মোহাম্মদ নাসিম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎রাজনৈতিক জীবন: সম্প্রসারণ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪৬ নং লাইন:
মোহাম্মদ নাসিমের জন্ম ১৯৪৮ সালের ২ এপ্রিল [[সিরাজগঞ্জ জেলা |সিরাজগঞ্জ জেলার]] [[কাজীপুর উপজেলা|কাজীপুর উপজেলায়]]। তার পিতা শহীদ ক্যাপ্টেন [[এম মনসুর আলী]]<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=বাবার শেষ নিঃশ্বাসের উত্তাপ এখনও পাই: মোহাম্মদ নাসিম|ইউআরএল=http://www.banglatribune.com/national/news/153987/|সংগ্রহের-তারিখ=৩ নভেম্বর ২০১৬|এজেন্সি=বাংলা ট্রিবিউন|প্রকাশক=টুকে মিডিয়া লিমিটেড}}</ref> এবং মাতা আমেনা মনসুর। পিতা মনসুর আলী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের মন্ত্রী, স্বাধীন বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন।<ref name="পথচলা">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=মোহাম্মদ নাসিম: রাজনীতিতে পাঁচ দশকের বেশি পথচলা|ইউআরএল=https://www.bbc.com/bengali/news-52970457|ওয়েবসাইট=বিবিসি|তারিখ=১৩ জুন ২০২০|সংগ্রহের-তারিখ=১৩ জুন ২০২০ |ভাষা=bn}}</ref>
 
মোহাম্মদ নাসিম পাবনার [[এডওয়ার্ড কলেজ|এডওয়ার্ড কলেজে]] পড়াশোনা করেন। তিনি ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান ছয় দফা আন্দোলনের এক সমাবেশে অংশ নিতে পাবনায় যান এবং পরে তিনি মনসুর আলীর বাড়িতে যান, যেখানে তিনি জানতে পারেন যে নাসিম ছাত্র ইউনিয়নের নেতা। শেখ মুজিবুর রহমানের অনুরোধে নাসিম আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি অনুষ্ঠানে হাজির হন এবং পরবর্তীকালে এই সংগঠনে যোগ দেন। ১৯৬৭ সালে, নাসিম এডওয়ার্ড কলেজের ছাত্র ইউনিয়ন নির্বাচনে নির্বাচিত হন।<ref name=":0">{{Citeসংবাদ newsউদ্ধৃতি |dateতারিখ=2020-06-13|titleশিরোনাম=Mohammed Nasim: A life in politics |অনূদিত-শিরোনাম=মোহাম্মদ নাসিম: রাজনীতিতে একটি জীবন|urlইউআরএল=https://www.dhakatribune.com/bangladesh/politics/2020/06/13/mohammed-nasim-a-life-in-politics|accessসংগ্রহের-dateতারিখ=2020-06-13|workকর্ম=ঢাকা ট্রিবিউন|ভাষা=en}}</ref>
 
এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাশের পর তিনি ঢাকায় এসে [[জগন্নাথ কলেজ|জগন্নাথ কলেজে]] (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ভর্তি হন ও এখান থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।<ref name="পথচলা"/> বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নাসিম মুজিবনগর সরকারের পক্ষে কাজ করেন।
৫৭ নং লাইন:
১৯৮১ সালের আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন নাসিম। ওই সম্মেলনে আওয়ামী লীগের যুব সম্পাদক নির্বাচিত হন। ১৯৮২ সালে নাসিমকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করা হয়। পরবর্তীতে ১৯৮৭ সালের সম্মেলনে দলের প্রচার সম্পাদক মনোনীত হন। ১৯৯২ ও ১৯৯৭ সালের সম্মেলনে তিনি দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ২০০২ সালের আগ পর্যন্ত কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ একটি ছিল। এরপর থেকে বিভাগভিত্তিক সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেয়া হয়। ২০০২ ও ২০০৮ সালে অনুষ্ঠিত দলের সম্মেলনে তাকে দলের কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য পদে রাখা হয়। ২০১২ সালের সম্মেলনে তাকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে পদোন্নতি দেয়া হয়। পরপর তিন মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করেন।
 
১৯৮৬ সালে নাসিম প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। [[সিরাজগঞ্জ-১]] সংসদীয় আসন (কাজীপুর) থেকে পাঁচবার বিজয়ী হন তিনি। ১৯৯১-এ তিনি জাতীয় সংসদে বিরোধী দলের চীফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।<ref name="সহযোদ্ধার প্রতি" /> ১৯৯৬ সালে তিনি স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হন। ২০০৮ সালের নির্বাচনে তৎকালীন ১/১১ সরকারের দেওয়া মামলার কারণে অংশগ্রহণ করতে পারেন নি। ঐ নির্বাচনে তার সন্তান [[তানভীর শাকিল জয়]] দলীয় মনোনয়ন লাভ করেন। ২০১২ সালে কাউন্সিলে তাকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়।<ref name="পথচলা"/> এরপর ২০১৪ সালের নির্বাচনে নাসিমকে মনোনয়ন পান এবং বিজয়ী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।<ref name="বর্ণাঢ্য">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=কারামোহাম্মদ কোননাসিমের দফতরবর্ণাঢ্য পেলেনরাজনৈতিক জীবন|ইউআরএল=https://www.banglanews24ekushey-tv.com/politicsমোহাম্মদ-নাসিমের-বর্ণাঢ্য-রাজনৈতিক-জীবন/news/bd/256130.details102234|ওয়েবসাইট=বাংলানিউজ২৪একুশে টিভি অনলাইন|তারিখ=১২১৩ জানুয়ারিজুন ২০২০|সংগ্রহের-তারিখ=১৩ জুন ২০২০ |ভাষা=bn}}</ref><ref name="বর্ণাঢ্য">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=মোহাম্মদকারা নাসিমেরকোন বর্ণাঢ্যদফতর রাজনৈতিক জীবনপেলেন|ইউআরএল=https://www.ekushey-tvbanglanews24.com/মোহাম্মদ-নাসিমের-বর্ণাঢ্য-রাজনৈতিক-জীবনpolitics/102234news/bd/256130.details|ওয়েবসাইট=একুশে টিভি অনলাইনবাংলানিউজ২৪|তারিখ=১৩১২ জুনজানুয়ারি ২০২০|সংগ্রহের-তারিখ=১৩ জুন ২০২০ |ভাষা=bn}}</ref> ২০১৯ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=মোহাম্মদ নাসিম এবার কোন মন্ত্রণালয় পাবেন?|ইউআরএল=https://www.prothomalo.com/bangladesh/article/1573266/|ওয়েবসাইট=প্রথম আলো|তারিখ=৫ জানুয়ারি ২০২০|সংগ্রহের-তারিখ=১৩ জুন ২০২০ |ভাষা=bn}}</ref>
 
== ব্যক্তিগত জীবন ==
৬৮ নং লাইন:
{{সূত্র তালিকা|30em}}
 
{{Commonscatকমন্স বিষয়শ্রেণী|Mohammed Nasim}}
 
[[বিষয়শ্রেণী:১৯৪৮-এ জন্ম]]