবার্ট আল্টম্যান]], [[জঁ-লুক গদার]], [[জন কার্পেন্টার]], ও [[কোয়েন্টিন টারান্টিনো]]। হক্‌স [[ক্যালিফোর্নিয়া|ক্যালিফোর্নিয়ার]] পাম স্প্রিংসে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
৪০ নং লাইন:
 
===সবাক চলচ্চিত্রে সাফল্য (১৯৩৫-১৯৭০)===
১৯৩৮ সালে হক্‌স [[আরকেও পিকচার্স]]ের ব্যানারে উদ্ভট হাস্যরসাত্মক ''[[ব্রিংগিং আপ বেবি]]'' চলচ্চিত্র নির্মাণ করেন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন [[ক্যারি গ্র্যান্ট]] ও [[ক্যাথরিন হেপবার্ন]]। ডুডলি নিকোলস ও হ্যাগার ওয়াইল্ডের চিত্রনাট্যে নির্মিত চলচ্চিত্রটিকে চলচ্চিত্র সমালোচক [[অ্যান্ড্রু স্যারিস]] "সবচেয়ে উদ্ভট স্কুবল কমেডি" বলে অভিহিত করে। গ্র্যান্টকে এতে একজন ক্ষীণদৃষ্টি সম্পন্ন জীবশ্মবিদ চরিত্রে দেখা যায় যিনি অভিজাত হেপবার্নের প্রতি অনুরাগের কারণে বারবার অপদস্ত হন।{{sfn|ওয়েকম্যান|১৯৮৭|pp=৪৪৬-৪৫১}} ''ব্রিংগিং আপ বেবি'' ছবিতে হক্‌সের শৈল্পিক পরিচালনা গ্র্যান্ট ও হেপবার্নের মধ্যকার সহজাত রসায়ন উপস্থাপন করে। চলচ্চিত্রটি মুক্তির পর বক্স অফিসে ব্যর্থ হয়, ফলে আরকেও বিপুল পরিমাণ লোকসানের দরুণ হক্‌সকে বরখাস্ত করে। তবে চলচ্চিত্রটিকে হক্‌সের অন্যতম শ্রেষ্ঠ কর্ম বলে গণ্য করা হয়।{{sfn|লাহাম|২০০৯|pp=২৭-২৯}} এরপর হক্‌স ১৯৫১ সাল পর্যন্ত টানা ১১টি ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাণ করেন, যার শুরু হয় ১৯৩৯ সালে [[ক্যারি গ্র্যান্ট]] অভিনীত [[কলাম্বিয়া পিকচার্স]]ের ''[[অনলি অ্যাঞ্জেলস্‌ হ্যাভ উইংস]]'' দিয়ে।<ref> ম্যাকার্থি, টড। "At 100, Hawks remains ever modern, ever a master"। ডেইলি ভ্যারাইটি। পৃষ্ঠা ৬৩।</ref> এতে আরও অভিনয় করেন [[জিন আর্থার]], [[টমাস মিচেল]], [[রিটা হেওয়ার্থ]], ও [[রিচার্ড বার্থেলমেস]]।{{sfn|ওয়েকম্যান|১৯৮৭|pp=৪৪৬-৪৫১}}
 
==তথ্যসূত্র==