রুবিক’স কিউব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২০ নং লাইন:
 
== ধারণা এবং উন্নয়ন ==
১৯৭০ সালের মার্চ মাসে [[হ্যারীহ্যারি ডি. নিকোলাস]] ২x২x২ মাত্রার একটি ধাঁধা আবিস্কারআবিষ্কার করেন, যার ক্ষুদ্র খন্ডসমূহখণ্ডসমূহ একটি গ্রুপে ছিল এবং এগুলো ঘোরানো যেত। পরে তিনি [[কানাডা|কানাডীয়]] প্যাটেন্টের জন্য আবেদন করেন। নিকোলাসের কিউবের প্রতিটি খন্ড চুম্বকখণ্ডচুম্বক দিয়ে একে অপরের সাথে আটাকানো ছিল। [[১১ই এপ্রিল]], ১৯৭২ সালে [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] প্যাটেন্ট কর্তৃপক্ষ নিকোলাসকে প্যাটেন্ট প্রদান করে। এটি ছিল রুবিক এর উন্নত ঘনক আবিস্কারেরআবিষ্কারের দু'বছর পূর্বের ঘটনা।
 
[[৯ই এপ্রিল]], ১৯৭০ সালে ফ্রাঙ্ক ফক্স নামের আরেকজন একটি "৩x৩x৩ মাত্রার গোলক" ধাঁধাঁর জন্য প্যাটেন্ট এর আবেদন করেন এবং [[১৬ই জানুয়ারি]], ১৯৭৪ সালে [[যুক্তরাজ্য|ব্রিটিশ]] প্যাটেন্ট লাভ করেন।
 
রুবিক তার "ম্যাজিক কিউব" আবিস্কারআবিষ্কার করেন ১৯৭৪ সালে এবং ১৯৭৫ সালে [[হাঙ্গেরীয়]] প্যাটেন্ট লাভ করেন কিন্তু তখন আন্তর্জাতিক প্যাটেন্টটি হয়নি। ১৯৭৭ সালের শেষদিকে প্রথম বাণিজ্যিকভাবে রুবিক কিউব উৎপাদন করা হয় এবং [[বুদাপেস্ট]] এর খেলনার দোকানগুলোতে বিক্রয় করা হয়। ম্যাজিক কিউব তৈরি করা হত প্লাস্টিক দিয়ে এবং ছোট ছোট খন্ড গুলোখণ্ডগুলো একে অপরের সাথে আটকে থাকতো যান্ত্রিক উপায়ে যা নিকোলাসের চুম্বক ডিজাইন হতে তুলনামূলক কম দাম ছিল। ম্যাজিক কিউব পশ্চিমা বিশ্বে বাজারজাত করার জন্য [[আইডিয়াল টয়]] চুক্তি করে এবং ১৯৮০ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এক খেলনা প্রদর্শনীতে ধাঁধাঁটির অভিষেক ঘটে পশ্চিমা বিশ্বে।
 
আন্তর্জাতিক পরিমন্ডলেপরিমণ্ডলে ম্যাজিক কিউবের পরিচয় ঘটার পর পশ্চিমের খেলনার দোকানসমূহে বিক্রয় সাময়িক স্থগিত করা হয়। উদ্দেশ্য ছিল পশ্চিমের নিরাপত্তা ও মোড়ক সম্পর্কিত বিধি নিষেধবিধিনিষেধ অনুযায়ী ম্যাজিক কিউবকে নতুন আঙ্গিক দেওয়া। এতদসঙ্গে এটির ওজন হাল্কাহালকা করা হয় এবং আইডিয়েল টয় সিদ্ধান্ত নেয় নাম পরিবর্তনের। প্রথমে "দ্যা গোল্ডেন নট" এবং "ইনকা গোল্ড" নাম দু'টি প্রস্তাব করা হয়, কিন্তু কোম্পানীরকোম্পানির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এর নাম হয় "Rubik's Cube" বা "রুবিক'স কিউব"। নতুন আঙ্গীকেআঙ্গিকে নতুন নাম নিয়ে [[হাঙ্গেরী]] থেকে রুবিকের কিউবের প্রথম চালানটি রপ্তানীরপ্তানি করা হয় ১৯৮০ সালের মে মাসে। এতদসময়ে বাজারে অপ্রতুলতার সুযোগে কিছু নিম্নমানের নকল কিউবের আবির্ভাব ঘটে।
 
নিকোলাস নিজের প্যাটেন্ট তার কর্মস্থল "মলিকিউলন রিসার্চ করপোরেশন" কে দিয়ে দেন। পরে তার কোম্পানীকোম্পানি, আইডিয়েল টয়ের বিরুদ্ধে প্যাটেন্ট ভঙ্গের মামলা করে। ১৯৮৪ সালে আইডিয়েল টয় মামলায় হেরে যায় এবং আপীলআপিল করে। ১৯৮৭ আপীলআপিল কোর্ট নিশ্চিত করে রুবিক কিউবের ২x২x২ মাত্রার ধাঁধাঁটি নিকোলাসের প্যাটেন্ট ভঙ্গ করেছে, কিন্তু ৩x৩x৩ মাত্রার ধাঁধাঁর সংস্করণের আপীলআপিল রুবিক কিউবের অনুকূলে যায়।<ref>[http://digital-law-online.info/cases/229PQ805.htm Moleculon Research Corporation v. CBS, Inc.]</ref>
 
যখন রুবিকের প্যাটেন্ট আবেদন প্রক্রিয়াধীন ছিল, তখন [[টোকিও|টোকিওর]] নিকট একজন স্বশিক্ষিত প্রোকৌশলীপ্রকৌশলী এবং কামারশালার মালিক টেরুটোশি ইসিগি জাপানে প্যাটেন্টের জন্য আবেদন করেন। তিনি ১৯৭৬ সালে জাপানীজাপানি প্যাটেন্ট লাভ করেন। যদিও তার আবিস্কারটিআবিষ্কারটি প্রায় রুবিকের কৌশলের কাছাকাছি ছিল, তবুও তাকে রুবিক কিউবের একজন স্বাধীন পুনঃ-আবিস্কারকপুনরাবিষ্কারক হিসাবে গন্যগণ্য করা হয়।<ref>
{{বই উদ্ধৃতি
|লেখক = Hofstadter, Douglas R.
৩৮ নং লাইন:
}}Hofstadter gives the name as "Ishige".</ref><ref>http://cubeman.org/cchrono.txt</ref><ref>[http://inventors.about.com/library/weekly/aa040497.htm The History of Rubik's Cube - Erno Rubik<!-- Bot generated title -->]</ref>
 
রুবিক পুনরায় ২৮ অক্টোবর ১৯৮০ সালে হাঙ্গেরীয়ানহাঙ্গেরীয় প্যাটেন্ট এবং অন্যান্য প্যাটেন্ট আবেদন করেন। ১৯৮৩ সালে ২৯ মার্চ তিনি যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট লাভ করেন। রুবিক আরও বেশ কিছু নতুন ধাঁধাঁ আবিস্কারআবিষ্কার করেছিলেন এবং এগুলোর বেশকিছু প্যাটেন্টও তিনি পেয়েছিলেন; কিন্তু সেগুলো রুবিক কিউবের মত জনপ্রিয় হয়নি।
 
== জনপ্রিয়তা এবং পপ সংস্কৃতি ==