টিমোথি কাস্তায়নে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সম্প্রসারণ
২৫ নং লাইন:
}}
'''টিমোথি কাস্তায়নে''' ({{lang-en|Timothy Castagne}}; জন্ম: ৫ ডিসেম্বর ১৯৯৫) হলেন [[বেলজিয়াম|বেলজিয়ামের]] [[আরলোঁ]]তে জন্মগ্রহণকারী একজন বেলজীয় পেশাদার [[ফুটবল খেলোয়াড়]]। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর [[সেরিয়ে আ]]-এ [[আতালান্তা বিসি|আতালান্তা]] এবং [[বেলজিয়াম জাতীয় ফুটবল দল|বেলজিয়াম জাতীয় ফুটবল দলের]] হয়ে একজন [[রক্ষণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেন। তিনি মূলত একজন [[রক্ষণভাগের খেলোয়াড়#ফুল-ব্যাক|রাইট-ব্যাক]] অথবা [[রক্ষণভাগের খেলোয়াড়#ফুল-ব্যাক|লেফট-ব্যাক]] হিসেবে খেললেও মাঝেমধ্যে [[মধ্যমাঠের খেলোয়াড়#পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড়|ডানপার্শ্বের মধ্যমাঠের খেলোয়াড়]] হিসেবে খেলেন।
 
বেলজীয় ফুটবল ক্লাব [[রয়্যাল এক্সেলসিয়র ভিরতোঁ]]র হয়ে খেলার মাধ্যমে কাস্তায়নে তার যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন; অতঃপর তিনি [[কেআরসি খেংক|খেংকে]]র যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০১৩–১৪ মৌসুমে, একি ক্লাবের জ্যেষ্ঠ পর্যায়ের দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, উক্ত দলের হয়ে তিনি ৫৯টি ম্যাচ খেলেছেন কিন্তু কোন গোল করতে পারেননি। ২০১৭–১৮ মৌসুমে, তিনি ৬.৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালীয় ফুটবল ক্লাব আতালান্তায় যোগদান করেছেন।