বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎অনুরোধ: বাতিল
Md Arif bd (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২১৯ নং লাইন:
 
{{বাধা অপসারণ পর্যালোচিত | 1=আমি কোন অনুরোধে বা অর্থের বিনিময়ে নিবন্ধ তৈরি করিনি [https://drive.google.com/folderview?id=1g-d0--hZHYLVNEleOinoROXB5PU8fwyN এখানে বার্তা] গুলো দেখতে পারেন। গুগলে খুজে কাউকে উল্লেখযোগ্য মনে হয় সেই নিবন্ধ তৈরি করি। সেই নিবন্ধগুলির ক্ষেত্রে আমার বিবেচনা সঠিকতর ছিল না তা বুঝতে পারছি, এই জাতীয় কারো নিবন্ধ আর তৈরি করব না আমার ভুল ক্ষমা করে দিয়ে বাধা অপসারণ এর অনুরোধ করছি। [[ব্যবহারকারী:Md Arif bd|মোঃ আরিফ ]] ([[ব্যবহারকারী আলাপ:Md Arif bd#top|আলাপ]]) ১৫:২৮, ১৪ জুন ২০২০ (ইউটিসি) | decline =এই স্ক্রিনশটগুলো প্রমাণ করে না যে আপনার সাথে বাকী নিবন্ধের বিষয়ের কোন সম্পর্ক নেই। ধরুন, আমার কাছে তিনটি অনুরোধ আসলো অর্থের বিনিময়ে নিবন্ধ তৈরির। আমি দেখলাম এরমধ্যে দুইজনের উল্লেখযোগ্যতা মানদণ্ড পূরণ করে না সুতরাং আমি সেই দুইজনকে মানা করে দিলাম কিন্তু তৃতীয়জন আমার কাছে মনে হলো যে উল্লেখযোগ্য হতে পারে সুতরাং আমি তার নিবন্ধটা তৈরি করলাম। এবার আমি সম্প্রদায়কে সেই দুইজনের স্ক্রিনশট দেখালাম। আশাকরি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনার বাধাদানের মূল বিষয় ছিলো, আপনার নিবন্ধের বিষয়ের সাথে আপনার স্বার্থের সংঘাত রয়েছে (সেটা অর্থের বিনিময়ে হোক বা অন্যকোনভাবেও হতে পারে)। সেটি আপনাকে বাধাদানের পূর্বে স্পষ্ট জিজ্ঞাস করেছিলাম কিন্তু আপনি স্পষ্ট মিথ্যা বলেছেন। উপরেও যেমনটি বলেছি বাধা অপসারণের আবেদনে আপনাকে সেই বিষয়গুলো পরিষ্কার করতে হবে। আপনি ইতোমধ্যে দুইবার বাধা অপসারণের আবেদন করেছেন মূল বিষয় ব্যাখ্যা করা ছাড়াই সুতরাং এখন থেকে এক বছর পর পুনরায় আপনি আবেদন করতে পারেন। তবে নতুন আবেদনে স্বার্থের সংঘাত বিষয়টি স্পষ্ট ব্যাখ্যা করতে হবে ও ডিসক্লোজ করতে হবে। এছাড়াও স্ক্রিনশটগুলো প্রাইভেট করুন কারণ আপনি অন্যের গোপনীয়তা লঙ্ঘন করছেন পাবলিকলি বার্তাগুলো পোস্ট করে। এ ধরণের ক্ষেত্রে এক/দুজনকে লিংকে প্রবেশাধিকার দেওয়া যেতে পারে তদন্তের স্বার্থে। ধন্যবাদ। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ১০:৫৬, ১৯ জুন ২০২০ (ইউটিসি)}}
 
"{{উত্তর|NahidSultan}}" ভাই, স্বার্থের সংগাত এর যাদের নিবন্ধন এর কারনে হয়েছে তাদেরকে দেওয়া বার্তার ও স্কিনসর্ট দিয়েছি । উপরোক্ত কারনে ক্ষমা ও চেয়েছি।