স্ফিংক্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৯ নং লাইন:
'''স্ফিংক্স''' ({{lang-el|Σφίγξ /''sphinx''/}}, [[Aeolic Greek|Bœotian]]: Φίξ ''/Phix'', {{lang-ar|أبو الهول,}}) একটি [[পৌরাণিক সৃষ্টি]] যার শরীরের নিচের অংশ [[সিংহ|সিংহাকৃতির]] এবং উপরে মানব মাথার মতোন।
 
[[Culture of Greece|গ্রিক ঐতিহ্য]] মতে এদের পশ্চাদ্দেশ সিংহের মত, প্রায়ই এর পাখির ডানার মত বড় ডানা থাকে এবং এর মুখমন্ডল মানুষের মুখের মতোন হয়ে থাকে। পুরাণে একে বিশ্বাসঘাতক এবং নির্দয় হিসেবে বর্ণনা করা হয়। পৌরাণিক গল্পে এর [[ধাঁধা|ধাঁধায়]] ব্যর্থ ব্যাক্তিদেরব্যক্তিদের একটি নির্দিষ্ট পরিনতি বরন করতে হয়। এসকল ব্যাক্তিরাব্যক্তিরা স্ফিংক্সের হাতে খুন হয় এমনকি এই দানব তাদের ভক্ষণ করে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://people.hsc.edu/drjclassics/texts/Oedipus/sphinx.shtm |শিরোনাম=Dr. J's Lecture on Oedipus and the Sphinx |প্রকাশক=People.hsc.edu |তারিখ= |সংগ্রহের-তারিখ=2014-05-15}}</ref> পুরাণে বর্ণিত এ স্ফিংক্সকে অডিপাসের নাটকেও দেখা যায়।<ref>Kallich, Martin. "Oepidus and the Sphinx." Oepidus: Myth and Drama. N.p.: Western, 1968. N. pag. Print.</ref> গ্রীক পুরাণে এরা নারী-আকৃতির হলেও, মিশরীয় স্ফিংক্সগুলো সাধারণত পুরুষ আকৃতির ('''এন্ড্রোস্ফিংক্স''')। [[মিশরীয় পুরাণ|মিশরীয় পুরাণের]] স্ফিংক্স ছিলো উপকারী কিন্তু গ্রীক পুরাণের স্ফিংক্সের মত একই রকম দুর্দান্ত শক্তিসম্পন্ন। তবে উভয় পুরাণেই এদেরকে বর্ণনা করা হয় মন্দির কিংবা সমতুল্য অঞ্চলের প্রবেশদ্বারের প্রহরীস্বরূপ।<ref>Stewart, Desmond. Pyramids and the Sphinx. [S.l.]: Newsweek, U.S., 72. Print.</ref>
 
[[রেনেসাঁস]] এর সময়ে আধুনিক চিত্রকল্পে স্ফিংক্স ইউরোপে পুনরুজ্জীবিত হয়। পরবর্তীতে, এর ভাবমূর্তি আরও বিভিন্ন সংস্কৃতিতে অপরিবর্তিত ভাবেই প্রতিফলিত হয়, যদিও কিছু ক্ষেত্রে মূলধারার বাইরের কিছু ধারণাও এর সাথে যোগ হতে দেখা যায়।