আইনজীবী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
→‎শিক্ষা: বানান
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩২ নং লাইন:
 
== শিক্ষা ==
বিভিন্ন দেশে আইনের শিক্ষাপ্রণালী ও যোগ্যতা বিভিন্ন প্রকার। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পঠন পাঠন হয়। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীডিগ্রি প্রদান পরীক্ষা, উপযুক্ত সরকারি প্রশিক্ষণের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। আমেরিকা ও ইংল্যান্ডের ল স্কুল গুলিতে পড়ানো হয় এবং আমেরিকায় বার এসোশিয়েশনএসোসিয়েশন বা আইনজীবী সংঘ ঠিক করে কোন ল স্কুলের ডিগ্রী গ্রহণযোগ্য ও সর্বোত্তম। আমেরিকার মত কানাডাতে ([[কুইবেক]] বাদে) স্নাতক স্তরের আইন ডিগ্রীডিগ্রি ল স্কুল গুলি থেকে দেওয়া হয় এবং এগুলির প্রায় সবই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের অধীন। অন্যান্য সমস্ত মূলত শিল্পোন্নত দেশগুলিতে পূর্নপূর্ণ সময়ের আইন শিক্ষার প্রচলন আছে। উন্নয়নশীল দেশে অবশ্য আংশিক সময়ের শিক্ষা প্রচলিত, যেখানে ছাত্রদের কাজ করা ও তার উপার্জিত অর্থে পড়াশোনা করার রীতি প্রচলিত।
 
=== ভারত ===
ভারতে ১৯৬১ সালে তৎকালীন আইনমন্ত্রী অশকঅশোক কুমার সেন Advocates Act-1961<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.barcouncilofindia.org/wp-content/uploads/2010/05/Advocates-Act1961.pdf|শিরোনাম=Advocates Act-1961|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=|আর্কাইভের-ইউআরএল=|আর্কাইভের-তারিখ=|ইউআরএল-অবস্থা=কার্যকর|সংগ্রহের-তারিখ=}}</ref> মে একটি নতুন আইন উপস্থাপন করেন এবং তা সংসদে পাশ হওয়ার মাধ্যমে দেশের আইন সংক্রান্ত বিষয়বস্তু পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং আইন প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় বার কাউন্সিলকে।
 
যার ফেলেফলে বার কাউন্সিল পরিচালনার জন্য ভারতে আইনজীবীর চাহিদা বৃদ্ধি পায়।
 
'''ভারতে আইনজীবী হতে হলে যে পদ্ধতি অবলম্বন করতে হবে তা হলো :'''
 
* যে কোনো বিশ্ববিদ্যালয় (যেখান আইন বিভাগ রয়েছে) থেকে আইন ডিগ্রীডিগ্রি অর্জন করতে হবে।
* বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
* বার কাউন্সিলের সদস্য পদ লাভের মাধ্যমেই সে দেশের একজন আইনজীবীর মর্যাদা লাভ করবে।
৫৬ নং লাইন:
'''হাই কোর্টের আইনজীবী'''
 
আইনজীবী হিসেবে ২ বছর কাজ করার পর একজন ব্যক্তি হাই কোর্টেরহাইকোর্টের আইনজীবী হওয়ার জন্য আবেদন করতে পারবে এবং Interviewসাক্ষাৎকারের এর পর সে যদি যোগ্য প্রার্থী হয় তবে হাই কোর্টে প্র্যাক্টিসেরপ্র্যাকটিসের লাইন্সেস পাবে।
 
'''সুপ্রিম কোর্টের আইনজীবী'''
 
হাই কোর্টে ১০ বছর সফল ভাবে প্র্যাক্টিসেরপ্র্যাকটিসের পর একজন আইনজীবী সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে যোগদানের যোগ্যতা অর্জন করে এবং আবেদন করার পর তা পাকিস্তান বার কাউন্সিল ও সুপ্রিম কোর্টের বিচারক কর্তৃক মূল্যায়নের মাধ্যমে তাকে লাইসেন্স প্রদান করা হয়।
 
=== বাংলাদেশ ===
উচ্চ মাধ্যমিকউচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার পর ভর্তি পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তি আইন বিভাগে অধ্যয়নের জন্য দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। এরপর ৪ বছরের এলএলবি করার মাধ্যমে সেই ব্যক্তি বার কাউন্সিলের সদস্য পদ লাভের যোগ্যতা অর্জন করে।
 
[[বাংলাদেশ বার কাউন্সিল|বার কাউন্সিলের]] পরীক্ষীয়পরীক্ষায় পাশ করসেইকরলেই সে আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করতে পারে এবং ২ বছর নিম্ন আদালতে কাজ করার অভিজ্ঞতা থাকলে সে সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ার লাইসেন্স লাভ করে।<ref>{{cite news|title=Students lock Bar Council|url=http://bdnews24.com/bangladesh/2013/09/04/students-lock-bar-council|accessdate=28 February 2015|work=[[bdnews24.com]]|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20150402183720/http://bdnews24.com/bangladesh/2013/09/04/students-lock-bar-council|archivedate=2 April 2015}}</ref>
 
== পেশাগত আচরণবিধি ==