সাহারা (অভিনেত্রী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zlatan990 (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Zlatan990 (আলোচনা | অবদান)
ট্যাগ যোগ/বাতিল
১৬ নং লাইন:
}}
 
'''সাহারা''' (জন্ম: ১৯ জুন, ১৯৯০) একজন [[বাংলাদেশ|বাংলাদেশী]] জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। সাহারার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল শাহাদাত হোসেন লিটন পরিচালিত ''রুখে দাড়াও'' ছবির মাধ্যমে। অনেক পরিশ্রম করে ঢাকার চলচ্চিত্রে নিজেকে নাম্বার ওয়ান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এই অভিনেত্রী<ref>https://www.kalerkantho.com/print-edition/ronger-mela/2017/03/09/472244</ref>। [[শাকিব খান]] এর সাথে তার জুটি সর্বাধিক জনপ্রিয়তা পায়।
অনেক পরিশ্রম করে ঢাকার চলচ্চিত্রে নিজেকে নাম্বার ওয়ান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এই অভিনেত্রী<ref>https://www.kalerkantho.com/print-edition/ronger-mela/2017/03/09/472244</ref>। [[শাকিব খান]] এর সাথে তার জুটি সর্বাধিক জনপ্রিয়তা পায়।
 
== অভিনয় জীবন ==
বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম
জনপ্রিয় অভিনেত্রী সাহারা ২০০৪ সালে শুরু করেন অভিনয় জীবন। তবে শুরুটা মসৃণ হয়নি। "রুখে দাড়াও" তেমন চলেনি, কিন্তু সাহারা নজর কারতে সক্ষম হন। যদিও তার অতিরিক্ত সাবধানী পোশাকের কারণে সমালোচিত হন। দ্বিতীয় চলচ্চিত্রে আর একি ভুল করেননি সাহারা। "ভাড়াটে খুনি"তে নিজেকে উপস্থাপন করেন অনেক সাহসী ও আকর্ষণীয় করে। দুর্ভাগ্য যে সাহারার এই সিনেমাটিও ফ্লপ এর খাতায় নাম লিখায়। পরপর দুই সিনেমা ফ্লপ করায়, সাহারা নিজেকে এক দম নতুন ভাবে নিয়ে আসেন<ref>http://archive.prothom-alo.com/detail/news/168243</ref>। জুটি গড়ে তুলেন সেই সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক আলেকজান্ডার বো'র সাথে একশন সিনেমাতে। একের পর এক অভিনয় করেন "অর্ডার", "লাকি সেভেন" ও "ড্যাম কেয়ার" এর মত একশন সিনেমাতে।
"অর্ডার" সিনেমাতে আলেকজান্ডার বো'র সাথে সাহারার বিখ্যাত গান "চন্দ্রিমা" মুক্তি পেলে সবার চাহিদার নায়িকা হয়ে যান। এই গানে সাহারার অদম্য সাহসী তোয়ালে পরা উপস্থিতি সবাইকে তাক লাগিয়ে দেয়। অভিনয়ের সুযোগ পান বাংলাদেশের অন্যতম সেরা দুই নায়ক [[রুবেল]][[রিয়াজ]] এর সাথে "বিষাক্ত চোখ" সিনেমাতে। জীবনের প্রথম বড় বাজেটের সিনেমা পেয়ে নিজেকে উজাড় করেন দেন সাহারা। বিশেষ করে, এই ছায়াছবিতে রুবেলের সাথে "হায় রে হায়" গানে তার বক্ষবন্ধনী প্রকাশিত পোশাক আলোচনার ঝড় তুলে। এরপর সাহারাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
 
তবে শুধু সংক্ষিপ্ত পোশাক পরে শরীর প্রদর্শন নয়, অভিনয় প্রতিভাতেও সাহারা ছিলেন দুর্দান্ত। যার ফলাফল নতুন নতুন চলচিত্র হাতে পান সাহারা। ২০০৮ সালে [[শাকিব খান|শাকিব খানে]]র সাথে অভিনয় করেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল সিনেমা "[[প্রিয়া আমার প্রিয়া]]"তে<ref>https://www.thedailystar.net/news-detail-206218</ref>। ২০০৮ সালের ১৩ জুন "প্রিয়া আমার প্রিয়া" মুক্তির পর এই চলচ্চিত্র ব্লকবাস্টার হিট হয়ে যায়। আয়ের দিক থেকে সেই সময় বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ফেলে এই ছবি। এই ছবি মুক্তির পর প্রায় ১৫ কোটি টাকা আয় করে<ref>https://bangladeshpress.com.bd/entertainment/article/200614944</ref>। রাতারতি বড় তারকা হয়ে যান সাহারা।
৩২ ⟶ ৩১ নং লাইন:
 
== সমালোচনা ==
সাহারার বেশ কিছু চলচ্চিত্র অশ্লীলতার দায়ে অভিযুক্ত। অভিযোগের তীর সাহারার দিকেও উঠে<ref>https://www.bd-pratidin.com/entertainment/2015/04/21/76279</ref>। তার ''জাঁদরেল'' ও ''অভিশপ্ত রাত'' ছবির কিছু দৃশ্য নিয়ে বেশ বিতর্ক হয়। এমনকি তার অতিরিক্ত সাহসী ও খোলামেলা পোশাকও সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। তবে চলচ্চিত্র বোদ্ধারা মনে করেন সেই সময়ের চলচ্চিত্রের পরিবেশ ও নিজেকে টিকিয়ে রাখার প্রয়োজনে সাহারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা প্রশংসারযোগ্য। বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি "[[প্রিয়া আমার প্রিয়া]]" তেও সাহারা পশিমা খোলামেলা পোশাকে হাজির হন কিন্তু সেখানে সাহারা সর্ব মহলে প্রশংসিত হন তার শারীরিক সৌন্দর্য ও অভিনয় প্রতিভার জন্য।