কেমরে প্রিমিয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সম্প্রসারণ
(সম্প্রসারণ)
(সম্প্রসারণ)
}}
'''কেমরে প্রিমিয়ার''' (এছাড়াও '''লীগ অফ ওয়েলস''' অথবা '''ওয়েলস প্রিমিয়ার লীগ''' নামে পরিচিত) হচ্ছে পুরুষদের ফুটবল ক্লাবগুলোর মধ্যে আয়োজিত ওয়েলসের একটি পেশাদার লীগ। এই লীগটি [[ওয়েলস ফুটবল লীগ পদ্ধতি]]র শীর্ষস্তরের ফুটবল প্রতিযোগিতা। [[ওয়েলস ফুটবল এসোসিয়েশন]] দ্বারা পরিচালিত কেমরে প্রিমিয়ারে সর্বমোট ১২টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে; যার মধ্য হতে চ্যাম্পিয়নস পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল বিজয়ী দল হিসেবে শিরোপা জয়লাভ করে এবং প্লে-অফ পর্ব শেষে পয়েন্ট তালিকার নিচের দিকের দুটি দল [[কেমরে উত্তর]] অথবা [[কেমরে দক্ষিণে]] অবনমিত হয়।
 
২০১৯– ২০ মৌসুমে, এই লীগের পরিবর্তন করে '''কেমরে প্রিমিয়ার''' রাখা হয়।<ref>{{Cite web | url=https://www.faw.cymru/en/news/new-identity-tiers-1-2/ |title = FAW / New identity for Tiers 1 & 2}}</ref>